নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সংখ্যালঘুরা কোথায় যাবে ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫


সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায়নাপ্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত এর একটি গবেষণাগ্রন্থে তিনি তথ্য, উপাত্তের ভিত্তিতে হিসাব করে বলেছেন যে, ১৯৭১ থেকে ২০০১ সালের মধ্যে ৬৩ লক্ষ হিন্দু বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছেনএই বিতাড়নে হিন্দু সম্পত্তি দখলের সুবিধাভোগীদের মধ্যে ৩১% আওয়ামী লীগের সদস্য-সমর্থক ও ৪৫% বি.এন.পি.'র সমর্থক১৯৯২ সালে ভারতে বাবরি মসজিদ ভাঙার পর যে ভয়ংকর তাণ্ডব চলে তাতে ২৮,০০০ বাড়ি-ঘর, ৩,৬০০ মন্দির, ২,৫০০ দোকান-বাজার ধ্বংস হয়খুন হন ১৩ জন২০০১-এ বেগম জিয়ার নির্বাচনের পর থেকে শুরু হয় ধারাবাহিক সংখ্যালঘু হিন্দু নির্যাতনএর ফলে ১৯৫১ সালে পূর্ব-পাকিস্তানে যে হিন্দু জনসংখ্যা ছিল ২২ শতাংশ, ১৯৭১-এ ১৫%, ১৯৭৪-এ ১৩.৫% ও ২০০১ সালে ৯.২ শতাংশে নেমে এসেছেবর্তমানে তা সম্ভবতঃ ৭-৮ শতাংশ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বরিশাল, ভোলা,ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা এই ছয় জেলায় হিন্দু জনসংখ্যা ছিল ৮ লাখ ১৬ হাজার ৫১ জন২০১১ সালের আদমশুমারিতে দেখা যায় হিন্দু জনসংখ্যা কমে ৭ লাখ ৬২ হাজার ৪৭৯ জনে এসে দাঁড়িয়েছে"১৯৬৪ থেকে ১৯৭১ এই নিখোঁজ হিন্দু জনসংখ্যা ছিল প্রতিদিন গড়ে ৭০৫ জন১৯৭১ থেকে ১৯৮১ তে প্রতিদিন গড়ে ৫২১ জন, ১৯৮১-১৯৯১ এ প্রতিদিন গড়ে ৪৩৮ জন এবং এই সংখ্যাটি অনেক বেড়ে ১৯৯১ থেকে ২০০১ এ দাঁড়ায় প্রতিদিন গড়ে ৭৬৭ জন" অপর একজন গবেষক বর্ণনা করেছেন, "বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার একটি প্রতিষ্ঠানিক প্রক্রিয়া"বাংলাদেশ বারবার সামরিক শাসনের মধ্য দিয়ে গেলেও ধারাবাহিক সংগ্রামের ফলে গণতান্ত্রিক ব্যবস্থাও বারবার ফিরে এসেছেসংখ্যালঘু বিরোধী আইন না থাকলেও পাকিস্তান আমলের শত্রু সম্পত্তি আইনের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি ও অর্থনীতিকে ভয়ংকর ক্ষতিগ্রস্থ করা হয়েছেবাংলাদেশ হবার পর এই আইন নাম বদলে হয় "অর্পিত সম্পত্তি আইন" (Vested Property Act) এবং এই আইনে একইভাবে হিন্দুদের সম্পত্তি জবরদখল চলেএই আইনের ফলে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত হিন্দুদের প্রায় ২৬ লক্ষ একর জমি ও দেবোত্তর সম্পত্তি অর্পিত সম্পত্তি আইনের ফলে বেহাত বা দখলচ্যুত হয়দশ লক্ষেরও বেশী মামলা হয়েছে, কিন্তু একটি মামলারও নিস্পত্তি হওয়ার খবর আমাদের জানা নেই


সংগৃহীত /দিলিপ কর্মকারের থেকে

মন্তব্য ৪৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

তার আর পর নেই… বলেছেন: ?????????

