নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

বেহাল

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

:
সকালের চা , বিকেলের আদা-মুড়ি
বিষাদ বাতাস শুক্নলঙ্কা ঝালিয়ে দেয়
বিষ্টিতে বন্যার গান ভেজা উত্তাপ
জঙ্গি মুক্তিযোদ্ধারা খোঁজে বেড়ায় ।

::

গঙ্গা ফড়িং উড়ে আলো ঠিকরে
বেমাক্কা হাত কাঁচের মত, হয় নরম
ক্ষুধা কামড়ায় , দু'পেগেই হেভী নেশা
জঙ্গি ছোকরাটা গরম হয়ে দাঁড়ায় ।

:::

ভয় ভয় নেশা চোখ ছিঁড়ে পড়ে
তুমি কিসের মহৎ শালা , জমাট বিস্ফোরক-
জ্বলে , নিরুদ্দেশে তোমার বন্ধুর বুকে ।

পিঁপড়ের ডিম , কত জানোয়ারের খাবার খায়
এই দেশেরই বেহাল লোকে ,
আর , তুমি না-কি জঙ্গি ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার কবিতা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭

দেবজ্যোতিকাজল বলেছেন: দাদারে তোমরা আমার উপর রাগ করোনা । আমাকে সামু ব্লগ করে রেখেছে ।আমি কারু পেজে মতামত জানাতে পারছি না । সঙ্গে আছ তাই লেখার প্রেরণা পাই । ধন্যবাদ ।ভাল থেকো

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

তার আর পর নেই… বলেছেন: এই প্রথম তোমার একটা কবিতা ভাল্লাগলো!

জঙ্গি মুক্তিযোদ্ধারা খোঁজে বেড়ায় - লাইনটা কি এরকম?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

দেবজ্যোতিকাজল বলেছেন: তারাও তো তাদের মতবাদ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে ।আর দশ কাছে তাদের কাজ খারাপ হতে পারে ,কিন্তু তারা তো ভাবছে তারা মহৎ কাজ করছে ।

ধন্যবাদ ,সঙ্গে থাকবার জন্য । সামু আমাকে ব্লক করে রেখেছে বলে তোমাদের পেজে যেতে পারছি না ।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও দুর্দান্ত লাগল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভচ্ছা ও ধন্যবাদ রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.