নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

মহান ব্যাক্তিদের জীবনের কিছু মজার কথা

৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪



মহান ব্যক্তিদের জীবনের কিছু মজার ঘটনা:

(১) কবি মাইকেল মধুসূদন দত্তের অর্থিক অনটনের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনাকে আর্থিক সাহায্য করতেন। একদিন এক মাতাল বিদ্যাসাগর মহাশয়ের কাছে সাহায্য চাইতে এলে বিদ্যাসাগর বললেন- আমি কোন মাতালকে সাহায্য করি না।
কিন্তু আপনি যে মধুসুদনকে সাহায্য করেন তিনিওতো মদ খান- মাতালের উত্তর।
বিদ্যাসাগর উত্তর দেন - ঠিক আছে আমিও তোমাকে মধুসূদনের মত সাহায্য করতে রাজী আছি তবে তুমি তার আগে একটি “মেঘনাদ বধ” কাব্য লিখে আন।

(২) অনেক বছর আগের কথা। সে সময় আমেরিকান ট্রেনগুলো বেশ ধীরগতিতে চলত। লেট করত ঘণ্টার পর ঘণ্টা। সকাল ৮টার ট্রেন রাত ৮টায় আসবে কি না সে বিষয়ে সবাই থাকত সন্দিহান।
এমনই এক সময়ে বিখ্যাত রম্যসাহিত্যিক মার্ক টোয়েন একবার কোথাও যাওয়ার জন্য ট্রেনে চেপে বসে ছিলেন। কিছুক্ষণ পর কামরায় উঠল টিকিট চেকার। মার্ক টোয়েন গম্ভীর মুখে চেকারের দিকে একটা 'হাফ টিকিট' বাড়িয়ে দিলেন। বুড়ো মানুষের হাতে 'হাফ টিকিট' দেখে টিকিট চেকার অবাক! তাঁর প্রশ্ন, 'কী মশাই, আপনি হাফ টিকিট কেটেছেন কেন? গোঁফ, মাথার চুল সবই তো সাদা। আপনি কি জানেন না চৌদ্দ বছরের বেশি হলে আর হাফ টিকিট চলে না?' মার্ক টোয়েনের সোজা জবাব, 'যখন ট্রেনে চড়েছিলাম, তখন তো বয়স চৌদ্দই ছিল। কে জানত, ট্রেন গন্তব্যে পৌঁছতে এত লেট করবে!

(৩) ‘পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে’ সে সম্পর্কে একবার বক্তৃতা করছিলেন বারট্রান্ড রাসেল। বক্তৃতার মাঝখানে এক বৃদ্ধলোক দাঁড়িয়ে রাসেলের কথার প্রতিবাদ করে বললেন ‘ওহে তরুণ তুমি বেশ বুদ্ধিমান এতে কারো সন্দেহ নেই। তবে পৃথিবী যে চ্যাপ্টা আর তা কচ্ছপের পিঠে করে বয়ে বেড়াচ্ছে তা মনে করেছ আমরা জানিনা!’ রাসেল বৃদ্ধের কথা শুনে অবাক হলেন। প্রশ্ন করলেন ঠিক আছে। তাহলে আপনি এবার বলেন, ওই কচ্ছপটা কিসের ওপর দাঁড়ানো? বৃদ্ধ একটু ঘাবড়ে গিয়ে বললেন
হু, আমি তোমাকে বলে দেই আর তুমি তা শিখে ফেল আর কী!