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

দেবজ্যোতিকাজল বলেছেন: !!!!!!!!!!!!!!!! ¿

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

মানবী বলেছেন: এমন একটি বিষয়ে "দাঁড়ি (।)" চিহ্ন ছাড়া পুরোপুরি অর্থহীন আলাপ মনে হলো।

" অপর একজন গবেষক বর্ণনা করেছেন, "বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার একটি প্রতিষ্ঠানিক প্রক্রিয়া""
- সেই (?)গবেষকের জানায় ভুল আছে। আপনি ভীনদেশি হলেও জানাতে বাধ্য হচ্ছি, ভারতের মতোই "বাংলাদেশে ক্ষমতাহীন দরিদ্র জনতার ওপর অত্যাচার একটি প্রতিষ্ঠানিক প্রক্রিয়া" হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতাহীনদের নির্দিষ্ট একটি ধর্ম নেই, সেখানে হিন্দুর চেয়ে মুসলিমের সংখ্যাই বেশি।
ভারত কোন এক অদ্ভুত কারনে বাংলাদেশে "সংখ্যালঘু নির্যাতনের" এক অতি রন্জিত কাল্পনিক চিত্র প্রতিষ্ঠা করতে চায়, হয়তো নিজের দেশের সংখ্যালঘু ও নিম্নবর্ণ নির্যাতনের গ্লানিময় প্রকট চিত্রটা নিয়ে অস্বস্তির কারনেই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ঠিকই লিখেছ । ভারতে এক আখলাকের জন্য শত শত বুদ্ধিজীবি তাদে পদক ত্যাগ করেছে । সমস্ত ভারত জুড়ে প্রতিবাদ হয়েছে । আর তোমরা অন্যায়টাকে ছাফাই দিয়ে ঢাকতে চাইছে । যে গবেষণা করেছে সে কি ভারতের না বাংলাদেশের ?

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

প্রামানিক বলেছেন: চিন্তার বিষয়

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: ঠিকি বলেছে

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

গোধুলী রঙ বলেছেন: যদ্দুর জানি আপনি তো বাংলাদেশের না, তাহলে বাংলাদেশের অবস্থা নিয়ে আপনার এত চিন্তা কেন? অবশ্য যদি বংশগত ভাবে রিলেটেড থাকেন তো অন্য ব্যাপার।

আর বাংলাদেশি হিসেবে আমি আমার দেশের যে সামগ্রিক অবস্থা বুঝি তা হলো, ক্ষমতার সাথে জড়িতরা ছাড়া বাকী সবাই চিপায় আছে, শুধু হিন্দুরা নয়, তারা সংখ্যায় একটু কম বলে চোখে লাগে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ঠিকি বলেছো

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

ফাহিম আবু বলেছেন: ইন্ডিয়ার মুসলমানদের চেয়ে হিন্দুরা বাংলাদেশে শতগুন বেশি ভাল আছে ! বর্তমানে প্রশাসনের শীর্ষ পোস্টগুলোতে হিন্দুরা বেশি !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

দেবজ্যোতিকাজল বলেছেন: বাংলাদেশের নিউজ পেপার তবে ভুল লেখে?

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

শাহাদাত হোসেন বলেছেন: আমাদের এখানে এসে নিজের চোখে দেখে যান মুসলমান হিন্দু কিভাবে মিলেমিশে থাকে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

দেবজ্যোতিকাজল বলেছেন: গিয়ে দেখলে বোঝা যাবে না । স্থায়ি ভাবে বসবাস করলে বোঝা যাবে ।
তবে ৭১ টিভি চ্যানেলে মাঝে মাঝেই সংখ্যালঘু নিউজ দেখায় সঙ্গে নিউজ পেপার

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

মানবী বলেছেন: একজন আখলাকের জন্য শত শত বুদ্ধিজীবি পদক ত্যাগ করেছেন, সেই সংবাদের লিংক শেয়ার করুন। আমি ভারতের সংবাদের খোঁজ যথেষ্ট রাখি, বুদ্ধিজীবিদের সাম্প্রতিক পদক ত্যাগ শুরু হয়েছিলো হিন্দু প্রফেসর মালশেপ্পা কালবুর্গি হিন্দুদের মূর্তিপূজার অসাড়তা নিয়ে লেখার প্রেক্ষিতে হিন্দু জঙ্গিবাদী দল তাঁকে হত্যা করার পর।

