নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

আই সি সি-কে কেনো বকাবোকি???

২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:২২



জানিয়ে রাখা ভাল, আইসিসির নির্দেশ অনুযায়ী ১২ মার্চ, শনিবার চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্যাল ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আরাফাত সানি। আর একই ল্যাবে ১৫ মার্চ, মঙ্গলবার পরীক্ষা দেন তাসকিন।
এরপর শনিবার আসে দু:সংবাদ। ঘরোয়া ক্রিকেটে বল করতে সমস্যা না থাকলেও আন্তর্জাতিক ও বিদেশী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপাতত নিষিদ্ধ এই দুই ক্রিকেটার। তবে, বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পুনরায় ক্রিকেটে ফেরার দরজা তাদের জন্য খোলা আছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বসে না থেকে এরই মধ্যে দুই বদলী ঘোষণা করে দিয়েছে। আরাফাত সানির পরিবর্তে সাকলাইন সজীব ও তাসকিনের পরিবর্তে শুভাগত হোমকে খেলানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি।
দুই নতুন খেলোয়াড় আগের দুই খেলোয়াড়ের জায়গা তো নিয়ে নিলেন। তবে, মানসিক ভাবে বিপর্যস্ত দলটাকে মনোবল যোগাতে আদৌ পারবেন কি না সেটা বলা যাচ্ছে না!

মন্তব্য ৬০ টি রেটিং +০/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তবে, মানসিক ভাবে বিপর্যস্ত দলটাকে মনোবল যোগাতে আদৌ পারবেন কি না সেটা বলা যাচ্ছে না!
কিছুই হয়নাই................ঠিকঠাক আম্পায়ারিং হলে আর আইসিস+হোমটিম কোন শয়তানি না করলে আমাদের বি-টিমই যথেষ্ট।

২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৭

দেবজ্যোতিকাজল বলেছেন: লাস্টের কথাটা ঠিক বললেনা ৷ আইনকে সন্মান করা শেখ ৷ বাংলাদেশ একাই তো খেলছে না ৷ আরো দেশ খেলছে ও icc কে মেনে চলছে ৷ বাংলাদেশ আইসিসি'র সিদ্ধান্ত নিয়ে বাজে কথা বললে বিডি টিমের জন্য খারাপ

২| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৪

অগ্নি সারথি বলেছেন: আপনি শিরোনামে তাহলে কি বলতে চাচ্ছেন? আই সি সি কে বকাবকি করা ঠিক হচ্ছে না! আপনারা ওপারের লোকজনেরা আসলে কত্ত বড় দূর্নিতীবাজ তার প্রমান এই আই সিসি। আপনাদের দূর্নীতি তো জাতীয় পরিসর পেরিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে। দাদারা একটু মগজ খাটিয়ে ভাবুন তাহলেই উত্তর পেয়ে যাবেন কে ইয়ং ট্যালেণ্ট আর কে চাকার!

২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:০১

দেবজ্যোতিকাজল বলেছেন: শুধু বাংলাদেশের টীমই খেলেনা কিন্তু আরও দেশ খেলে তারা তো কোন কিছু নিয়ে বিতর্ক করে না
যে কোন আইন মাথা নীচু করে মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ আর তা না হলে আদালতে যাওয়া

৩| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৬

কলাবাগান১ বলেছেন: You again!!!!!!

"যে কোন আইন মাথা নীচু করে মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ"

even if that law is used only against a particular country???? Why wait.... ask ICC to ban Mustafizur rahman as well then ১৬ কলা পূর্ণ হবে।

২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৩

দেবজ্যোতিকাজল বলেছেন: অন্যায় মনে হলে icc -এর বিরুদ্ধে কেস কর

৪| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমরা আইনকে সম্মান করি,শয়তানীকে নয়..................
কই আর কোন দেশের সাথেতো আইসিসি এমন করছেনা।কেবল ওয়ার্ল্ডকাপে বাংলাদেশ ভারতকে ফেস করলেই শয়তানী শুরু হয়ে যায়।সেই যে ২০০৭ এ ধরা খাইলো,হেই ডর এহনো গেলোনা।

২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৩

দেবজ্যোতিকাজল বলেছেন: এটাই ভুল যে, সব চক্রান্ত তোমাদের সাথে করছে ৷ ভারত, ভারতই ৷ খেলার কিছু নিয়ম আছে যা মেনে চলতে হয় ৷ সেটা প্রযোগ করলেই যদি শয়তানি হয় তবে আইসিসি-এর বিরুদ্ধে কেস কর ৷ ফালতু প্যাচাল করলে বিডি দলের ভাবমুর্তি নষ্ট হবে ৷ ভবিষ্যতে হয়তো পুরা টীমটাকেই ব্যাণ্ডকরে দিবে

৫| ২১ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমরা যদি এতই আইন মানো স্টিভ বাকনর,জাভেদ আখতারের বিরুদ্ধে কেস করেছিলে কেনো?

