নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

সমাজের ভবিষ্যৎ কি?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩



সে সমাজ কি ভাল, যে সমাজ দাঁড়িয়ে থাকে ভয়ের উপর? বিতর্কটা চিরন্তন। থাকা দরকারও। কিন্তু, যে সমাজ নিজেকে তৈরি করে উঠতে পারেনি এখনও, সেখানে বোধহয় ভয়ের প্রাসঙ্গিকতা অনিবার্যই থাকে।
ধরা যাক, শুক্রবার হিন্দ সিনেমার মোড়ের কাছের ঘটনা, প্রকাশ্য রাজপথে, দিনেদুপুরে, একটি স্কুলের সামনে দা দিয়ে কুপিয়ে মারার ঘটনাটাই। নিরপরাধের নিশ্চিন্ত থাকার বদলে অপরাধী যেখানে অকুতোভয় থাকে, সে সমাজের শাসন আর যাই হোক সভ্য যে নয় এ কথা নিঃসংশয়ে বলা যায়। সমাজ যদি সভ্য না হয় ভয়ের প্রয়োজন পড়ে। যে প্রশাসন অপরাধীর ভয়ের পরিস্থিতি তৈরি করতে পারে না, তাকে প্রস্তুত থাকতে হবে আরও বিপদের আশঙ্কায়।
সমাজকেই স্থির করতে হবে, কোন পথ হবে ভবিষ্যতের। ধর্ম না অধর্ম নির্বাচনের দায় পড়ে যাচ্ছে এ বার আমাদের উপরে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যি ভয় হয়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

দিল মোহাম্মদ মামুন বলেছেন: ভাই, আইনের শাসন যথাযথ না হলে প্রতিটা সমাজে এমন চেহারা দেখা যায়, যা মোটেও কাম্য নয়।
ধন্যবাদ আপনাকে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৯

দেবজ্যোতিকাজল বলেছেন: পুলিশ এখন দলদাস

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


আর্যবর্তে অসুরের আভির্ভাব?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২০

দেবজ্যোতিকাজল বলেছেন: হয় তো

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

কল্লোল পথিক বলেছেন: শতভাগ সহমত।
আমরা যতই শিক্ষিত সভ্য হই না কেন।আমাদের ভিতরে একটা অসুর বাস করে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২২

দেবজ্যোতিকাজল বলেছেন: মানুষ এখন বিকৃত চিন্তা ভাবনায় জড়িয়ে যাচ্ছে

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

মোঃ মাকছুদুর রহমান বলেছেন: সবচেয়ে এগিয়ে আপনাদের পুলিশ মহোদয় গন!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৩

দেবজ্যোতিকাজল বলেছেন: পুলিশ তো এখন দলদাস

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

বিজন রয় বলেছেন: কলিকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.