নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

প্রমত্তা দীর্ঘশ্বাস

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫

নিশ্বাসের রং নেই । অবিরাম লু ।
নেই কষ্টের কাঁটাতার ।

মানুষ নেই !
মানুষ নেই !! স্থল স্মরণী ।
জুতো জামা ঘর-বাড়ি শিক্ষা ক্ষুধা
শরীর ঠাণ্ডা বরফ বৃদ্ধ যুবক
সাপে কাটলে টের পায় না পা
লাইট পোস্ট আজীবন নিঃস্বার্থ
বিধান সভায় বুক বাঁধা অপেক্ষা
মন্ত্রীরা ছলনা খোঁজে
বিরোধি দলের টক শো'য়ে ।

নিশ্বাসের ভাঁজে সুন্দর কান্না
বেঁচা থাকাটা ভোট বাক্সে জীম্মি
পরে গেছে ।তৈরী করা অন্ধবিশ্বাসে ।
যন্ত্রণার কবন্ধ । প্রমত্তা দীর্ঘশ্বাস ।
মিলিত হলে শূন্যতা আর শূন্যতা ।
কে জানে , ভোট আসে ,ভোট যায়
কার কি লাভ হয় । মাঝে পাঁচ ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব গভীর ভাবনা রাজনৈতিক গন্ধ মিশ্রিত কবিতা । সুর ছন্দের অনুপস্থিতি বিষাদ ডাকে অগোচরে।।

২| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০

কল্লোল পথিক বলেছেন:




চমৎকার কবিতা।

৩| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৫

জ্যোস্নার ফুল বলেছেন: বরাবরের মতই সুন্দর।

৪| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

কে জানে , ভোট আসে ,ভোট যায়
কার কি লাভ হয় । মাঝে পাঁচ ।



কবিতায় বার্নিং পয়েন্ট কবিতাকে উচ্চমাত্রা দিয়েছে। ভাল লাগল। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.