নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

সবটুকুই ওপার বাংলা

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫





আমার শারিরীক অক্ষমতার পাশে
কীর্তন খোলা নদীতে সাঁতারের দাগ ক্ষয়ে যায়
ক্রমশ অস্পষ্ট হতে হতে
ডায়েরির পাতায় ঘুমন্ত ছায়া এসে ঢেকে দেয় ।

রুগ্ন আমার আত্মবিশ্বাস ।

কে বলতে পারে ভাগ্যহত-দোহায়টুকু কুসংস্কারই ছিল

জীবনের উত্তরণ সহজ কোন
গল্প ছিল না
একটি রুগ্ন পা লতায় জড়িয়ে চোরাবালি
হারাতে হারাতে গল্পপাঠ
ডুবে গেছে পাখির ছায়ায় ।


জন্ম কবি নই-তো 'আমি'
যৌবনে একাকি মাঠে বন্ধুত্বের দিগন্ত
ধুলিপদে কবিতা কুড়িয়েছি ,
অভিমানে নয় , সানন্দে
জীবনানন্দ বানিয়েছি বেতাল ছন্দে
চুঁইয়ে পড়া খাতায় ।


কেউ কেউ যেমন বাঁধে ঘর ।
ঘর আমার কোজাগরী শহর প্রলভন
সে কথা অনেকেই জানে ।

মধ্যে মধ্যে নিভে যাওয়া যে ঘরে-
বন্ধুত্বের আলো জ্বালিয়েছি
সে বন্ধুগুলো আজ ওপার বাংলায়
মাতৃভাষার অনুবাদ বহুত্ব ভাষার ঠোঁট নড়ে


প্রতিদিন ঘুম ভেঙে যাকে ভাবি
সে আমার ক্ষয়ের স্তব্ধ দৃশ্য ।
যা আমার সবটুকুই ওপার বাংলা

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

প্রামানিক বলেছেন: মধ্যে মধ্যে নিভে যাওয়া যে ঘরে-
বন্ধুত্বের আলো জ্বালিয়েছি
সে বন্ধুগুলো আজ ওপার বাংলায়
মাতৃভাষার অনুবাদ বহুত্ব ভাষার ঠোঁট নড়ে


চমৎকার কবিতা। ধন্যবাদ

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল থাকবে :D

২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: "ঘর আমার কোজাগরী শহর প্রলভন
সে কথা অনেকেই জানে ।" কোজাগরী কি পশ্চিমবঙ্গের কোন শহরের নাম? অাগে বোধহয় শুনিনি!

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

দেবজ্যোতিকাজল বলেছেন: কোজাগরী কবিতার অলংকার । কোজাগরীর মানে ধরে ঐ জায়গাটা পড় ,বুঝতে পারবে

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

কল্লোল পথিক বলেছেন: জন্ম কবি নই-তো 'আমি'
যৌবনে একাকি মাঠে বন্ধুত্বের দিগন্ত
ধুলিপদে কবিতা কুড়িয়েছি ,
অভিমানে নয় , সানন্দে
জীবনানন্দ বানিয়েছি বেতাল ছন্দে
চুঁইয়ে পড়া খাতায় ।
চমৎকার কবিতা দাদা, ধন্যবাদ ।

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯

দেবজ্যোতিকাজল বলেছেন: অনাবিল শুভেচ্ছা রইল

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

আলভী রহমান শোভন বলেছেন: মাত্রাতিরিক্ত চমৎকার কবিতা। :)

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা ও ধন্যবাদ রইল

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে, কবিতা দুর্বোধ্য হয়ে যাচ্ছে

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

দেবজ্যোতিকাজল বলেছেন: এখনকার কবিতা গুগলি হয়ে গেছে । আসলে কবিতা অনেক রকমের হয় গেছে । ভারতীয় সাহিত্য কি পড়া হয় কি ?
আমার এই কবিতাটা সহজ , দূর্বোধ্য নয় । বারবার পড় বুঝতে সহজ হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.