নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাবলে বাস্তবকে চেনা যায় না, ভারতে 22 লক্ষ জনগণ ঈশ্বরকে ত্যাগ করে বেঁচে আছে ৷ সমস্ত পৃথিবীতে 111 কোটি লোক ঈশ্বরকে ত্যাগ করে বেঁচে আছে ৷
২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩
সামুরাই_কাতানা বলেছেন: কি করে বাচলো। আদি কাল থেকে কয়টা নাাস্তিক বেচে আছে ?
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
এথিনি মিনার্ভা বলেছেন: জ্ঞানের সুতাকে আরো বাড়ান . :-p
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১
খোলা মনের কথা বলেছেন: যেকালে বিজ্ঞান ছিলনা সেকালে কেউ বেচেঁ ছিলনা। বিজ্ঞান আসার পর মানুষ বাচঁতে শিখেছে। তাহলে বিজ্ঞানটা কিভাবে আসলো’রে দাদা???
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১
প্রামানিক বলেছেন: বিজ্ঞানের সৃষ্টি ঈশ্বর নয় ঈশ্বরের সৃষ্টি বিজ্ঞান।
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: বন্ধু, ঈশ্বরের ওপর এতো রাগ কেন? ঈশ্বর তো আপনাকে ভালোবাসে। ধন্যবাদ।
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২
প্রণব দেবনাথ বলেছেন: ঈশ্বর বলতে আপনি যদি কোন লোকের কথা কল্পনা করেন তাহলে তিনি নেই। ধর্ম বলতে যদি মন্দির,মসজিদ, মুর্তি পুজা,তীর্থ,হজ্জ্ব বোঝেন তাহলে ধর্ম ও নেই।মূল কথা টা হচ্ছে যাদের কাছে কাছে ঈশ্বর বা ধর্ম বিষয়ে কোন স্পষ্ট ধারনা-ই নেই তারাই এরকম বোকা বোকা কথা বলে। হিরসিমা নাগাসাকি তে যে পরমাণু বিস্ফোরণ হয়েছে সেটা তো বিজ্ঞানের অবদান তাই বলে কি বিজ্ঞান খারাপ হয়ে গেছে! নিশ্চয় নয়,তেমনি ধর্ম স্বার্থবাদীদের হাতে পড়ে থাকায় অনেক কুসংস্কার ঢুকেছে তাই কিছু কিছু বাজে মনে হলেও ভাল দিকটাই বেশী।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২
দেবজ্যোতিকাজল বলেছেন: আমি খারাপ ভালর কথা বলিনি তো ৷ আছে বা নেই তাও বলিনি ৷ আমি একটা বাস্তর পরিস্থির কথা বলেছি ৷ আমরা বিজ্ঞানকে ছাড়া বাজতে পারব না ৷ 100% সত্য ৷ কিন্তু সমস্ত পৃথিবীতে 111 কোটি লোক ঈশ্বর ছাড়া বহাল তবিয়দে বেঁচে আছে ৷ আমার কথা তোমাকে মানতে হবে না ৷ শুধু তুমি আজ থেকে বল কাল থেকে বিজ্ঞানের কোন চর্চা করব না বা তার আশ্রয়ে যাব না
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩
প্রণব দেবনাথ বলেছেন: বিজ্ঞান কেন অস্বীকার করবো!!!! আপনার কাছে বিজ্ঞান বা ধর্মের ব্যাখ্যা কি? একটা আলপিন তৈরি করা বিজ্ঞান আগুন জ্বালাতে শেখাও বিজ্ঞান, কই এই সব বিষয়ে তো সমস্যা হয়না। তো এখন মাঝে মাঝেই কেন বিজ্ঞান আর ধর্ম পরস্পর বিরোধী হয়ে যায়! আসলে কিছু অতি ধার্মিক স্থূল জ্ঞান আর কিছু ধর্ম বিদ্বেষীর মুর্খামী এর কারন।আমি ওই অর্থে ধার্মিক নই কিন্তু আমার ঈশ্বর বিশ্বাস আছে। আমার ঈশ্বর যাকে ছাড়া আমি আমার অস্তিত্ব কল্পনা করতে পারিনা,যাকে আমি সব সময় দেখি উপলব্ধি করি তিনি আমাতে আছেন তোমাতেও আছেন, ভাল মন্দ উচিত অনুচিত পাপ পূণ্য সব কিছুতেই আছেন তিনি সর্ব বস্তুতে বিদ্যমান। যিনি সব কিছু সুশৃঙ্খল করে রেখেছেন তাই আমরা একে অন্যের সাহায্যে চললেই সব ঠিক থাকবে। এবার আপনি কার সাহায্য ছাড়া আমাকে একটা পেরেক তৈরি করে দেখান তাহলে আমিও আপনার ওই বুদ্ধিমান দের দলে যোগ দেব।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০
দেবজ্যোতিকাজল বলেছেন: ঈশ্বরের শ্রষ্টা কে?
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯
প্রণব দেবনাথ বলেছেন: আমি বলেই দিয়েছি আমার ঈশ্বর বিশ্বাস কি।আপনার প্রশ্নের উত্তর ওর মধ্যেই আছে আর যদি একান্তই না বুঝতে পারেন তো সেটাও বুঝিয়ে দেব। তবে আগে আপনি আমার আগের কথা অনুযায়ী একটা পেরেক তৈরী করে দেখান।এড়িয়ে না গিয়ে আগে আমার কথার উত্তর দিন আমিও আপনার উত্তর দিয়ে দেব।
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: আকুন্ঠ সমর্থন।
১১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২
গোধুলী রঙ বলেছেন: ১। ইশ্বরকে ত্যাগ করা যায় তখন যখন বিশ্বাস করেন যে ইশ্বর আছে। যদি বিশ্বাস না করেন ইশ্বর আছে তখন ত্যাগ করার প্রশ্ন আছে না। সুতরাং আপনি যখন ত্যাগ করছেন তার মানে শরেই নিচ্ছেন যে ইশ্বর আছেন।
২। যেহেতু আপনি ধরে নিচ্ছেন ইশ্বর আছেন(এবং ত্যাগ করছেন), তার মানে আপনি স্বীকার করবেন সৃষ্টিগুলোও অটোমেটিক হয় নি, ইশ্বর দ্বারাই হয়েছে।
৩। যদি আপনি স্বীকার করেন সৃষ্টিগুলো ইশ্বর দ্বারা তৈরী, তাহলে স্বীকার করবেন বায়ুমন্ডল ইশ্বর দ্বারা তৈরী। বাতাস-অক্সিজেন সবই ইশ্বরের সৃষ্টি।
৪। যেহেতু আপনি ইশ্বর ত্যাগ করবেন, তখন তার তৈরী জিনিস গুলোই বা কেন ব্যবহার করবেন কোন লজ্জায়। বাপ কে ত্যাগ করলে তার জমিজমা সম্পদ নিশ্চই চাইবেন না। তাই বন্ধ রাখুন দম ৫ মিনিট। তারপর ইশ্বরকে ত্যাগ করার চিন্তা কইরেন।
১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭
দেবজ্যোতিকাজল বলেছেন: আমার তর্ক করতে ভাল লাগেনা । আমি যা বিশ্বাস করি তাই লিখি । হয়তো ভুলও হতে পারে ,আবার সঠিকও হতে পারে ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
এম এ কাশেম বলেছেন: ঈশ্বরের সৃষ্টি কিন্তু বিজ্ঞানময়
ঈশ্বর ত্যাগ করিলে বিজ্ঞান বলিতে আর কিছুই থাকে না।