নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
কাদম্বিনীকে মরে প্রমাণ করতে হয়েছিল যে, সে তার আগে মরেনি। আমির খানও প্রমাণ করলেন, তিনি আগে যা বলেছিলেন তার সত্যতা কতটা! অসহিষ্ণু ভারত নিয়ে মুখ খোলায় কোণটাসা আমিরকে এই অতুলনীয় ভারতছাড়া করা যায়নি ঠিকই, কিন্তু অতুল্য ভারতের সঙ্গে সম্পর্ক ছেদ ঘটিয়ে সরকার জানান দিল, তাদের অসহিষ্ণুতার মাত্রাকে। একটা মন্তব্যের কারণে যদি অতুল্য ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ খোয়াতে হয়, তাতে আর কিছু না হোক, সরকারের তীব্র অসহিষ্ণুতার পরিচয় মেলে।
অতুল্য ভারতের বিজ্ঞাপনে আমিরের সঙ্গে সম্পর্ক ছেদ করায় আমিরের ব্যক্তিগত ক্ষতি কতটা হল, সেটা ধর্তব্যের মধ্যেই আসে না। কারণ, আরও একটা বৃহত্তর ক্ষতির সাক্ষী হলাম আমরা। ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ থেকে আমিরকে দূর করা গেল ঠিকই, কিন্তু বহুমতের ধারণভূমি এই দেশ তার একটা বড় অলঙ্কার খুইয়ে বসল। পরমত সহিষ্ণুতা। এই একটা মন্ত্র এ দেশের নানান স্রোতকে স্বকীয়তা বজায় রেখেই মিলতে সাহায্য করেছে। শিখিয়েছে, অন্যায় হলে আওয়াজ তোলার ন্যুনতম গণতান্ত্রিকতাও। আমির নির্বাসনে তাই আসলে মুকুটের একটা বড় পালককে আমরা বিসর্জন দিয়ে বসলাম। ভরসা একটাই, এ দেশ তার দীর্ঘ ঐতিহাসিক সফরে এই কলঙ্কের মোড়গুলোকে শুধু পেরিয়েছে তাই নয়, তাকে অতিক্রম করে নব দিগন্তের যাত্রার পথ দেখিয়েছে বার বার।
ভারত অতুল্য সেখানেই, যেখানে দোর্দণ্ডপ্রতাপ রাষ্ট্র তার হাতটাকে লম্বা করেও ছুঁতে পারে না।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৯
দেবজ্যোতিকাজল বলেছেন: অনেকদিনপরপেজেএলে
২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০২
রুদ্র জাহেদ বলেছেন: বেশ লিখেছেন
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১০
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৭
কল্লোল পথিক বলেছেন: শতভাগ সহমত
সাম্প্রদায়িকতা সব দেশে সর্বঅবস্থায় পরিত্যাজ্য।
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
দেবজ্যোতিকাজল বলেছেন: তা ছাড়া যে মানুষের পরিচয়টা পাল্টে যায়
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪০
মেমননীয় বলেছেন: Off Topic:
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।
পালিসমেন্ট মানেটা কি?
আপনি কি capital punishment, মানে মৃত্যুদণ্ড বুঝাতে চেয়েছেন?
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
দেবজ্যোতিকাজল বলেছেন: হু
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৫
জুন বলেছেন: পরমত সহিষ্ণুতা। একথাটি মনে হয় আমরা ভুলতে বসেছি দেবজ্যোতি।
ভালো লিখেছেন।
+
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪
দেবজ্যোতিকাজল বলেছেন: এটার চর্চা নেই বলেই ভুলতে বসেছি
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫
গোধুলী রঙ বলেছেন: আশু রোগ মুক্তি কাম্য।
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩
দেবজ্যোতিকাজল বলেছেন: এটার চর্চা নেই বলেই ভুলতে বসেছি
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
চাঁদগাজী বলেছেন:
ভারত অর্থনীতি ও টেকনোলোজীতে এগিয়েছে, মানসিকতার দিক থেকে এগুতে পারেনি।
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: হাতেগোণা কিছু মাপকাঠির নিরিখে মানুষ মাপতে অধিকাংশ ভারতবাসী অভ্যস্ত। পরমত সহিষ্ণুতা ওদের কাছে ভীনগ্রহী শব্দ।
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৫
তুষার আহাসান বলেছেন: ভাল লিখেছো।
১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
১০| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০২
রাশেদ রাহাত বলেছেন: না না আমির ভাউ... আমি পিকে-২ দেখুম।
১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭
দেবজ্যোতিকাজল বলেছেন: আমিরের ভুলটা ওখানেই
১১| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
রাশেদ রাহাত বলেছেন: হুম. কিন্তু OMG তো আরও কঠিন ভাবে সমালোচনা করি উচিৎ ছিলো তাহলে।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৫
গেম চেঞ্জার বলেছেন: ভাল লিখেছো..