আর যে (?)গবেষকের কথা বলেছেন, তার নাম জাতি কিছুই উল্লেখ করেননি বিধায় ব্ক্তব্যের কোন গ্রহনযোগ্যতা নেই। বাংলাদেশে হিন্দুদের চেয়ে মুসলিমরা অনেক বেশি সংখ্যায় নিপীড়িত, নির্যাতিত ক্ষমতাসীন দলের গুন্ডাবাহীনির হাতে।
দেশের ক্ষমতাধরনের হাতে দুর্বলের নিপীড়ন তৃতীয় বিশ্বের একটি অপ্রিয় বাস্তব। বাংকাদেশে মুসলিমরা নির্যাতিত হলে, কপালের লিখন আত দারিরদ্রের অ্যিশাপ, একই কারনে হিন্দু নির্যাতির হলে তা সাম্প্রদায়িক?

শুধু হিন্দু বলে বাংলাদেশে কতো জন নির্যাতিত হয়েছে?
ভারতে অহরহ সংখ্যালঘু নির্যাতন ও নিস্পেষণ শুধু নয় খ্রিস্টানদের চার্চ জবর দখল, পাদ্রী হত্যা নিয়মিত ব্যাপার হয়েছে। শুধু মহারাষ্ট্রে সাম্প্রতিক সময়ে হিন্দু জঙ্গীবাদি দলের হাতে কয়টি চার্চ দখল হয়েছে জানেন?

বাংলাদেশে পদক ফেরত দিতে হলে সবচেয়ে আগে ক্ষমতাসীনের গুন্ডাদের নির্যাতনের প্রতিবাদে দেয়া উচিত। সেখানে ভিক্টিমের মাঝে হিন্দু মুসলিমের রেশিওটা কেমন বলে আপনার মনে হয়?
এধরনের কিছু লেখার আগে ভালোভাবে সত্যটা জেনে লেখা উচিৎ।

আরেকটি কথা, আপনি বাঙালি অথচ সকলকে তুমি তুমি সম্বোধন করেন। তারপরও বাংলাদেশিরা ভদ্রভাবে আপনাকে "আপনি" সম্বোধন করে যায়। অ্পরের সংস্কৃতির প্রতি বাংলাদেশীদের সন্মান ও টলারেন্সরের এটা একটি বড় দৃষ্টান্ত, আশা করি এটা অণুধাবনের নুন্যতম ক্ষমতাটা আছে!

আর তাই নিজের দেশের মানুষের ধর্ম ভেদাভেদ নিয়ে আমরা মোটেও বিচলিত নই। কোন কিছু নিয়ে সামান্যতম বিচলিত হলেও তা রাজনৈতিক মত পার্থক্য নিয়ে, ধর্ম বিশ্বাসের পার্থক্য নিয়ে নয়। এই সত্যটা আপনি মানতে না পারলেও এটাই বাংলাদেশের বাস্তবতা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০

দেবজ্যোতিকাজল বলেছেন: Click This Link

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন:

এই রকম 100 খানা বিডি নিউজ পেপারের লিংক দিতে পারব …………»
http://m.prothom-alo.com/bangladesh/article/734602/সংখ্যালঘুদের-জমি-দখলে-সাংসদদের-জড়িত-থাকার-অভিযোগ

