নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
সেই ঐতিহ্য - আর্য মানবিকতা বিচারে ' নিম্নবর্ণের বেঁচে থাকার জন্য লড়াই করার ঐতিহ্য ।
শাম্বুক-এর মতো প্রতীকী মানুষদের বেদপাঠ ক'রে নাই । কারণ , এটাও ব্রাহ্মন্যবাদী মানসিকতা বিকৃত এক রূপ ।
আমাদের স্বীকার করে নেওয়া দরকার , অতীতটা ততটা গৌরবের নয় , যতটা আমরা বাক্যালঙ্কারে ভূষিত করে বলে থাকি ।
জাত-পাত-বর্ণভেদ এবং মধ্য দিয়ে ধর্মগত ও শ্রেণীগত শোষণের জালে পড়ে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষকে নিপীড়িত হতে হয়েছে । তাদের প্রথাগত শিক্ষার সুযোগে দেওয়া হয়নি । শত সহস্র একলব্যদের মরতে হয়েছে ব্রাহ্মণ্যবাদী মানসিকতা শিকার দ্রোণাচর্যদের হাতে ।
এটা আমাদের জাতীয় লজ্জা যে , দ্রোণাচার্য'র মতো পক্ষপাতদৃষ্ট শিক্ষাগুরুর নামে জাতীয় পুরস্কার চালু করা হয় । তবু আমাদের অতীত নাকি সুমহান এবং সভ্যতার অগ্রদূত । যে অতীতে আসল মর্মার্থ -শ্রেণী নয় , ধর্ম কর্ম নয় , জন্মই মানুষের বড় পরিচয় ।
রামায়ন ঐতিহাসিক ঘটণার সাক্ষ্য নয় । কিন্তু রামায়ন পাঠে অতীতের ইতিহাসের ধারণা আমরা পাই । নাস্তিকতাবাদ সে যুগে ছিল , ভারতের স্বেচ্ছা নির্বাসিত রামের প্রত্যাখানে বিচলিত জবালি জানিয়ে ছিলেন , পরলোক বলে কিছু নেই । আবার ছিল সাম্প্রদায়িকতাও । জবালির এই কথার জবাবে রাম বলেছিল , চোর ,নাস্তিক আর বৌদ্ধরা সমান অপরাধী এবং তার সমানভাবে দণ্ডাই । বৌদ্ধরা যে অপরাধী ব্রহ্মণ্যবাদী ভাবধারায় শিক্ষিত ক্ষত্রিয় রাম বোঝে । বোঝে বৌদ্ধকে দণ্ড দিয়ে রক্ষা করতে হবে ব্রাহ্মণ্যবাদী রাজ্যকে ।
০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩
দেবজ্যোতিকাজল বলেছেন: আসলে বুদ্ধ মারা যাবার পর বৌদ্ধ দর্শনের বিকৃত ঘটে গেছে । ভারতে বুদ্ধ দর্শনকে নাস্তিক্য দর্শণ হিসেবে পড়ান হয় ।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩
খোচা বাবা বলেছেন: উস্কানি মুলক পোস্টপোস্ট
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
দেবজ্যোতিকাজল বলেছেন: কি উস্কানি দেখলে লেখাটার মধ্যে? লেখাটা একটা প্রথার বিরুদ্ধে ।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭
আহলান বলেছেন: বিশদ সহজ লেখা দেন
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
দেবজ্যোতিকাজল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
কল্লোল পথিক বলেছেন: পড়লাম দাদা।
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
দেবজ্যোতিকাজল বলেছেন: পড়ে কি মনে হল????
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৪
প্রণব দেবনাথ বলেছেন: মানসিকতা সময়ের সাথ সাথে বদলে যায় সে কারনে অতীতের অনেক বিষয় আমাদের বর্তমান মানসিকতা দিয়ে বিচার করলে ভুল মনে হওয়াটা স্বাভাবিক।কারন আমরা আগের থেকে উন্নত মানসিকতার মানুষ।তেমনি আমাদের এখন কিছু কিছু বিষয় যা স্বাভাবিক মনে হয় যেটা পরবর্তী প্রজন্ম ধিক্কার জানাবে আর এটাই বাস্তব।
আজ যেটা মূল্যবোধ ন্যায়ের ধারাপাত
কাল হয়তো করবে সবাই তার মুন্ডপাত।
স্থান কাল পাত্র ভেদে ন্যায় ভিন্ন ভিন্ন
নিরপেক্ষ হয়না তাই কেউ কার জন্য।।
অতীত সময় গর্ভে হয় ইতিহাস
ভবিষ্যৎ অজানা তার মিটেনা পিয়াস।
সবার পরিচয় তাই সময় বর্তমান
স্বীকার করে যে তার বাড়ে সন্মান।।
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল মতামতটা
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল মতামতটা
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫
সাদী ফেরদৌস বলেছেন: দেবজ্যোতি অনেক ব্লগেই আপনার লেখা পড়েছি , আমি আশা করবো সব কিছুর আগে আপনি নিজেকে বাঙ্গালি ভাববেন ।
মনে রাখবেন , হিন্দু ধর্ম ভারতিয় ইতিহাসের জাতিগত পরিণাম এবং যা হারিয়ে যাবে না ।
আর একটি কথা ,গৌতম বৌদ্ধ কে আমার মনে হয়েছে , মুসলিম ও খ্রিস্টান দের ইসা বা জেসাসের মতো ,
হিন্দু এবং বৌদ্ধ দুটোতেই মহামতি বৌদ্ধ আছেন ।
তবে সনাতনে , বুদ্ধকে একজন অবতার হিসাবেই দেখা হয় ।