নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

আমার প্রকাশিত কবিতার বই ও সেই বই-এর একটি কবিতা

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০



বাতাসে কবর খোঁড়ি
মেঘ থেকে খসে পড়ে শরৎ
হাঁটতে শেখায় পায়ে পায়ে একটি পথ
ভোরের স্বপ্ন ঝরঝরে তরতরে
বৃষ্টি হয়ে খুলে যায় তোমার পাশাপাশি

আমার সঙ্গে তুমি
মেঘের ফাঁকে জলের নদী টুপটাপ
ঝলসানো মন তবুও প্রতীক্ষা

ঘড়ির কাঁটা হেঁটে চলে
সময় আসার পিছুপিছু……
শেষ পর্যন্ত তুমি এলে

সমস্ত উৎসবকে বুকের মধ্যে স্বপ্ন করে
তোমার স্বপ্নর একটা শোবার জায়গা
সময় আসার খেলা
দরজা ধরে আটকায় মুখোমুখি দুজনকে

আমরা দুজনই দুজনার যৌনতা খুঁজি
জড়িয়ে ধরি, ঠোঁটের মধ্যে ঠোঁট নেই
তোমার থুতু চরম সুধায় সুস্বাদে
মিশে যায় আমার মুখের ভিতর
তোমার জিহ্বার উত্তাপ; নিবিড়
আত্মসমর্পন শেখায় অনুবিক্ষন দূরত্বে
এরপর… আমার টোটাল চোখের মধ্যে
শুধু তুমি কাঁচের জলে নূপুর হয়ে বেজে ওঠো

অন্ধকার ভ্রূণে বীজ রোপন করি
সূর্যের ছায়া আল্পনা পাশাপাশি
রক্ত আলোর সমুদ্রে ঘুম ভাঙ্গে নীলনক্ষত্রের
নীলপুরুষের হাতের মুঠোয় ধরে থাকা স্তন
মুখে পোরে , নিস্তল সোনালী জিব খেলে
তোমার শরীরর ভেঙ্গে চুরে
পাখি জন্মায়
শিশু কবিতার পাপড়ি ওড়ায়
'ভালবাসার…অন্ধদুপুরে লুকিয়ে থাকো 'তুমি''
আমার অবুঝ শরীরের ঘাম থলিতে
আমার নাস্তিকতা অস্বীকার্য কফিন
হাতের মুঠোয় লজ্জা পায়→
অমান্য ধর্মসংস্কার

তবুও তোমাকে সিঁদুর পড়ায়
অবৈধ কে বৈধ করতে ৷

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: দারুণ!

২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:



কবিতা-প্রেমীরা পড়ুক, সেই আশা পোষণ করছি; কিন্তু আমি এর মাঝে নেই।

২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: কাউকে কখনও ভালবাসনি?

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

কল্লোল পথিক বলেছেন: খাসা কবিতা হয়েছে মশাই।

২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

তার আর পর নেই… বলেছেন: তোমার বই বের হচ্ছে! !খুব ভাল!
কিন্তু এইগুলা কি লিখলা? ভাল হয়নি।
অন্ধকার ভ্রুণে কিভাবে বীজ রোপণ করা যায়? তুমি ভ্রুণ বোঝনা?
বৈধ করার কি দরকার আছে? যারা আস্তিক তাদের জন্য এটা। তুমি তো আস্তিক না।

২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

দেবজ্যোতিকাজল বলেছেন: সব কি সবার ভাল লাগে

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

গেম চেঞ্জার বলেছেন: আপনি কি মত পোষণ করেন?
স্কেপটিক? এথিস্ট? অ্যাগনস্টিক?

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

দেবজ্যোতিকাজল বলেছেন: এথিস্ট ।
অনেকদিন পর দেখলাম । কেমন আছ?

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

গেম চেঞ্জার বলেছেন: আমি আছি দৌড়ের উপর। আপনি যে এথিস্ট তার আগের বিঃশ্বাসের জন্য নিজেকে কি বিবেচনা করেন?

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: বল তো বিদ্যাসাগর আস্তিক ছিল না নাস্তিক ছিল?????

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রচ্ছদ ভালো লাগে নাই।


তবে কবিতাকে গড়পড়তা ভালোলাগার একটু উপরে রাখলাম।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

দেবজ্যোতিকাজল বলেছেন: আসলে মোবাইলের ক্যামেরা দিয়ে ছবিটা তোলা । আর আমার মোবাইলটাও ভাল না । কভার পেজের সাথে খুব খারাপ হয়নি ।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

আবু শাকিল বলেছেন: আপনার প্রকাশিত কবিতার বই এর সৌজন্য কপি পাঠাই দিয়েন =p~
শুভেচ্ছা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.