নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩



স্বপ্নের মায়াজাল

বিশ্ব বঙ্গ সম্মেলন শেষ হয়ে গেল। দিনের শেষে আজ দু’জনকে বড় বেশি মনে পড়ছে। নিধিরাম সর্দার আর হরিপদ কেরানি। এক জনের ঢাল এবং তলোয়ার বলতে কিছুই ছিল না। আর এক জন স্বপ্নে সারা ক্ষণ বাদশাহের সঙ্গে একাঙ্গনে দেখতে চাইতেন নিজেকে। এক জনের ভরসা শুধু হম্বি আর তম্বি। এবং কিছু জাল বোনা। তথ্য এবং পরিসংখ্যানের জাল। মাকড়শা যেমন করে বোনে। অন্য জন শুধু বাঁচতে চায়। তথ্য, পরিসংখ্যান, শতাংশ, দশমিক— নানান হিসেবের ক্লান্তিকর ব্যস্ত বাজারে নিজেকে বিভ্রান্ত দেখে সে। অনেক দশমিক, অনেক শতাংশ তাকে শোনায় তার অনেক উন্নতি হয়ে গিয়েছে।
কর্মবিহীন, অলস সেই প্রান্তর অথবা গলি থেকে তার শুধু একটাই জিজ্ঞাসা থাকে, জীবনকে আপনিও শুধুমাত্র দশমিক এবং শতাংশের হিসেবেই ফেললেন?
আকবর বাদশাকে দেখতে পাচ্ছে হরিপদ কেরানি। আদি অনন্তকাল থেকে যারা এই হিসেবগুলোকেই দেখে, শোনে। এবং ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে।
বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০১৬। গাল ভরা শব্দ, মস্ত আয়োজন। আশ্চর্য ট্রাপিজের খেলা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্চর্য সে ভারসাম্যের খেলা। যেখানে লাখ টাকার স্বপ্নের মায়া এবং ছেঁড়া কাঁথার বাস্তব একাসনে বিচরণ করে থাকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: তথ্য, পরিসংখ্যান, শতাংশ, দশমিক— নানান হিসেবের ক্লান্তিকর ব্যস্ত বাজার দারুন আইডিযা

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

দেবজ্যোতিকাজল বলেছেন: আমাদের দিদি দান-খয়রাতির উপর টিকে আছে ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.