নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

শ‌িবঠাকুররে আপন দ‌‌েশে

১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩



ঘরপোড়া গরু যদি সিঁদুরে মেঘ দেখে ডরায়, তবে গরুকে কি দোষ দেওয়া যায়? ঈশান কোণে মেঘ করলে ঝড়ের পূর্বাভাস যদি পান কোনও প্রাচীন, তাকে নির্বুদ্ধিতা বলে উড়িয়ে দেওয়া যে উচিত নয়, এ কথা বুঝতে কি অতিরিক্ত জ্ঞানী হওয়ার প্রয়োজন পড়ে?
কলকাতার বুকে, থানায় ঢুকে এক কিশোরী ও এক যুবককে যে ভাবে পুলিশের হাত থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল জনা পঞ্চাশেক লোক, তা যে ভয়ঙ্কর একটা ব্যাপার, সেটা বুঝতে কি অতিরিক্ত বুদ্ধি খরচের দরকার আছে? শিবঠাকুরের আপন দেশ ছাড়া অন্যত্র এই সর্বনাশা ব্যবস্থার নির্বিঘ্ন অবস্থান আছে কি?
পুলিশ যখন দলদাসের ভূমিকা পালন করে, থানায় ঢুকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়ার দিগদর্শী দৃষ্টান্ত যখন চোখের সামনে জ্বলজ্বল করে, যখন আইনটাকে নিজের হাতে তুলে নেওয়ার অভ্যাসটা কাঠামো দিয়ে শক্তপোক্ত করে তোলার আনুষ্ঠানিক প্রয়াস থাকে, যখন আইন ভাঙাটা বেশ দামাল দামাল খেলা হিসেবে প্রশ্রয়প্রাপ্ত হয়, তখনই এই সব কাণ্ড ঘটতে থাকে।
দুর্জনেরা, চক্রান্তকারী একে মুষলপর্ব বলতে পারেন। ‘সুজনেরা’ জানেন, এটা দামালপনা। উলুখাগড়া দেখে অশনি সঙ্কেত। তবে তারা তো দুধভাত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.