(৪)শান্তিনিকেতনের অধ্যাপক নেপাল রায়কে রবীন্দ্রনাথ একবার লিখে পাঠালেন, ‘আজকাল আপনি কাজে অত্যন্ত ভুল করছেন। এটা খুবই গর্হিত অপরাধ। এজন্য কাল বিকেলে আমার এখানে এসে আপনাকে দণ্ড নিতে হবে।’
চিন্তিত, শঙ্কিত নেপালবাবু পরদিন শশব্যস্তে কবির কাছে উপস্থিত হলেন। আগের রাতে দুশ্চিন্তায় তিনি ঘুমাতে পারেননি। এখনো তাঁকে বেশ কিছুক্ষণ উত্কণ্ঠার মধ্যেই বসিয়ে রেখেছেন কবিগুরু। অবশেষে পাশের ঘর থেকে একটি মোটা লাঠি হাতে আবির্ভূত হলেন কবি। নেপালবাবুর তখন ভয়ে কাণ্ডজ্ঞান লুপ্তপ্রায়। তিনি ভাবলেন, সত্যি বুঝি লাঠি তাঁর মাথায় পড়বে। কবি সেটি বাড়িয়ে ধরে বললেন, ‘এই নিন আপনার দণ্ড! সেদিন যে এখানে ফেলে গেছেন, তা একদম ভুলে গেছেন।’

(৫) টমাস আলভা অ্যাডিসনের গ্রামোফোন আবিষ্কার উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। এক তরুণী তাঁর বক্তৃতায় অ্যাডিসনকে অযথাই আক্রমন করে বসল, ‘কী এক ঘোড়ার ডিমের যন্ত্র আবিষ্কার করেছেন, সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতেই থাকে। আর তাই নিয়ে এত মাতামাতি! ইতিহাস আপনাকে ক্ষমা করবে না…।’
তরুণী বলেই যাচ্ছে। থামার কোনো লক্ষণ নেই।
অ্যাডিসন চুপ করে শুনে গেলেন। বক্তৃতা দিতে উঠে তিনি বললেন, ‘ম্যাডাম, আপনি ভুল করছেন। আসলে সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করার যন্ত্র আবিষ্কার করেছেন ঈশ্বর। আমি যেটা আবিষ্কার করেছি সেটি ইচ্ছেমতো থামানো যায়।

সংগ্রহ-- বিভিন্ন বই থেকে

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

রাবার বলেছেন: ‘ম্যাডাম, আপনি ভুল করছেন। আসলে সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করার যন্ত্র আবিষ্কার করেছেন ঈশ্বর। আমি যেটা আবিষ্কার করেছি সেটি ইচ্ছেমতো থামানো যায়। :P :P

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

দেবজ্যোতিকাজল বলেছেন: বুঝতে পারলাম না

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬

রাইসুল ইসলাম রাণা বলেছেন: জানানোর জন্যে ধন্যবাদ

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল থেকো

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

মানবী বলেছেন: মজার ঘটনা সব আবারও পড়া হলো।

ধন্যবাদ দেবজ্যোতিকাজল।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেও ধন্যবাদ

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

কবি আকাশ বলেছেন: খুবই মজার । ।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

দেবজ্যোতিকাজল বলেছেন: হু

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সবগুলো জানাই ছিলো । অাবারও পড়লাম ।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

দেবজ্যোতিকাজল বলেছেন: ঘটণাগুলো ভাল তাই দিলাম

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

বিজন রয় বলেছেন: ৪ নম্বরটা বেশি মজার।++

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

মারুফ তারেক বলেছেন: ভালও লাগল

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

ইনফেকটেড মাশরুম বলেছেন: এবার কিছুটা উন্নতমানের পোস্ট দিয়েছেন কাজল ভাপু...

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ধর্ষককে তুলে ধরা কি অনউন্নত পোস্ট ৷ আমার ভাল লেখাগুলো কেউ পড়ে না ৷ পাশাপাশি দেখ সানিলিওন কতজন পড়েছো ৷ তবেই বুঝতে পারবা রুচী আর অরুচীর পার্থক্যটা

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

সুমন কর বলেছেন: আসলে সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করার যন্ত্র আবিষ্কার করেছেন ঈশ্বর। আমি যেটা আবিষ্কার করেছি সেটি ইচ্ছেমতো থামানো যায়। B-) B-)

ভালো লাগা রইলো। প্লাস।

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

ইনফেকটেড মাশরুম বলেছেন: আপনি যেভাবে তুলে আনেন সেটা অনুন্নত। আর বাজে ব্যাপারগুলো মানুষ বেশি পড়বেই। কেউ স্বীকার করুক না করুক, অন্ধকারের দিকে মানুষের আগ্রহ বেশি। তবে আপনি যেভাবে তুলে আনেন তাতে মানুষজনকে আকৃষ্টও করে দেলেন। যেভাবে তুলে ধরেন, মনে হয় যে এ ব্যাপারে আপনার আকর্ষনও দুর্দমনীয়...

