নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

ধর্ম পিছন পানে টানে

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮



সব জীব ও জড় বস্তুরই ধর্ম আছে । তবে সে ধর্ম বিরোধের নয় । সে ধর্ম প্রকৃত , গুন ও বৈশিষ্ট । যা প্রকৃতিগত ও অপরিবর্তিত তাহাই ধর্ম ।

আসলে পোষাকি ধর্ম কখনও মানুষের ভাল করতে পারে না , সে পিছন পানেই টানে । দোষ সংখ্যালঘুর বা সংখ্যাগুরুর নয় , দোষ এই পৃথক পৃথক ভাবনাতেই ।

মানুষ দুরকম । উন্নত আর অনুন্নত । পিছিয়ে পড়া সে 'সংখ্যালঘু ' সে চায় এগিয়ে যেতে শিক্ষায় , কাজে । উন্নত আর অনুন্নত । পিছিয়ে পড়া সে 'সংখ্যালঘু ' সে চায় এগিয়ে যেতে শিক্ষায় , কাজে । অধিকার চায় আলোর , সংখ্যালঘু নয় , মানুষ হয়ে বাঁচার ।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

তার আর পর নেই… বলেছেন: আপনি কি ধর্ম ছেড়ে আলোর দিকে এগুচ্ছেন?

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার কি মনে হচ্ছে ? লেখাটা আমার নীজের জন্য লিখেছি

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার কি মনে হচ্ছে ? লেখাটা আমার নীজের জন্য লিখেছি ?

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

তার আর পর নেই… বলেছেন: তুমি তুমি করছেন কেন? নিজের বানান টা ঠিক করে লিখেন। এমন একটা সহজ বানানও যদি ভুল করেন তাহলে কিভাবে হবে?
আপনার নিজের জন্য লিখেছেন নাকি আমাদের ধর্ম ছেড়ে দিয়ে আলোর পথে এগোনোর পরামর্শ দিচ্ছেন সেটা কি করে বলবো?
তবে যেকোন কাজ নিজেকে দিয়ে শুরু করতে হয়।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

ধুমেকতু২ বলেছেন: মনে হয় চুলকানি আছে :(

৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

ধুমেকতু২ বলেছেন: মনে হয় চুলকানি আছে :(

৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

রুদ্র জাহেদ বলেছেন:
মানুষ মানুষের জন্যে এমন চিন্তা কজনই করতে পারে

৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অন্ধমানুষ ধার্মিক সাজার চেষ্টা করলে সেক্ষেত্রে ধর্ম না-বুঝে সে পিছনে যেতে পারে। কারণ, সে বা তারা ধর্মের প্রকৃত-স্বাদ উপলব্ধি করতে পারেনি। আর যিনি হন ধার্মিক ধর্ম তাকে সামনেই টানে। তাছাড়া, সব ধর্মই মানুষকে সামনের দিকে টানছে বলে আমরা এখনও সদ্ভাবে টিকে আছি। জয় হোক ধর্মের।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


ঘোড়ার-ডিম টাইপের পোস্ট হয়েছে, মনে হয়!

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৫

দেবজ্যোতিকাজল বলেছেন: চাঁদগাজী কেন এমন মনেহল তোমার

৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

নিমগ্ন বলেছেন: চাঁদগাজী বলেছেন:

ঘোড়ার-ডিম টাইপের পোস্ট হয়েছে, মনে হয়!



:-P এই হালার পাছায় চুলকানি আছে। হিট বাড়ানোর জন্য খালি খালি ধর্ম নিয়া উল্টাপাল্টা কয়। যদিও সে নিজেও একটা বকধার্মিক।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

সৈয়দ হাসানুজ্জামান (নয়ন) বলেছেন: মনে হয় উনি ধর্ম specialist.

১০| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:

" খালি খালি ধর্ম নিয়া উল্টাপাল্টা কয়। যদিও সে নিজেও একটা বকধার্মিক। "

বকধার্মিক, নাকি শুধু বক?

১১| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

পিচ্চি হুজুর বলেছেন: ধর্ম যাদের কাছে পিছন পানে টানে মনে হয়, তাদের প্রতি আমার একটাই আহবান নিজের অবস্থান রে সমাজের সামনে পুরাপুরি ক্লীয়ার করেন। ব্লগে এসে ল্যাদাবে; আবার ঈদ, পুজা, খ্রিস্টমাস ঠিকই পালন করবে। বিয়ার সময় ঠিকই কাজী, পুরোহিত ডাকবে। মরার পরেও এদের জানাযা হবে, পুরোহিতও তন্র মন্ত্র পড়ে এদের নাম যজ্ঞ করবে। এই রকম বাটপারি আগে ছাড়েন। এইগুলা ছাড়াও ওয়ে আছে। আপনাদের নিজেদের আইডোলজি ঠিক নাই, পারেই এক জিনিস ব্লগে ল্যাদানো।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৮

দেবজ্যোতিকাজল বলেছেন: আমি কি করি আর না করি তুমি কিন্তু জাননা

১২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

shiponblog বলেছেন: @writer,i think you can"t understand the difference between religion and properties.

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬

আহসানের ব্লগ বলেছেন: জয় হোক ধর্মের ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.