নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের অনুপ্রবেশকারীদের মৃত্যুদণ্ড চায়

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬



বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মৃত্যুদণ্ড চায় ভিএইচপি


By: web desk, ABP Ananda | Last Updated: Thursday, 28 January 2016 2:21 PM
Share

আগরতলা: বিদেশি নাগরিক আইনে সংশোধন ঘটিয়ে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার দাবি তুললেন প্রবীণ টোগাড়িয়া। সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) সভাপতি জানিয়েছেন, তাঁরা চান, বাংলাদেশ থেকে এ দেশে বেআইনিভাবে ঢোকা লোকজনকে অবিলম্বে সেদেশে ফেরত পাঠানো হোক যাতে ‘হিন্দুদের আরও সুরক্ষিত, সমৃদ্ধ ও সম্মানিত’ রাখা যায়। এজন্য ভিএইচপি একটি প্রস্তাব পাস করেছে, যাতে বেআইনি অনুপ্রবেশ মোকাবিলায় সময় বেঁধে অ্যাকশন প্ল্যান তৈরির দাবি তোলা হয়েছে। পরিষদের দাবি, বিদেশি নাগরিক আইনে বদল চাই যাতে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের মৃত্যুদণ্ড দেওয়া যায়, অনুপ্রবেশ রোধ ও তাদের ফেরত পাঠানো যায়।



বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ফেরত পাঠাতে সময় বেঁধে পদক্ষেপ করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দাবি তুলেছেন টোগাড়িয়া। তিনি এও বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান থেকে সংখ্যালঘুরা ভারতে চলে এলে তাদের উদ্বাস্তু ঘোষণা করে সঙ্গে সঙ্গে এ দেশের নাগরিকত্ব দিতে হবে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩

প্রামানিক বলেছেন: কঠিন সমস্যা। এটা করলে তো জ্যোতি বসুকে আগে ফেরত পাঠাতে হবে।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

দেবজ্যোতিকাজল বলেছেন: বাংলাদেশের হিন্দুদের হয়েছে জ্বালা ৷ কেননা যে সব বাংলাদেশি ভারতে আসচ্ছে তারা হয় সিপিএম করছে না হয় তৃণমূল কংগ্রেজ করছে তারা কোন হিন্দু মৌলবাদী দল করছে না সমস্যটা এখানে ৷

২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

শুভ্র বিকেল বলেছেন: একটু স্ববিরধী মনে হল। এত কিছুর মূলে ধর্ম নাকি রাজনীতি বুঝে উঠতে পারলাম না। বিশ্বের সকল দেশ থেকে ধর্মীয় উগ্রবাদীতা নিপাত যাক।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার শেষের কথাটাই ঠিক

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬

কল্লোল পথিক বলেছেন: এই প্রবীন টোগারিয়ারা হচ্ছে ভারতের কলংক।
আগে এদের মৃত্ব্যুদন্ড দেয়া উচিত।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

দেবজ্যোতিকাজল বলেছেন: বাংলাদেশের হিন্দুদের হয়েছে জ্বালা ৷ কেননা যে সব বাংলাদেশি ভারতে আসচ্ছে তারা হয় সিপিএম করছে না হয় তৃণমূল কংগ্রেজ করছে তারা কোন হিন্দু মৌলবাদী দল করছে না সমস্যটা এখানে ৷

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

গোধুলী রঙ বলেছেন: দুনিয়ার সমস্ত অশান্তির মূলে আজকের যুগে মুসলিমদের গোনা হয়। কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়, সমস্ত অশান্তির মূল এই শ্রেনী বিভাজন, ধর্ম দ্বারা বিভাজন, সর্বোপরি রাষ্ট্র বিভাজন। সমস্ত অশান্তির মূল এই বিভাজন। এই বিভাজনই করেছে একটা কাজকে এক পা এপাশে আইনগত সিদ্ধ, তো এক পা সামনে আইনবিরুদ্ধ। একই মানুষ একই কাজ, তবে কেন এই দ্বিচারিতা।

যারা ধর্মের দন্ড ধরে থেকেন বা রাষ্ট্রের, তারা কেন এই জিনিসটা বুঝেন না, ধর্ম/আইন হলো মানুষের সুন্দর ভাবে বেচে থাকার তাগিদেই, মানুষকে মেরে ফেলার জন্য নয়।

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

দেবজ্যোতিকাজল বলেছেন: নাগরিক সমাজের বিপ্লব ছাড়া এমন আশা করা যায় না ।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

আরণ্যক রাখাল বলেছেন: মাশাল্লাহ!

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা কেমন প্রতি বছর?

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০

দেবজ্যোতিকাজল বলেছেন: বলতে পারব না গো । তবে বডার এলেকায় বেশি । অনেকে বাংলাদেশে ভোট দ্যায় আবার ভারতেও দেয় । আবার অনেকে স্থায়ী ভাবেই থেকে গেছে ।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০

খোলা মনের কথা বলেছেন: শুভ্র বিকেল বলেছেন: একটু স্ববিরধী মনে হল। এত কিছুর মূলে ধর্ম নাকি রাজনীতি বুঝে উঠতে পারলাম না। বিশ্বের সকল দেশ থেকে ধর্মীয় উগ্রবাদীতা নিপাত যাক। সহমত

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

দেবজ্যোতিকাজল বলেছেন: অবশ্যই নিপাদ যাক

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

দেবজ্যোতিকাজল বলেছেন: অবশ্যই নিপাত যাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.