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

দেবজ্যোতিকাজল বলেছেন: আমি বারবার সেটিই বোঝাতে চাইছি যে, icc যদি অন্যায় করে থাকে তোমারাও কেস কর

৬| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাসকিন'কে নিষিদ্ধ করার কোন যৌক্তিক কারন দেখাতে ব্যার্থ আই সি সি ও আ্যাম্পায়ার।

৭| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১২

জাদিদ বলেছেন: যদিও এক দরের পাঠাদের সাথে বাতচিৎ এ না জড়ানোই উত্তম, তবুও তোমার পোস্টে এসে কথা বলতে গেলে আগে নিজের রুচির নিকুচি করে নিতে হয়। শুনো, আইসিসি কে গালি দিচ্ছি, কারন তোমরা এই সংস্থাকে বানিয়েছো ইন্ডিয়ান ক্রিকেট সংস্থা আর জুলুম অন্যায় করছো বাংলাদেশের উপর। তাসকিনকে কেন নির্বাসিত করা হলো তারও কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই আইসিসির। 'সাম অব হিজ অ্যাকশনস অয়্যার ফাউন্ড ইলিগ্যাল' বলেছে আইসিসি। তার স্টক ও ইয়র্কার লেংথের ডেলিভারিতে কোনও সমস্যা নেই বলেছে আইসিসি। বাউন্সারে সমস্যা, তাও সবগুলিতে নয়, তাহলে অ্যাসেসমেন্ট টেস্ট শেষে নিয়ম অনুযায়ী তাকে বলে দিলেই হতো যে, 'তুমি এভাবে বাউন্সার দিলে নিষিদ্ধ হয়ে যাবে'। সে সুযোগও তাকে দেওয়া হলো না
কোন বোলারের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেয়ার সুস্পষ্ট ধারা আছে। আইসিসির ২.২.১৩ ধারায় স্পষ্ট বলা আছে যে, এ ক্ষেত্রে বোলার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন, তবে তাকে সতর্ক করা হবে। বিস্ময়করভাবে তাসকিনের ক্ষেত্রে আইসিসি এ নিয়ম মানেনি। কিন্তু কেন? তার কোনও সদুত্তর নেই।

এখন ঘটে কিছু ঢুকেছে??

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন: চিৎকার মুখখিস্তি না করে আইনের পথে যাও

৮| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩২

মশিকুর বলেছেন:

আইসিসি কে বকাবকি কারন আইসিসি নিজের গঠনতন্ত্রের ধারা নিজেই পেচিয়ে ফেলেছে। যেন লক্ষ্য শুধু তাসকিনকে ব্যান দেয়া। তাসকিনের বাউন্সারে সমস্যা বাউন্সারে ব্যান দিতে পারে, যদিও নেদারল্যান্ডের ম্যাচে তাসকিন কোন বাউন্স দেয়নি। আর এগুলো আপনার না জানার কথা না!

আইসিসির সাথে সাথে ভারতকেও তো দুই হাত নেয়া হচ্ছে ;) যতই বলা হোক বিগ-থ্রীর বিলুপ্ত হয়েছে; এই ধরনের কর্মকাণ্ডের পর তা বিশ্বাস যোগ্য না। তারপরও আপনি কিছু আহাম্মক দেখবেন তারা সব দেখেও না দেখার ভান করে।

ধন্যবাদ :)

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

দেবজ্যোতিকাজল বলেছেন: আদালতের দোয়ার খোলা আছে ৷ চিৎকার করে বোকারা

৯| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩২

উল্টা দূরবীন বলেছেন: পোস্ট ডিলিট করা হোক।

আর লেখককে বলছি, তাসকিনের বিরুদ্ধে আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে সেটার স্বচ্ছতা সম্পর্কে আপনার আদৌ কোন ধারণা আছে? আইসিসি নিজেই নিজেদের আইন অমান্য করে তাসকিনের ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হয়েছে, বোধকরি সে খবর রাখেন। অযথায় উল্টা পাল্টা কথা বলে নিজের আমলনামা ভারী করার আগে জেনে বুঝে তারপর কথা বলুন। আপনার জ্ঞানের পরিধি বিস্তার লাভ করুক সে আশাবাদ ব্যাক্ত করি।