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭

রজত সরকার বলেছেন: পোস্টটি পড়ে অনেকেই অসহিষ্ণু হয়েছেন। বাংলাদেশে হিন্দুদের অবস্থা ভালও বলছেন অনেকেই।ভাল হলে খুব সুখের ব্যাপারই হতো।কিন্তু একটু খোঁজ খবর যাঁরা রাখেন তাঁরা এই পরিসংখ্যানগুলোতে দ্বি-মত পোষণ করবেননা বলেই মনে করি। এতে একজন সৎ উদার পরধর্মমতসহিষ্ণু বাংলাদেশের নাগরিক হিসেবে লজ্জিত হওয়ারই কথা। একই কারণে ভারতেরও একজনের লজ্জিত হওয়ার কথা। কিন্তু ভারতে সংখ্যালঘু নির্যাতনের সাফাই দিতে গিয়ে কাউকে বলতে শুনিনি যে তিনি বাংলাদেশের উদাহরণ টেনেছেন। এও শুনিনি যে নির্যাতনের কারণে দেশভাগোত্তর কয়েকটি বছর ছাড়া পরবর্তীকালে কেউ দেশান্তরী হয়েছেন। বরং নেহেরু লিয়াকত চুক্তির বলে প্রায় ৭ লক্ষ মুসলমান উদ্বাস্তু পঃবঙ্গ থেকে পূর্ববঙ্গে গিয়ে আবার ফিরে এসেছেন প্রায় ৫লক্ষ। তারা ফেলে যাওয়া জমি বাড়ি আবার ফেরতও পেয়েছেন। বিপরীতে ৪৭ থেকে ৭০ পর্যন্ত হিসেবটা পূর্বপাকিস্তান থেকে প্রায় ২ কোটি হিন্দু নিজ জন্মভূমি ছেড়ে চিরকালের মতো পঃবঙ্গসহ ভারতের নানা জায়গায় অধিকাংশ মানবেতর জীবন কাটিয়ে শেষ হয়ে গেছেন। পরিসংখ্যান হয়তো আরো অনেক আছে। তবু তা শেষ কথা নয়। গোষ্টিবদ্ধ মানুষের মধ্যে সংঘাত হতেই পারে। কিন্তু নির্মূল করে উচ্ছেদ করা প্রাতিষ্ঠানিক কায়েমী শক্তি ছাড়া সম্ভব নয়। যেটা বাংলাদেশে অহরহ ঘটেছে বা ঘটে। তবু মানুষই মানুষের রক্ষাকর্তা। বর্তমানে ৭/৮ শতাংশে নেমে আসা হিন্দু জনগোষ্টিকে যদি মনে হয় রক্ষা করা উচিত তবে তা তার মুসলমান প্রতিবেশীকেই করতে হবে। এরকম অনেক দৃষ্টান্ত আমার নিজের কাছেই আছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশের হিন্দুরা খুব ভালো অাছে । তারা শখ করে ভারতে চলে যায় । কয়েকজনের মন্তব্য পড়ে খুব অবাক হলাম । এদের জিজ্ঞেস করতে মন চাচ্ছে, "নিতান্ত অসহায় না হলে কি অাপনি দেশ ছেড়ে যাবেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

দেবজ্যোতিকাজল বলেছেন: মাকে হারান আর মাতৃভূমি হারানো একই যন্ত্রণা । আমার শহরটাতে বহু বাংলাদেশের হিন্দু আছে ,তাদের কষ্ট দেখলে খারাপ লাগে । তারা অনেক বলেন দেশে নাকি তারা বড়লোক ছিলেন কিন্তু এখন তারা হত দরিদ্র ।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

মোহাম্মদ শামছুদ্দীন বলেছেন: আমরা চাই একটা অসাম্প্রাদায়িক বাংলাদেশ । যেখানে থাকবে না সংখ্যালঘু এবং সংখ্যা গুরু। আমাদের পরিচয় থাকবে একটাই আমরা বাংঙ্গালী আমারা বাংলাদেশী।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

দেবজ্যোতিকাজল বলেছেন: সেই তো । একটি বাগানে কি একটি ফুলের গাছ শুভা পায় ? পায় না

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

অপর্ণা মম্ময় বলেছেন: তোমার লজিক আর বুদ্ধি অনেক নিচে পড়ে আছে। ঘাড়ে পাহাড় ঠেলার চেষ্টা করো না। একটা রিপোর্ট কপি করে দিয়ে দিয়েছ, সেখানে কোনো লিঙ্ক দাও নাই আবার মানবীর কমেন্টের উত্তরে লিঙ্ক দিয়ে বলছ এরকম অসংখ্য লিঙ্ক দিতে পারবা আর সেসব পত্রিকার লিঙ্ক বাংলাদেশের। আরেকজনকে উত্তর দিলা বাংলাদেশের পত্রিকা কি ভুল নিউজ ছাপায় নাকি?

