নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
১২০৪ খ্রীস্টাব্দের পূর্ববর্তী পর্যায়
খ্রীস্টিয় দশম শতকের দিকে মগধী অপভ্রংশের খোলস ছেড়ে বাংলা ভাষা প্রথম বেরিয়ে আসে ৷ এ পর্যন্ত আবিস্কৃত তথ্য অনুসারে এ ভাষায় প্রথম সাহিত্যকৃর্তী চর্যাপদ বৌদ্ধসিদ্ধচার্যদের সৃষ্টি ৷ তখন দেশে যথেষ্ট সংখ্যক বৌদ্ধ বসবাস করত ৷
কিন্তু পরবর্তি সেনরাজারা ছিল ঘোর ব্রাক্ষ্মণ্যবাদী ৷ তার ফলে ব্রাহ্মণদের বহুগুন দাপট বেড়ে গিয়েছিল ৷ তবে তখনও বৌদ্ধরা ছিলেন ৷ ছিলেন জৈন এবং আজীবীক ধর্মের লোকেরাও ৷ বাংলার অনেক লোক তখনো প্রাচীন কৌলধর্ম অনুসরণ করে চলেছেন ৷ কিন্তু কেউ কাউকে এবং নিজেরাও নিজেদের হিন্দু বলতেন না ৷ তখন এদেশের লোকদের হিন্দু বলে অভিহিত করলেন ৷
পারসী বা ফারসী ভাষায় স-উচ্চারণ 'হ' হয়ে যায় ৷ তাই তাঁদের উচ্চারণে সিন্ধু হয়ে যায় হিন্দু ৷ সে নদী যে দেশের উপর দিয়ে বয়ে যায় তা হিন্দুস্থান , এবং সেখানে যারা বাস করে তাঁরা হিন্দু ৷ এই সিন্ধু নদের নাম থেকেই ইণ্ডিয়া নামও এসেছে ৷ গ্রীক ভাষায় সিন্ধু হয়ে যায় ইণ্ডু ৷ সেই ইণ্ডু থেকে ইণ্ডিয়া এবং ইণ্ডিয়াতে যাৱা বাস করেন তাঁরা ইণ্ডিয়ান ৷
২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
প্রণব দেবনাথ বলেছেন: হিন্দু যে একটা জাতি সেটা এখন বোঝানো অত সহজ নয়।শাক্ত, শৈব, বৈষ্ণব সহ নানান ধর্ম এদের মধ্যে ছিল বিরোধ,সময়ের সাথে সাথে সবাই বুঝতে শিখেছে আর তাই সব মত পথ এক জায়গাতে হিন্দু নামে মিশে গেছে। তাই আস্তিক বা নাস্তিক যে কেউই হিন্দু হতে পারে।
১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬
দেবজ্যোতিকাজল বলেছেন: 'হিন্দুরা আস্তিক নাস্তিক হতে পারে ' । ভাল বলেছ ।
১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭
দেবজ্যোতিকাজল বলেছেন: 'হিন্দু আস্তিক নাস্তিক হতে পারে ' । ভাল বলেছ ।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
প্রামানিক বলেছেন: সুন্দরভাবে হিন্দু জাতির ইতিহাস তুলে ধরেছেন। ধন্যবাদ