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

দেবজ্যোতিকাজল বলেছেন: পোস্ট ডিলিট করার মানে সত্যকে ভয় করা ৷

১০| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৭

অগ্নি সারথি বলেছেন: ওপরের হালকা মন্তব্যটি কিন্তু থলের বিলাই বার করবার জন্যই করেছিলুম!
খুব করে তোরে কয়খান বাংলা গালি দিয়ে একটা উষ্টা মেরে খেদাতে চেয়েছিলাম। ভারতীয় দালালী করবি তো নিজ দেশে করস না ক্যান? এই খানে বাল ফালানী গান গাইতে আইছো ক্যান হালার পুত। আইসিসি ছাড়া তোমার টিম ইন্ডিয়ারে খেলতে কইয়ো বাংলাদেশের সাথে, নিউজিল্যান্ডের থেকে খুব বাজে অবস্থা হবে। কি বালডা না খেলে তোমার ইন্ডিয়া এইডা বোঝাই যায়!

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪২

দেবজ্যোতিকাজল বলেছেন: দুইদিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন

১১| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫২

মোঃমোজাম হক বলেছেন: দাদা ভাল আছেনতো ? তা কোথায় বসবাস এপার না ওপারে?

আম্পেয়ারদের দিয়ে খেলা দেখালেন অস্ট্রোলিয়ায়,আর এখন আইসিসি দিয়ে দেখাচ্ছেন নিজ ভুমে।
গালাগালি করলাম্না কিন্তু উপদেশ রইলো দাদারা ভাল হইয়া যাও।

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

দেবজ্যোতিকাজল বলেছেন: যে পাকি অ্যাম্পেয়ার তোমাদের সাথে অন্যায় করল ৷ সেই পাকিদের নিয়ে গলা ফাটালে

১২| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬

আবু শাকিল বলেছেন: ভাদা - ইন্টারন্যাশনাল গাদ্দারির দল।
আইচিচি যে তাসকিন ভাইয়ের অবৈধ রুলার চালাইল এইডা নিয়া কিছু কইল না।
হাওয়ার মইধ্যে ফাড় খাইতে মুঞ্চায়

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: বিসিসি কি করছে?

১৩| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: দেবুরে দেবু, ইচ্ছা করতাছে তোরে উষ্টা মাইরা তোর ভারত মাতার কাছে পাঠাইয়া দেই! তোরে তো গালি দিতেও সরম লাগে, ব্যাক্কল তোর আসলেই লজ্জা নাই। যুক্তি তর্ক যা দেওয়ার সেইটা জাদিদ ভাই আগেই দিয়া গেছে, তাই ঐদিকে আর গেলাম না।

একটা কথা কই শোন, ব্লগে পোস্ট করবি সম্পূর্ন যুক্তি তর্ক দিয়ে। আবাল মার্কা পোস্ট করলে তোরে এমন দৌড়ানি দিমু যে পথে বসারও টাইম পাবি না। তোরে ইন্ডিয়া চ্যাটের বাল ক্রিকেটে যে কি বাল হালাইতে পারে হেইডা সবাই জানে। আর তুই হইচো সেই চ্যাটের চামচা। তো চামচামি করবি ইন্ডিয়ায় গিয়া কর, এইখানে করলে কিন্তু তেল বিহীন পটু মারা হবে! X((

২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৬

দেবজ্যোতিকাজল বলেছেন: পুরো বাংলাদেশ দলকেই অবৈধ ঘোষণা করা হোক!

মুশাহিদ মিশু
বাংলাদেশ সময়: March 19, 2016 - 09:13 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। ছবি: প্রিয়.কম
(প্রিয়.কম) বাংলাদেশ ক্রিকেট এর আগে এমন দিনের দেখা পায়নি!
পরপর দুই দু:সংবাদে একরকম মুষড়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গণ। সেই দু:সংবাদের বার্তা-বাহক আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তি। সেখানে, অবৈধ বোলিং অ্যাকশনের একই দিনে সাময়িক ভাবে নিষিদ্ধ হয়েছেন দুই ক্রিকেটার - ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি।
আর এই নিষিদ্ধাদেশের প্রভাব যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পড়তে যাচ্ছে সেটা অনুমান করাই যাচ্ছিল। আর হলও তাই। আর সেটা দুই ক্রিকেটারের জন্য হা-হুতাশে সীমাবদ্ধ রইলো না, আইসিসির বিরুদ্ধে ক্ষোভে রূপান্তরিত হল।
সমর্থকদের বেশিরভাগেরই দাবি, তাসকিন কিংবা সানির বোলিং অ্যাকশন নয়, প্রশ্নবিদ্ধ আসলে আইসিসির পরীক্ষা পদ্ধতি! অনেকেই আবার মনে করছেন, বাংলাদেশকে দমিয়ে রাখতে ইচ্ছাকৃতভাবেই এমনটা করা হয়েছে।
শুধু সমর্থকরাই নন, দেশের স্বনামধন্য বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিকও কথা বলেছেন আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে।
বাংলাদেশের আধুনিক ক্রীড়া সাংবাদিকতার লড়াইয়ে যাদের সবচেয়ে বেশি অবদান তাদেরই একজন ফরহাদ টিটো ফেসবুকে, ‘ক্রিকেট দুনিয়াটা আশ্বিনদের (রবিচন্দন আশ্বিন)... সানি তাসকিনদের না!’