সংখালঘুর নির্যাতন নিয়ে তোমার যদি অভিজ্ঞতা থাকে সেটাও সাথে লেখো আর যে রিপোর্ট সাথে দিয়েছ সেটার সাথে কি তোমার মতামত পুরোপুরি মিলে যায়? তুমি তো যার কথার উত্তর দিতে পারো না তার মন্তব্য স্কিপ করে যাও না হলে লিঙ্ক ধরিয়ে দাও। ফালতু ন্যাচার বন্ধ করো। ব্লগিং করতে আসছ ব্লগিয় কালচার আর ইন্টার‍্যাকশন ভালো ভাবে শিখে তারপর করো। তোমার তুমি তুমি করে বলা বন্ধ না করলে আমি তোমাকে এরপর থেকে কি বলে ডাকি সেটা দেখ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

দেবজ্যোতিকাজল বলেছেন: খুব ভাল লিখেছো । তুমি ভাল থেকো ।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

সিদ্ধার্থ. বলেছেন: একজন ব্লগার তুমি না আপনি বলে সম্মোধন করবে ,সেটা তার ব্যক্তিগত ব্যাপার ।কারো ভালো না লাগলে ,সে কমেন্ট করবে না ।খামোখা নিজের পাহাড় পরিমান ইগো নিয়ে অন্যকে জ্ঞান বিতরণ করাটা কিছু কিছু ব্লগারদের চারিত্রিক বৈশিষ্ঠ্য হয়ে গেছে ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি বলাটা আমার অভ্যাস হঠাৎ করে আপনি বা তুই বলতে পারি না । আমরা মা বাবাকেও তুমি বলি ,তাই এই অভ্যাসটা রক্তে মিশে গেছে । আমার কাছে যেটি ঠিক ওদের কাছে সেটি ভুল । অসহিষ্ণু হলে তো চলবে না । এই তুমি বলি জন্য এই ব্লগে অনেকেই আমার সাথে বাজে ব্যবহার করেছে ।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

মুখ ও মুখোস বলেছেন: ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' একজন এজেন্টকে বাংলাদেশের ব্লগে ব্লগিং করতে দেইখা খুশি হইলাম। তবে ব্রিফিং এ আপনারে জানাইয়া দেয়া উচিত ছিল এই অঞ্চলের মানুষ অধিকাংশ মানুষ সহজ সরল হইলেও দুই একটা বুদ্ধিমানও আছে। ঐ দুইটাই যথেষ্ঠ। যাই হোক, একজন ভারতীয় উল্লেখ্যযোগ্য কোন কারন ছাড়া ভিনদেশী একটা কমিউনিটি ব্লগে টাইম পাস করবে, নিজের দেশ বাদ দিয়া ভিনদেশের সমস্যা নিয়া মাথা ঘামাইয়া বুক ব্যাথা বানাবে, সাম্প্রদায়িক উস্কানীমুলক কথা বলে নিজের দেশের নিরাপদ পরিবেশ ইংগিত করবে, তাকে সাধারন বেকুব ভাবার কোন সুযোগ নাই। সে অবশ্যই উদ্দেশ্যমূলকভাবেই বিচরন করছে।

আর ভারতীয় শিক্ষার মান নিয়ে আমার প্রশ্ন অবশ্যই আছে। ফলে কোথায়, কিভাবে কখন এবং কেন তুই, তুমি, বা আপনি বলা যায় সেই ধারনা আপনার থাকবে না, স্বাভাবিক।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

সিদ্ধার্থ. বলেছেন: লেখক আপনি যে "র " এজেন্ট সেটা আগে কেন বলেনি ? X((

কিছু "বুদ্ধিমান " "উচ্চ শিক্ষার মান বিশিষ্ট " ব্লগার আর তাদের মাল্টিনিকধারী "সহজ সরল " ব্লগার দের এভাবে আপনি অপমানিত করতে পারেন না । =p~

