নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

শিব গড়তে বাঁদর

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯



ভ্রূণের লিঙ্গ নির্ধারণ নিয়ে নয়া নিদান দিলেন মন্ত্রী। তাঁর মতে, গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ পরিচয় তার মাকে জানিয়ে দিয়ে সরকারি নথিতে সেই তথ্য লিপিবদ্ধ করে রেখে সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত নজরদারী চালালেই কন্যাভ্রূণ হত্যা আটকানো যাবে। এটা একান্তই তাঁর ব্যক্তিগত ভাবনা। তবে, প্রকাশ করেছেন জনসমক্ষে। কিন্তু মন্ত্রী কি জানেন না দেশটার নাম ভারতবর্ষ! লিঙ্গ শনাক্তকরণ নিষিদ্ধ সংক্রান্ত যে আইন বর্তমানে আছে, সেটাই ঠিকঠাক মানা হচ্ছে কি না তা দেখার লোক নেই, উল্টে তা বদলে একেবারে বিপরীত অবস্থানে নিয়ে ফেললে তো কেঁচে গণ্ডূষ হয়ে যেতে পারে! নাকি দেশের স্বাস্থ্য পরিকাঠামোর কথা বেমালুম ভুলে গেলেন তিনি?

আইনের ফাঁক গলে এখন চোরা পথে লিঙ্গ শনাক্ত করে কন্যা ভ্রূণ হত্যা করা হয়। চোরা পথে রফা করতে অনেকে পারেন না। কিছু প্রাণ তা-ও বাঁচে। আইন মেনে লিঙ্গ জেনে যাওয়ার পর গর্ভপাতের জন্য মায়ের উপর যে অত্যাচার হবে, সেটা কি মাথায় রেখেছেন মন্ত্রী? সে ক্ষেত্রে গর্ভস্থ সন্তানের সঙ্গে তাঁরও প্রাণহানীর আশঙ্কা থেকে যাচ্ছে না তো? শিব গড়তে গিয়ে তা বাঁদরের চেহারা নিলে কিন্তু সমূহ বিপদ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.