ছবি: ফেসবুক
দৈনিক ইত্তেফাকের শীর্ষ ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় তার ব্যক্তিগত প্রোফাইলে লিখেছেন, 'আসলে সরি টু সে, সাকলায়েন- মুরালির পর কোয়ালিটি অফ স্পিনার দুনিয়ায় আসছে না। অথচ তাদের উইকেট চাই, রান আটকানো চাই। এই নেশায় অযোগ্য হাতে সাকলায়েনকে কপি করতে গিয়ে, দুসরা মারতে গিয়ে ডুবছে সবাই। আর আইসিসি দু' চোখ মেলে সেটা দেখছে এবং প্রত্যেকে সাহস পেয়ে, ফুল স্লিভ পরে আরও বাকা করছে হাত। একটা ব্যাপার দেখেন, অফস্পিনাররা যে ফুল স্লিভ পরে বল করে, এই ব্যাপারটাই তো হাস্যকর।'

ছবি: ফেসবুক
সবাই প্রশ্ন তুলছেন আইসিসি’র স্বচ্ছতা নিয়ে। সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষক মাহবুবুল হক ওসমানি আইসিসিকে বলছেন - ইন্ডিয়ান কন্সপিরেসি কাউন্সিল!

ছবি: ফেসবুক
আইসিসি'র সীমাবদ্ধতার কথাও উঠে আসছে। কেউ কেউ তো এমনও বলছেন যে, শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলুড়ে দেশের স্বার্থের জন্য কাজ করে আইসিসি।

ছবি: ফেসবুক
ক্রিকেটের সর্বোচ্চ এই নীতি নির্ধারক সংস্থাটিকেই অবৈধ বলে দাবি করছেন কেউ কেউ। তাদের ধারণা ওই ম্যাচে মুস্তাফিজ খেললে সানি-তাসকিনের পাশাপাশি হয়তো মুস্তাফিজকেও নিষিদ্ধ করা হতো।

ছবি: ফেসবুক
এছাড়া আইসিসি’কে ভারতের হয়ে পক্ষপাতিত্ত্ব করারও অভিযোগ তোলেন ক্রিকেটপ্রেমীরা। সব বয়সের ভক্তরা ধিক্কার জানাচ্ছেন আইসিসি’র এই সিদ্ধান্তকে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের নিয়ে গঠিত সংগঠন ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সভাপতি জুনায়েদ পাইকার ফেসবুকে লিখেছেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সঠিক অ্যাকশনের বোলিং পেতে বোলিং মেশিন ব্যবহার করা যেতে পারে।’

ছবি: ফেসবুক
ভক্তরা আরও বলছেন, বাংলাদেশের সাফল্যে এতটা ভীত হলে খেলার দরকার কি? কেউ কেউ লিখেছেন, ‘দরকার হলে পুরো দলকেই অবৈধ বলে ঘোষণা করে দেয়া হোক।’ আবার একজন তো প্রশ্ন ছুড়লেন, ‘বাংলাদেশকেও নিষিদ্ধ করার দাবী তুলবেন নাকি দাদারা?’