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: সিদ্ধার্থ, আপনি মনে হয় " খামোখা পাহাড় পরিমান ইগো নিয়ে জ্ঞান বিতরণ করা " কথাটা আমাকে ইঙ্গিত করলেন। আপনার মতামত আপনি জানাতেই পারেন তবে এই লেখক ( যদিও সে নিজে এখানে কিছু লিখেনি, আরেকটা লেখা পেস্ট করে দিয়েছে) তার " তুমি " সম্বোধনের কারণে অনেক ব্লগারের বিরক্তির কারণ হয়েছেন। সেটা এই পোস্টে মানবী আপুর কমেন্টেও দেখছেন। আপনার কথাটা ভালো লাগেনি যা বলেছেন। লেখকের অনেক কালচার যেমন আমরা মেনে নিতে পারবো না তেমনি লেখকও আমাদের কালচারটা মানতে পারছেন না, তুমি করে বলাটা ছাড়তে পারছেন না। সে ব্যাপারে তাকে কিছু বলাটা আপনি কেন " কিছু ব্লগারের চারিত্রিক বৈশিষ্ট্য" বললেন বুঝলাম না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: 'আপনি' কাকে বলে ?
'তুমি' কাকে বলে ?
'আপনি ' কাকে বলে ?

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

সিদ্ধার্থ. বলেছেন: @অপর্ণা মম্ময়



ব্লগ একটা প্রাইভেট স্পেস ।এখানে কোনো ব্লগার অন্য কোনো ব্লগার কে কি বলে সম্মোধন করবে সেটা তার ব্যাপার ।
আমি নিজেও আপনি সম্মোধন করে থাকি এবং আপনি সম্মোধন প্রত্যাশা করি ।

কোনো ব্লগার এর সন্মধনে আমার অসুবিধা থাকলে তার পোস্টে আমি কমেন্ট করব না ।কিন্তু তাই বলে তাকে অনর্থক অপমান করবার অধিকার আমার নেই ।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

সিদ্ধার্থ. বলেছেন: লেখক ,একটি কথা আছে ..... "রোমে থাকতে গেলে রোম বাসী হতে হয় "।
আশাকরি আপনি বুঝতে পারছেন ।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

ইনফেকটেড মাশরুম বলেছেন: কাজল ভাপু, আপনার এই অসাধারণ পোস্ট আপনি কত সাধনার পর প্রসব করলেন? যদিও করলেন, একটু যত্ন নিয়ে যতি চিহ্নের ব্যবহার করেই করতেন।

আর এদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় কম কিংবা আশংকাজনক মাত্রায় সেটা অস্বীকার করছি না। এখানে ৯০% মুসলমান, ৮০%ই উদার, কিন্তু বাকী ১০% সংখ্যার হিসেবে সামান্য শোনালেও তার পরিমানও পৃথিবীর অনেক দেশের মোট জনসংখ্যার চেয়ে বেশি। আর তারা মাঝে মাঝে উদ্দেশ্যমুলকয়াবে অনেক কিছু করে, যখন সুবিধাজনকভাবে ক্ষমতার শেয়ার পায়। কেবল বিএনপি জামাত না, হিন্দু কিংবা সংখ্যালঘু বান্ধব আওয়ামীলীগও কোন অংশে এদিক দিয়ে কম যায় না। তবে আপনার দেশ থেকে অবস্থা অনেক ভালো।

আপনার দেশের শিবসেনা, স্বয়ঙ্গসেবক সংঘ সহ হিন্দু, এমনকি নানা ইসলামিক জঙ্গী সংগঠনের যেই দৌরাত্ব, ক্ষমতা এবং কাজ কারবার, তার সাথে আমাদের দেশের এসব ঘটনার তুলনা করলে তা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই মনে হয়। এমনকি এমন ঘটনা প্রকাশ পেলে সরকার সর্বোচ্চ গুরুত্বও দেয়। তবে আপনি নিজের দেশ বাদ দিয়ে আমাদের দেশ নিয়ে লাগছেন কেন বুঝলাম না। লাগছেন ভালো কথা, একটূ মান সম্মত পোস্ট দেন। কপি পেস্ট আর কত? নিজের দেশ কিংবা ওপার বাংলার প্রতিনিধিত্ব করতেছেন, একটূ যত্ন নিয়ে করেন। নিজেদের আমাদের কাছে ছাগল হিসেবে প্রমান দিয়েন না।

