নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
মহাকাশ বিজ্ঞানের আরও এক নতুন অধ্যায় সৃষ্টি করতে চলেছে ভারত। একবিংশ শতকে বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ বানানোর ভার এখন তার হাতে। দূর মহাকাশে দৃষ্টি রাখার জন্য ভারতের দিকে তাকিয়ে পশ্চিম। নিঃসন্দেহে একটা শ্লাঘার সময়। হঠাত্ই কথাচ্ছলে মনে হল দূরের দিকে যার দৃষ্টি কাছের দিকেও ততটা নজর থাকছে তো? পঠানকোটের ঘটনায় পুলিশ সুপারের ভূমিকা নজরের বাইরে চলে গিয়েছিল কি নিতান্ত কাছের বিষয় বলেই? দূরকে দেখতে গিয়ে নিকট ঝাপসা হয়ে যাচ্ছে না তো?
জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের আটকের খবরও যেন ঝাপসা চোখে না দেখে ভারত। আটক আদৌ হল তো? হলেও সে আটকের মূল্য স্থায়ী তো? নজর স্পষ্ট রেখেই এগোনো দরকার। মহাকাশভেদী টেলিস্কোপের পাশাপাশি অন্তর্ভেদী অণুবীক্ষণটাও সচল থাকে যেন।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
দেবজ্যোতিকাজল বলেছেন: যোগ্যতার উপর কারুর গুরুত্ব বাড়ে ৷ ভবিষ্যৎ বলবে সে কথা ৷ কারু গুরুত্ব কতটুকু
২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭
প্রামানিক বলেছেন: উপরে আর নিচের নজর নিয়ে ভাল লিখেছেন। ধন্যবাদ
১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রামানিক বলেছেন: উপরে আর নিচের নজর নিয়ে ভাল লিখেছেন।
একই কথা আমারো।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১
চাঁদগাজী বলেছেন:
ভারত ভালো করছে সন্দেহ নেই; তবে, বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে না, দৃস্টি নীছের দিকে এখনো।