ছবি: ফেসবুক
এছাড়া ফেসবুকের প্রোফাইল ছবিতে তাসকিন ও সানির ছবি আপলোড দিয়েও তাদের সমর্থন জানাচ্ছেন কেউ কেউ। ক্রিকেট বাদ দিয়ে ডাংগুলি খেলার কথাও বলছেন তারা।

ছবি: ফেসবুক
তাদের মতে, বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যে ভীত হয়েই আইসিসিকে দিয়ে এমন নিন্দনীয় কাজ করাচ্ছে ভারত। তাদের দাবি ভারত নিজেদের স্বার্থে, টুর্নামেন্টে সাফল্য পেতেই আইসিসিকে দিয়ে এমন জঘন্য কাজ করিয়েছে। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন আইসিসি’র প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এর জন্য তারা মুস্তাফিজ-মাশরাফি এমনকি সাকিবকেও নিষিদ্ধ করতে পারবে।
মাশরাফি বিন মুর্তজার ভাই মোরসালিন বিন মুর্তজা ফেসবুকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘আমি আইসিসির একজন কর্মকর্তা বলছি। আমাদের পববর্তী টার্গেট মুস্তাফিজ, সাথে মাশরাফি। সাকিবের কথা বলতে পারছি। মন চাইলে তাকেও ধরে দিতে পারি। বিসিবি, পারলে কিছু করো।’

ছবি: ফেসবুক
দৈনিক প্রথম আলোর ক্রীড়া সাংবাদিক রাজিব হাসান রীতিমত বিশ্বকাপ ক্রিকেট আর না দেখারই ঘোষণা দিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘পারবেন ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচটি না দেখতে? পারবেন এই বিশ্বকাপে শুধুমাত্র বাংলাদেশের ম্যাচগুলো বাদ দিয়ে বাকি সব ম্যাচ বয়কট করতে? আমার পেশাগত কাজে অনেক সমস্যা হবে। তবু বাংলাদেশের ম্যাচগুলো বাদে আর কোনো ম্যাচ আমি দেখব না। কিন্তু আপনি?’

ছবি: ফেসবুক
জানিয়ে রাখা ভাল, আইসিসির নির্দেশ অনুযায়ী ১২ মার্চ, শনিবার চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্যাল ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আরাফাত সানি। আর একই ল্যাবে ১৫ মার্চ, মঙ্গলবার পরীক্ষা দেন

১৪| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬

নিমচাঁদ বলেছেন: দাদা , আমাদের ক্রিকেট নিয়ে তুমি মাথা কম ঘামাও বরং তোমাদের পশ্চিম বংগের কোন প্লেয়ার তো ইন্ডিয়ান টীমে ঢুকতেই পারেনা , তোমাদের ক্রিকেটের কি ভবিষ্যত বলো ? তার চেয়ে বরং তোমাদের ষ্টেটে আন্দোলন গড়ে তোল, আমাদের সাথে যুক্ত হবার জন্য । তোমাদের আন্দোলন সফল হলে , আমরা তোমাদের নিয়ে চিন্তা করে দেখবো বৈকি

আরেকটা কথা দাদাবাবু , ইডেনে পাকিস্তানকে যেভাবে সমর্থন দিয়ে গেলে , এতে পাকিস্তান খুশী হয়ে আবার দেখো কিছু বোমা না উপহার দিয়ে যায় , হরি বলো দাদা , হরি

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৩

দেবজ্যোতিকাজল বলেছেন: সৌরভ

১৫| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮

নেক্সাস বলেছেন: আই সি সি ইন্ডিয়ান চোতমারানি কাউন্সিল কি আইন কে শ্রদ্ধা করে। যদি তাই হয় তোমাদের চাকার গুলা বোলিং করে কিভাবে?

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: মুখখিস্তি কি তোমার সংস্কৃতি? তুমি একজন কবি মানে বুদ্ধিজীবি ৷ এটা আশা করিনি

১৬| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দাদা, এই লেখাটা পড়ুন, যদি ঘিলুতে কিছু থাকে, লজ্জা পাবেন।
তাসকিন ও সানির বোলিং এ্যাকশন নিয়ে আইসিসির বিরুদ্ধে যুদ্ধ এবং কিছু প্রাসঙ্গিক আলোচনা

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

দেবজ্যোতিকাজল বলেছেন: লজ্জার বিষয় না ৷ বিসিসি কি করছে?