আর অনেকেই আপনাকে বলে তুমি না বলতে। তাও আপনি তুমি তুমিই করতেছেন। এতে বোঝা যায় আপনার মস্তিসের সেল গন্ডারের চামড়া দিয়া ঘেরা। আপনি হয় এটা বুঝেও বুঝেন না কিংবা আপনাদের জাতটাই এমন, ছুঁচোর জাত।

আর ব্লগিং যখন করতেই আসছেন, তখন কেউ কমেন্ট করলে উত্তরও দিয়েন। নাহলে পোস্টই বা করতেছেন কেন? আর পোস্ট যখন করতেছেনই, আবর্জনা প্রসব না করে ভালো কিছু করেন। তাইলে ইন্ডিয়া আর পশ্চিম বাংলারে যেইভাবে নিজের মাধ্যমে সামনে নিয়া আসতেছেন, সামনের নির্বাচনে ভারতবিরোধী শক্তির উত্থান এই ব্লগে অন্তত নিশ্চিত।

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

হতাশার আলো বলেছেন: বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয় না , তা আমি বলবো না । কিন্তু আশার কথা এই যে গোটা ভারতীয় উপমহাদেশের মধ্যে তা সবচেয়ে কম । ভারত এবং পাকিস্তানের সংখ্যালঘুদের উপর যে ভয়ঙ্কর রকম যে নির্যাতন হয় , সে হিসেবে আমরা বাংলাদেশি সংখাঘরিষ্ঠরা যে আমাদের সংখ্যালঘু ভাইবোনদের , আমাদের প্রতিবেশী দেশগুলোদের তুলনায় ভালো রাখতে পারছি তা অত্যন্ত আশার ব্যাপার । কিন্তু তাঁর পরও মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না । ঐ যে , এই দেশতো তৃতীয় বিশে্বর একটি রাষ্ট্র , পৃথিবীর অন্যতম দরিদ্র অঞ্চল ছিল একসময় । বাংলাদেশের স্বাক্ষরতার হার স্বাধীনতার ৪০ বছর পরও ৫৮ শতাংশ । যা আমাদের ব্যর্থতা । পরিপূর্ণ শিক্ষার অভাব অনেক সময় সঠিক মানবিক জ্ঞান এবং অন্ধ/ ভুল ধর্মীয় বিশ্বাস এর সৃষ্টি হয় । যার ফলে অনেক সময় সংখ্যালঘুদের প্রতি ভুল আচরণের উদ্রেক ঘটায় । আর সর্বোপরি , সংখ্যালঘুদের উপর নির্যাতন বলতে যা বুঝায় তা হল দুর্বলের উপর সবলের নির্যাতন । অবৈধভাবে আর্থিক সম্পতি গ্রাস করার জন্য রাজনৈতিক ছত্রছায়ায় নির্যাতন হয়ে থাকে ।
কিন্তু তাবলে এইটা সমগ্র বাংলাদেশের চিত্র নয় ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ভারতে যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় তবে তা নিয়ে না তুমি ,প্রতিবাদ কর , কেউ তো তোমাকে বাধা দেয়নি ।ভারতে হয় জন্য বাংলাদেশেও হবে এটা অকাঠ্যো যুক্তি ।
সামহ্যোয়ার নিউজ পেজটা দেখ সংখ্যালঘু নিয়ে কি লিখেছে পড় ।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১

হতাশার আলো বলেছেন: আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে যদি বলা যায় , আমার সবচেয়ে প্রিয় এবং সম্মানিত শিক্ষকের মধ্যে একজন হচ্ছেন হিন্দু । আমার ভার্সিটির ক্লোজ ৫ জন বন্ধুর মধ্যে দুই জন হিন্দু । তাদের সাথে আমার আচরণের প্রথম ভূমিকাটি হল তারা আমার মতোই মানুষ । এবং আজ পর্যন্ত আমি কাওকে দেখিনাই তাদের কে কেউ হিন্দু দেখে ক্রিটিসাইজ করেছে । কখনোই দেখি নাই ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