এখন আপনার রিপ্লাই কি হবে সেটাও জানি। গতবাধা...

বলবেন,

তুমি এটা কেন বললে?
তোমার এটা কেন মনে হলো?
ব্লা ব্লা ব্লা...

আর এভাবেই আপনি অনুন্নত প্রতিউত্তরও করেন। ইউ নেভার মেক এনি সেন্স... সিমস ইউ আর সেন্সলেস... ওর দ্যা ওয়ার্ড সেন্স ইটসেলফ রিমেইনস আউট অফ ইউর আন্ডার ডেভেলপড সেন্স...

৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: আমি এতদিন যাবত যত লেখা পোস্ট করেছি সব শিক্ষামূলক ৷ যদি পোস্টগুলো বাঁকা চোখে না দেখা হয় ৷

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০

অপর্ণা মম্ময় বলেছেন: তোমার আজকের পোস্টটা ভালো হয়েছে।

৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ভালো? কেন ভাল? এসব তো অনেকেই জানে ৷

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

ইনফেকটেড মাশরুম বলেছেন: আপনার শিক্ষা কেন দুটা বিশেষ লাইনেই বেশি যায় সেটা আন্দাজ করতে চেষ্টা করলাম না...

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো বললেও সমস্যা ? এসব যদি অনেকেই জানে তাহলে আবার জানাতে পোস্ট দিছ কেন? যেটা জানে না সেটাই পোস্ট দিতা।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:১৬

কল্লোল পথিক বলেছেন: শেষেরটা বেশী ভাল লেগেছে।ধন্যবাদ মশাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫১

রাশেদ রাহাত বলেছেন: ""আসলে সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করার যন্ত্র আবিষ্কার করেছেন ঈশ্বর। আমি যেটা আবিষ্কার করেছি সেটি ইচ্ছেমতো থামানো যায়।""- =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

দেবজ্যোতিকাজল বলেছেন: হুম্

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২২

নুরএমডিচৌধূরী বলেছেন: শুভেচ্ছা রইল
ভাল লেগেছে

+++++++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেও

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

খোলা হাওয়া বলেছেন: ভালো পোস্ট।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: সঙ্গে থেকো

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জানা ছিল , আবারও জানলাম , ভাল লাগলো ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

খোলা হাওয়া বলেছেন: তুই তো আমার বন্ধু না, তুমি কইরা বলস ক্যান রে ভাই ?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

দেবজ্যোতিকাজল বলেছেন: মনে কর বন্ধু

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩০

খোলা হাওয়া বলেছেন: তোরে বন্ধু ভাবা সম্ভব না। আগে ভালো হ। তুমি কইরা বলা বন্ধ কর তারপর ভাবুম তোরে বন্ধু বানামু নাকি পাতা খাওয়ামু

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

দেবজ্যোতিকাজল বলেছেন: 'আপনি' কাকে বলা যায় ?
"তুমি" কাকে বলা যায় ?
'তুই' কাকে বলা যায় ?

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

খাইয়ালবাম বলেছেন: হালারপুত আমরা অনত্র তোর লাই ওয়েট করতাছি, আর তুই ব্যাটা এইহানে প্যান প্যান করিস? তোর ভারত প্রেমের গুষ্টি কিলানোর লাই এই ব্যবস্থা! অনেক কওনের পরেও যহন ঠিক হইলি না তহন এই ডগি স্টাইলই তো প্রাপ্য!

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

দিশেহারা আমি বলেছেন: লিখতে থাকুন।
লেখায় পরিবর্তন আসছে।

শেষেরটায় খুব মজা পেলুম। B-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.