১৭| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫

মার্ক টু বলেছেন: ভারত, ভারতই ৷

সঠিক। ওইখানের ৬০ ভাগ লোক খোলা জায়গায় প্রাকৃতিক কাম সারে। এই রেকর্ড একমাত্র ভারতের পক্ষেই অটুট রাখা সম্ভব।


খেলার কিছু নিয়ম আছে যা মেনে চলতে হয় ৷

হ্যা, সেটা আর মানা হইতেছে না যখন থাইকা আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হইয়া গেল। এইটা তো ভদ্রলোকের খেলা আছিল, মাঝে ইন্ডিয়া ঢুইকা নিয়ম নিয়া অনিয়ম শুরু হইল। বাংলা ইংরেজী যেকোনো একটা পড়তে পারলেই বুঝবার কথা।

সেটা প্রযোগ করলেই যদি শয়তানি হয় তবে আইসিসি-এর বিরুদ্ধে কেস কর ৷ ফালতু প্যাচাল করলে বিডি দলের ভাবমুর্তি নষ্ট হবে ৷

শয়তানের বিরুদ্ধে কেস করার মত আদালত কোথায় প্রতিষ্ঠিত হইছে এইটাও বইলা দাও।

ভবিষ্যতে হয়তো পুরা টীমটাকেই ব্যাণ্ডকরে দিবে

এইতো থলের বিড়াল বাইর হইয়া গেল। মনের কথা মুখে বলার জন্য তোমারে অসংখ্য ধইন্যা পাতা। ধইন্যা পাতা খাও তো, নাকি দুর্বা ঘাস ছাড়া তোমাগো মত গরু আর ছাগলের সংকর প্রজাতির চলেই না? তুমি নিজেরে কোনটা মনে কর? বলদ, পাঠা নাকি খাসি?

১৮| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: তুমি তো এই পোস্টে মনে হয় না আর কোনো কমেন্টের উত্তর দিবে। আর এসব ইচ্ছে করেই তুমি এইসব চুল্কানি টাইপ কথা লেখ আর বইসা বইসা মজা নাও ।

সুস্থ হইলে তুমি এইসব কথা লিখতা না। তুমি অসুস্থ আর কেন অসুস্থ সেইটার উত্তর আমার আগে যারা কমেন্ট করছেন তারা তোমাকে বলে গেছেন।

২১ শে মার্চ, ২০১৬ রাত ৮:০০

দেবজ্যোতিকাজল বলেছেন: আমার তথ্যগুলো কি মিথ্যা?

১৯| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

অগ্নি সারথি বলেছেন: হালা তোর জনম দাসী দিদি কই? খিয়াল আছে খোশ গল্প করতি- ব্লগে নাকি তোর আর জনমদাসীর মত গুনী ব্লগারদের মূল্যায়ন হয় না। হয় নাকি আবালদের। কেন্ মূল্যায়ন হয় না বুঝছ হালা। ব্লগারেরা আর কিছু না চিনলেও ভারতীয় আর পাকি দালাল গুলারে খুব ভাল করেই চিনে। তোর পোস্টে আর আইসিসির ল্যাবে মুইত্যা গেলাম।

২০| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিমচাঁদ বলেছেন: দাদা , আমাদের ক্রিকেট নিয়ে তুমি মাথা কম ঘামাও বরং তোমাদের পশ্চিম বংগের কোন প্লেয়ার তো ইন্ডিয়ান টীমে ঢুকতেই পারেনা , তোমাদের ক্রিকেটের কি ভবিষ্যত বলো ? তার চেয়ে বরং তোমাদের ষ্টেটে আন্দোলন গড়ে তোল, আমাদের সাথে যুক্ত হবার জন্য । তোমাদের আন্দোলন সফল হলে , আমরা তোমাদের নিয়ে চিন্তা করে দেখবো বৈকি
++++++++++++

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪০

দেবজ্যোতিকাজল বলেছেন: দুইদিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন

২১| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

নেক্সাস বলেছেন: বুদ্ধিজীবি বলেই তো দেশ আমার কাছে বড়। দেশের শত্রুদের চিনে নিতে কষ্ট হয়না। কবি কি দাদা বাবুদের পেটেন্ট করা নাকি?
কবি হলে কি ভাঁড়তের অন্যায়ের প্রতিবাদ করা যায়না। খিস্তি তো তোমাদের প্রাপ্য।

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: তা হলে ভদ্র অভদ্র কথাটা থাকত না ৷ কেউ অন্যায় করলে তারজন্য আদালত আছে

২২| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

হাসান মাহবুব বলেছেন: কারণ আইসিসি ইন্ডিয়ার পশ্চাদ্দেশে জিহবা প্রয়োগ করে অর্গাজম দেয়।

২৩| ২১ শে মার্চ, ২০১৬ রাত ৮:০০

আবু শাকিল বলেছেন: আমার উত্তর হামা ভাই দিছে -

২৪| ২১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

আইএমওয়াচিং বলেছেন: এই ছাগলের বাচ্চা দেজোকা, আইসিসি আর ভারত মিল্লা অন্যায় করব, ওইটাতে দোষ দেখস না আর বকলেই তোর বীচি টগবগ কইরা ফুটতে থাকে ?

