নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

নারদের স্টিং অপারেশন, ঘুষ বিতর্কে জড়ালেন তৃণমূলের ১১ শীর্ষ নেতা

১৬ ই মার্চ, ২০১৬ রাত ২:১৬

রাজ্যে নির্বাচনের প্রাক্কালে এক দিকে জোট যখন শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তখন শাকের আঁটির মতো ঘাড়ে চাপল ‘স্টিং অপারেশন।’
আজ দিল্লির প্রেস ক্লাবে নারদ নিউজ নামে একটি ওয়েব পোর্টালের পক্ষ থেকে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মুকুল রায়, সৌগত রায়, সুলতান আহমেদ, শুভেন্দু অধিকারী-সহ একাধিক তৃণমূল নেতা টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। ওই পোর্টালের প্রতিনিধিরা একটি নকল সংস্থার নাম করে ওই টাকা ঘুষ হিসাবে তুলে দিচ্ছেন তৃণমূলের নেতা-নেত্রীদের হাতে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই ঘুষ হিসাবে ব্যবহার করা হয়েছে পাঁচ লক্ষ টাকা।
আজ নারদা নিউজের পক্ষ থেকে ম্যাথু স্যামুয়েল বলেছেন, ‘‘গত ২০১৪ সাল থেকে এ বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত এই স্টিং অপারেশনটি চালানো হয়েছে। সারদা কাণ্ডের পরেই আমরা এ ব্যাপারে উদ্যোগী হই। আমাদের কাছে সব মিলিয়ে ৫২ ঘণ্টার ফুটেজ রয়েছে। যার মধ্যে আজ ২৪ মিনিটের ভিডিও জনসমক্ষে আনা হয়েছে।’’ গোটা স্টিং অপারেশন মোট ৬৫ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন স্যামুয়েল। যে টাকা কেরলের এক ব্যবাসীয় দিয়েছেন বলে জানান তিনি। টাকার উৎস বা এ বিষয়ে যে কোনও তদন্তের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুত বলেও দাবি করেছেন স্যামুয়েলেরা।
দেখুন নারদ নিউজ-এর ইউটিউবে দেওয়া সেই ভিডিও:

ভোট শুরু হতে এক মাসও বাকি নেই। ঠিক তার আগে এই স্টিং অপারেশন সামনে আসায় হইচই শুরু হয়ে যায় দলের অন্দরমহলে। তৃণমূল নেত্রী বর্তমানে উত্তরবঙ্গে ভোট প্রচারে ব্যস্ত। তাই ফোন করে দ্রুত রণকৌশল ঠিক করেন তৃণমূল নেতৃত্ব। প্রাথমিক ভাবে ঠিক হয়, দল এটিকে বিশেষ গুরুত্ব দেবে না। স্রেফ বিবৃতি দিয়েই ছেড়ে দেবে। এই ভিডিওটি আসার পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এটি ষড়যন্ত্র। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা ছড়ানোর অপপ্রয়াস। ১৯ মে মানুষ এর জবাব দেবেন। দলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের কথায়, ‘‘নির্লজ্জ রাজনৈতিক বিরোধীদের এটাই বলতে চাই, সামনাসামনি দাঁড়িয়ে আমাদের মোকাবিলা করুন। বাংলার মানুষ সব বোঝেন। জানেন। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তিতে আস্থা রাখেন।’’ আর মুকুল রায়ের কথায়: ‘‘নির্বাচনের আগে এটা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র। জাল ভিডিও। আইনি ব্যবস্থা নেওয়া হবে। যা শুনে চ্যালেঞ্জ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর কথায়, ‘‘দেরি করছেন কেন? চ্যালেঞ্জ করুন না। মমতা বলছেন বাংলা হাসছে। আসলে বাংলা লুঠ হচ্ছে। মুখ্যমন্ত্রীকে স্বীকার করতে হবে তাঁর দলের লোকেরা চোর-ডাকাত-লুঠেরা।’’
কিন্তু যে ভাবে দলের শীর্ষনেতাদের নাম জড়িয়ে পড়েছে তাতে যথেষ্ট অস্বস্তিতে গোটা দল। সাংসদ ছাড়াও বর্তমান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের নাম জড়িয়েছে এই কাণ্ডে। এ ছাড়া শুভেন্দু অধিকারী বা মুকুল ঘনিষ্ঠ সৈয়দ এম এইচ মির্জা— যাঁদের নাম এই কাণ্ডে উঠে এসেছে, তাঁরা প্রত্যেকেই আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী। বিরোধীরা এই ভিডিওটি দেখিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার পরিকল্পনা নিলেও, তৃণমূলের এক শীর্ষনেতার দাবি, ‘‘এ দেশে দুর্নীতির ঘটনা কেবল শহরের ভোটারদের প্রভাবিত করে। গ্রামীণ এলাকায় ততটা প্রভাব ফেলে না। সেই কারণে অরবিন্দ কেজরীবাল দিল্লিতে এত সফল।’’
:
আনন্দবাজার

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৪

বিজন রয় বলেছেন: নারদ মুনি আসলেন।

২| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩১

মহা সমন্বয় বলেছেন: ঘুষ দেয়া এবং নেয়া দুটোই নির্মূল করতে হবে।

৩| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৯

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: একটি গণ সচেতনতামূলক পোষ্ট Click This Link
দৃষ্টিভঙ্গি পরিবর্তনে শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.