নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

সুই-সাইড এস. এস. এস

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৬



সুই-সাইড এস এম এস ♥ ভালোবাসার কবিতা ❥

ভেবেছিলাম
হয়তো এমন দুর্বিপাকেও
তোমার জন্য আরও চমৎকার নিঃসঙ্গতা আসবে
ঘটবেও হয়তো চমৎকার কিছু
ভেবেছিলাম[
হয়তো বরফ গলে বাতাসের উষ্ণতায়
তুমি নেতিয়ে আছো আমার শরীরে
ভালোলাগার রবীন্দ্রসঙ্গীতে
ভালোলাগার নিশ্চিন্তিতে
বিকেলের নীচে দাঁড়িয়ে
তোমার ঠোঁট পালিয়ে লুকোচুরিতে
প্রেম করতে করতে সুই-সাইড এস.এম.এস দিল
হ্যাঁ , প্রেম করতে করতেই ।
এই শীত আমার আঙুল জুড়ে কাঁপে
আমার ক্ষেত হলুদে হলুদে নকসি বাইয়স্কোপ
চরিত্রহীন বসন্ত বীর্য্য পতনের
শিশু প্রসব করে
অলৌকিক বলতে যা কিছু আছে
ঘুম ঘুম গভীর রাতের সঙ্গতা পাশাপাশি

আমার বর্ণহীন যৌবনে তুমি সাক্ষ্য এনে দিলে
তবুও তোমার দু'চোখ ভরা ভয়ের সমাজ
ছোট এই পৃথিবীকে কতটা সসীম করেছে
ভেবে দেখবার প্রয়োজন ছিল বড়……

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫

কল্লোল পথিক বলেছেন: এই শীত আমার আঙুল জুড়ে কাঁপে
আমার ক্ষেত হলুদে হলুদে নকসি বাইয়স্কোপ
চরিত্রহীন বসন্ত বীর্য্য পতনের
শিশু প্রসব করে
অলৌকিক বলতে যা কিছু আছে
ঘুম ঘুম গভীর রাতের সঙ্গতা পাশাপাশি
চমৎকার কবিতা।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

বিজন রয় বলেছেন: এটাও ভাল লাগল।
++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.