২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩০

দেবজ্যোতিকাজল বলেছেন: না বকে, আদালতে যাও ৷ সেটি বুদ্ধিমানের কাজ ৷ আর এভাবে বকাবকি করলে নিজের হাত নখ বেড়িয়ে আসবে

২৫| ২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পুটকি মারা খাইবা নি দাদা, মন্তব্যের উত্তর করো না ক্যা? X((

তোর ইন্ডিয়া টিম আর তার লগে আই সি সি রে চ্যাং দোলা কইরা তোর পুটকি দিয়া ঢুকাইয়া গলা দিয়া বাহির করা হইবে, হালার চমচার বাচ্চা চামচা!

২৬| ২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪১

তার আর পর নেই… বলেছেন: কোথায় তোমার লেখা! কোথায় তোমার শিরোনাম!
তোমার বুদ্ধি কি আর হবে না?

২৭| ২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৭

আইএমওয়াচিং বলেছেন: তোর পরিচয় হইল ইন্ডিয়ার নাম্বার ওয়ান বীর্যখোর ।

২৮| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৯

বিজন রয় বলেছেন: আই সি সি-কে কেনো বকাবোকি???

কারণ অাই ছিঃ ছিঃ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমাদের বিরুদ্ধে অন্যায় করছে।

আপনি কবিতা ভাল লেখেন কিন্তু এই পোস্ট আপনি চুলকানি হিসেবে দিয়েছেন, আপনি নিজের সন্মান নিজেই নষ্ট করলেন।

বাংলাদেশে আসুন দেখিয়ে দেবো আমরা ভালবাসতে পারি কি না।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: আবেগ দিয়ে সত্য প্রমান করা যায়না

২৯| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

এইসব আজাইরা পোষ্ট না দিয়ে হাতে নখ রাখো। চুলকায়ে মজা পাবা। আইন শিখায়ো না। বিড়াল বাইরায় যাবে।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: Click This Link

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৪

দেবজ্যোতিকাজল বলেছেন: Click This Link

৩০| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: বাংলাদেশের পুরা দলকে অবৈধ ঘোষণা করা হোক

৩১| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৫

আইএমওয়াচিং বলেছেন: কীরে গুখোর মাদি ছাগল, তোর মতই অবৈধ আর অপ্রাসংগিক লিঙ্ক দিলি ক্যারে

২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৫

দেবজ্যোতিকাজল বলেছেন: পুরো বাংলাদেশ দলকেই অবৈধ ঘোষণা করা হোক!

মুশাহিদ মিশু
বাংলাদেশ সময়: March 19, 2016 - 09:13 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। ছবি: প্রিয়.কম
(প্রিয়.কম) বাংলাদেশ ক্রিকেট এর আগে এমন দিনের দেখা পায়নি!
পরপর দুই দু:সংবাদে একরকম মুষড়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গণ। সেই দু:সংবাদের বার্তা-বাহক আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তি। সেখানে, অবৈধ বোলিং অ্যাকশনের একই দিনে সাময়িক ভাবে নিষিদ্ধ হয়েছেন দুই ক্রিকেটার - ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি।
আর এই নিষিদ্ধাদেশের প্রভাব যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পড়তে যাচ্ছে সেটা অনুমান করাই যাচ্ছিল। আর হলও তাই। আর সেটা দুই ক্রিকেটারের জন্য হা-হুতাশে সীমাবদ্ধ রইলো না, আইসিসির বিরুদ্ধে ক্ষোভে রূপান্তরিত হল।
সমর্থকদের বেশিরভাগেরই দাবি, তাসকিন কিংবা সানির বোলিং অ্যাকশন নয়, প্রশ্নবিদ্ধ আসলে আইসিসির পরীক্ষা পদ্ধতি! অনেকেই আবার মনে করছেন, বাংলাদেশকে দমিয়ে রাখতে ইচ্ছাকৃতভাবেই এমনটা করা হয়েছে।
শুধু সমর্থকরাই নন, দেশের স্বনামধন্য বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিকও কথা বলেছেন আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে।
বাংলাদেশের আধুনিক ক্রীড়া সাংবাদিকতার লড়াইয়ে যাদের সবচেয়ে বেশি অবদান তাদেরই একজন ফরহাদ টিটো ফেসবুকে, ‘ক্রিকেট দুনিয়াটা আশ্বিনদের (রবিচন্দন আশ্বিন)... সানি তাসকিনদের না!’