দেবজ্যোতিকাজল বলেছেন: সবাই খারাপ না । সবাই খারাপ হলে যে ক'জন আছে তারাও থাকতে পারত না ।

একটা অন্যায় হতেই পারে । কিন্তু তার প্রতিবাদ থাকবে না ,এটা হতে পারে না । আবার কেউ যদি করে তাকে সবাই মিলে আক্রমন করে মুখ বন্ধ করার চেষ্টা চলে

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

মুখ ও মুখোস বলেছেন: @সিদ্ধার্থ. - হ, তুমি সঠিক বুঝছ। নামানো আছে, ফালানো শুরু করো। জানাই তো কি ফালাইবা?

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

খাইয়ালবাম বলেছেন: দেবুদা, বাংলা ব্লগে যহন লিকতাছেন তহন বাংলা করন দিমু নাকি? ব্লগিং চাইড়া কিন্তু তহন পাছা ডলনের কামে ব্যস্থ থাকতে হইবো? খুব খেয়াল কইরা কিন্তু.......... ;)

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

মোবাশ্বের হোসেন বলেছেন: নতুন নাগরিত্ব আইনে শুধু সম্পত্তি না নাগরিত্ব ও যাবে যেহেতু ১৯৭১ সালের আগে যারা অন্য রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেছে , বিশেষ করে যারা ৬৫ ও ৭১ সালে ভারত গিয়ে আর দেশে ফিরে আসেনি ও পরবর্তিতে আশির দশকে আইসা পরিতক্ত সম্পরতি দাবি করছে। বাংলাদেশ সংখ্যা লঘুরা গাছের টাও খাই আবার তলের তাও কুড়াই/

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

খাইয়ালবাম বলেছেন: ক্যান ভাই? ভারতে ছিলি, ছিলি ভাল। পাছা আগাইয়া এইখানে তুই পাছামারা খাইতে আইলি ক্যান বলতো? তয় অসুবিধা নাই, আমরা কইলাম তেল ছাড়া কিছু করি না। কারণ কষ্ট তোর না হইলেও আমাগোর তো হইতারে?

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

খাইয়ালবাম বলেছেন: দেবু মাইনকার পুতটা কইরে? তোরে এমন ধরা ধরুম যে, মাইনকা চিপা দিয়াও বাইরাইতে পারবি না হালার বলদ?

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

খাইয়ালবাম বলেছেন: বাংলাদেশের সংখ্যালঘুরা কোথায় যাবে ?

তোমার পুটকির মধ্যে যাবে হালা বলদ! মন্তব্যের উত্তর দিস না ক্যান? বিনোদন কম হইতাছে! X((

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: Click This Link

২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধর্ম দিয়ে কি সংথ্যালঘু বিচার হবে?
নাকি অন্য কিছু দিয়ে?
ধর্ম দিয়ে এটা করলে চিন্তার বিষয়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল

২৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪১

আবুবকর আলী আশরাফ বলেছেন: তারা ছিল এখানেই থাকবে,,,
কেউ যদি মনে করে এ দেশ তাদের জন্য নিরাপদ নয় চলে যেতে পারে।
আমাদের অনেক বাঙালিই প্রবাসী হয়ে স্থায়ীভাবে বসবাস করছে।

আমারা ভিন্ন ধর্মাবলম্বীদের মূল্যায়ন করি। কখনো অবমূল্যায়নের স্বীকার হলে সেটা দায়ী আংশিকভাবে তারাও।

প্রতিনিয়ত তারাও মুসলমান হচ্ছে, তাই তাদের সংখ্যা কমার দ্বারা উদ্যোগের কারণ নেই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: সেই তো , যে নিরাপদ মনে করবে না সে চলে যাবে ।
খুব ভাল বলেছো । ভাল লাগল তোমার মতামত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.