নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
১
যে প্রেমের অপেক্ষা আছে
কিন্তু প্রতিশ্রুতি নেই
তুমি সেই জালে জড়িয়ে
তুলে নিলে আমাকে
জল থেকে ডাঙ্গায় ।
২
যদি এমন হত
প্রতিশ্রুতি আছি কিন্তু অপেক্ষা নেই
তবে আমি-
সূর্য্যকে ডেকে বলতাম-
তুমি কেন রাতে আমার কাছে থাক না
তোমাকে আমার ভীষণ ভাললাগে
যখন তোমার গায়ে লালাজামা থাকে
বড় বেশি আদর করতে হয় ।
৩
কেন আমায় এত বেশি ভালবাসতে
আর যদি বাসতেই তবে অপেক্ষা কেন নয়
নিরব অনুচ্চারিত এই ভালবাসার
কি দাম পেলে বল
কতটুকুইবা দিতে পারলে আমাকে
আমার সামনে একটা আদর্শ আছে
তোমার কি ছিল, জবাব দাও ।
৪
অবশ্য এও সত্য
আমার-তোমার বন্ধন ভেঙে দেওয়ার
অধিকার একমাত্র তোমারই ছিল ।
আমি মন থেকে মেনে নিতে পারিনি
কেননা-এ অধিকারের বাস্তব
সুখ বড় বেদনাদায়ক
এ অধিকারের বাস্তব পথ
চলতে চলতে থেমে যাওয়া
এ অধিকারের বাস্তব পরাজয়
আর কেউ না জানলেও তুমি তো জান
৫
যদি সত্যি সত্যি তোমাকে হারাতে হয়
তবে সূর্য্যের নীচে দাঁড়িয়ে তোমার
আলো-শক্তির রহস্য জেনে নেব
আর তার সন্ধান না পেলে ক্ষতি কি
যে আলোর দিশা দিয়েছ
তাই বা কম কিসের
নাই বা জানা হলো
নারী জাতির শক্তির রহস্য ।
:
১৯৯৭ সাল
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
কল্লোল পথিক বলেছেন: চমৎকার!
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
টোকাই রাজা বলেছেন: নাই বা জানা হলো
নারী জাতির শক্তির রহস্য । চমৎকার
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: পাঁচ নাম্বারটা বেশি ভাল্লাগসে!
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ।
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর
১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ১ এবং ৫ ভাল লেগেছে।
শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০
চুঙ্গিওলা বলেছেন: ভালই তো হয়েছে ।