নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
হঠাৎ কখন
কবে
কি ভাবে
পেয়েছিলাম , মনে নেই -তোমাকে ।
শুধু মনে আছে
কোন একদিন
কোন একসময়
কোন একপলকে
নির্জনে রসিকতায় সুখকে জড়িয়ে ।
তোমার মনে আছে হেমাঙ্ক ?
আমায় গান শুনিয়ে বলতে,'তুমি ভরসময় আমাকে চেয়ে কি দেখ ? আমি কি বনপলাশির পদাবলী ! কূয়াশা ভেজা শিশির পাপড়ি - তোমার মনকে রাঙ্গিয়ে গোপনে পালিয়ে হেসেই মরি ।'
তারপর আরও বলতে,' ঝর্ণা ,তুমি লজ্জা পেও না । ঈশ্বর আমাকে -আমার ভিতর যা কিছু দিয়েছে , তা যেনো সব তোমার প্রান্তবন্তে , তোমার ইচ্ছায় ।'
তোমার মনে নেই হেমাঙ্ক ?
এতমন ভোলা হলে চলে-কি আশ্চার্য ব্যপার
তোমর দেওয়া স্মৃতি
তুমিই মনে রাখতে পারলেনা ।
তুমি না একটা স্ফুলিং ঝর্ণা
ই-শ মা
ভাবতেই , আমার তোমাকে ওমন করে
কাছে পেতে ইচ্ছা করে
হেমাঙ্ক ?
এবার মনে পড়েছে-
তোমার চকচকে আংটিটি
টুপ করে হারিয়ে গেল
নদী , উপকুল ,সমুদ্র অসমুদ্র-এর
নির্জনে । আমার তো তখন
জ্ঞানই ছিল না , তুমি কোথায় যেনো
হাত বুলিয়ে আংটিটি পরাবার
চেষ্টা করছিলে ,কিন্তু সে আংটিটি তুমি
তোমার নিজের ইচ্ছায় খুঁজে পাওনি
যতক্ষণ না আমি তোমাকে দিয়েছি ।
হেমাঙ্ক , এই হেমাঙ্ক ,লজ্জা পেয়ে গেলে কি ?
চোখ ঢাকলে যে ।
তুমি একটা পচা -পাজি -হাঁদা
হেমাঙ্ক , তুমি আরও অনেক কিছু
যে কিছুতে আমি বদলে গেলেও
তুমি বদলাওনি ।
সাগরের কুলে দাঁড়িয়ে তুমি যখন
চিৎকার দিয়ে বাতাসকে বলতে-বাতাস তুমি সাগরকে গিয়ে বলো-আমার আলতা পেড়ে ঝর্ণাকে ফিরিয়ে দিতে ।
যদি ফিরিয়ে না দিতে পা'র
তবে অসমুদ্র হিমাচল থেকে
বিষ এনে দিও
সুধাময়ী কণ্ঠ নীলকণ্ঠে ভিজিয়ে
পাষাণ অপরাধকে
ক্ষয়ে ক্ষয়ে ধ্বংস করব ।
যাতে মনে থাকে -ভালবাসার স্তব্ধাকাশ অনার্থের অভিলাশ
যা অনুভূতে আঙ্গুল বুলিয়ে দেয়
প্রতিটি অথর্ব ঈন্দ্রিয়কে ।
;
আমি যোজন যোজন মাত্রায়
চিৎকার দিয়ে যেনো বলতে পারি-
আমাকে আরও অবহেলা কর
আরও ঘৃণা কর
আরও আরও নৈপূন্যে ভষ্ম কর
আমি এতেও মুগ্ধ
চিরকাল মুগখধ থাকব
শুধু তোমার জন্য ।
জানো হেমাঙ্ক-
আমাকে বাতাস , উপকুল ,অসমুদ্র
কি বলেছে --
কিন্তু , কি করব বলো,
তোমার ঝর্ণা আর কুমারী নেই
সে এখন মায়াময়ি ,আর , তোমার অর্থবোধ ছলনাময়ি' মা'
আমার একটা সন্তান আছে
আছে আবাস ,পতি
আর আছে সামাজিক বাঁধন
আর অবলকন কারাগার
সে কারাগারে আমি এবং আমার
সন্তান স্বামী বন্দি ।প্লীজ ,তুমি
আমায় করুণায় ক্ষমা কর ।
মনে রেখো ,স ক্ষমার অর্থ ইংই নি যে,
তোমাকে আমি ভুলে যাব
আমাকে তুমি ।
:
মনে পড়ে হেমাঙ্ক
সেই দক্ষিণের বাতাস কে জড়িয়ে ধরে
তুমি নিছক কণ্ঠে কেঁদে অনুনাসিক বললে
দক্ষিণ-তোমার গতি উত্তরে নিয়ে যাও
সেখানে আমার একটা ইচ্ছাভূমি আছে
মালঞ্চ আছে সাজানো
একটা আলতা পেড়ে বাগান আছে
পাখিরা রোজ এখনও
ঠোঁট বুলিয়ে শিস দেয়
দূরের ছবি এখনও
কাছে ডেকে -
প্রেমিক-প্রেমিকার কানে কানে কথা বলে
পাড়া বেড়ানি মেঘঃর দিকে তাকিয়ে
উজ্জ্বল নক্ষত্রে মন নাচিয়ে হাসে
স্বপ্ন দেখে বন্ধন বাঁধনে ।
আমার সব মনে আছে । মনে পড়ে
তোমায় জড়িয়ে নেই বলেই
তোমার এত কিছু-
বাতাসের ইথারে ভিজিয়ে রেখেছি ।
২| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০৬
রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য কবিতা।খুব ভালো লাগল
+++
৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭
বিজন রয় বলেছেন: ভালবাসা , সহবাস নয়।
থিমটাই ভাললাগার।
+++++
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০৩
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: প্রথম মন্তব্যকারী হওয়ায় গর্বিত বোধ করছি। ভালো লাগলো।
নিন্মলিখিত লিখাটি স্যার সমাজ সচেতনতায় পড়ুন এবং শেয়ার করুণঃ
http://www.somewhereinblog.net/blog/mrahim04/30112183
ধন্যবাদ।