ছবি: ফেসবুক
দৈনিক ইত্তেফাকের শীর্ষ ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় তার ব্যক্তিগত প্রোফাইলে লিখেছেন, 'আসলে সরি টু সে, সাকলায়েন- মুরালির পর কোয়ালিটি অফ স্পিনার দুনিয়ায় আসছে না। অথচ তাদের উইকেট চাই, রান আটকানো চাই। এই নেশায় অযোগ্য হাতে সাকলায়েনকে কপি করতে গিয়ে, দুসরা মারতে গিয়ে ডুবছে সবাই। আর আইসিসি দু' চোখ মেলে সেটা দেখছে এবং প্রত্যেকে সাহস পেয়ে, ফুল স্লিভ পরে আরও বাকা করছে হাত। একটা ব্যাপার দেখেন, অফস্পিনাররা যে ফুল স্লিভ পরে বল করে, এই ব্যাপারটাই তো হাস্যকর।'

ছবি: ফেসবুক
সবাই প্রশ্ন তুলছেন আইসিসি’র স্বচ্ছতা নিয়ে। সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষক মাহবুবুল হক ওসমানি আইসিসিকে বলছেন - ইন্ডিয়ান কন্সপিরেসি কাউন্সিল!

ছবি: ফেসবুক
আইসিসি'র সীমাবদ্ধতার কথাও উঠে আসছে। কেউ কেউ তো এমনও বলছেন যে, শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলুড়ে দেশের স্বার্থের জন্য কাজ করে আইসিসি।

ছবি: ফেসবুক
ক্রিকেটের সর্বোচ্চ এই নীতি নির্ধারক সংস্থাটিকেই অবৈধ বলে দাবি করছেন কেউ কেউ। তাদের ধারণা ওই ম্যাচে মুস্তাফিজ খেললে সানি-তাসকিনের পাশাপাশি হয়তো মুস্তাফিজকেও নিষিদ্ধ করা হতো।

ছবি: ফেসবুক
এছাড়া আইসিসি’কে ভারতের হয়ে পক্ষপাতিত্ত্ব করারও অভিযোগ তোলেন ক্রিকেটপ্রেমীরা। সব বয়সের ভক্তরা ধিক্কার জানাচ্ছেন আইসিসি’র এই সিদ্ধান্তকে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের নিয়ে গঠিত সংগঠন ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সভাপতি জুনায়েদ পাইকার ফেসবুকে লিখেছেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সঠিক অ্যাকশনের বোলিং পেতে বোলিং মেশিন ব্যবহার করা যেতে পারে।’

ছবি: ফেসবুক
ভক্তরা আরও বলছেন, বাংলাদেশের সাফল্যে এতটা ভীত হলে খেলার দরকার কি? কেউ কেউ লিখেছেন, ‘দরকার হলে পুরো দলকেই অবৈধ বলে ঘোষণা করে দেয়া হোক।’ আবার একজন তো প্রশ্ন ছুড়লেন, ‘বাংলাদেশকেও নিষিদ্ধ করার দাবী তুলবেন নাকি দাদারা?’

ছবি: ফেসবুক
এছাড়া ফেসবুকের প্রোফাইল ছবিতে তাসকিন ও সানির ছবি আপলোড দিয়েও তাদের সমর্থন জানাচ্ছেন কেউ কেউ। ক্রিকেট বাদ দিয়ে ডাংগুলি খেলার কথাও বলছেন তারা।

ছবি: ফেসবুক
তাদের মতে, বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যে ভীত হয়েই আইসিসিকে দিয়ে এমন নিন্দনীয় কাজ করাচ্ছে ভারত। তাদের দাবি ভারত নিজেদের স্বার্থে, টুর্নামেন্টে সাফল্য পেতেই আইসিসিকে দিয়ে এমন জঘন্য কাজ করিয়েছে। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন আইসিসি’র প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এর জন্য তারা মুস্তাফিজ-মাশরাফি এমনকি সাকিবকেও নিষিদ্ধ করতে পারবে।
মাশরাফি বিন মুর্তজার ভাই মোরসালিন বিন মুর্তজা ফেসবুকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘আমি আইসিসির একজন কর্মকর্তা বলছি। আমাদের পববর্তী টার্গেট মুস্তাফিজ, সাথে মাশরাফি। সাকিবের কথা বলতে পারছি। মন চাইলে তাকেও ধরে দিতে পারি। বিসিবি, পারলে কিছু করো।’

ছবি: ফেসবুক
দৈনিক প্রথম আলোর ক্রীড়া সাংবাদিক রাজিব হাসান রীতিমত বিশ্বকাপ ক্রিকেট আর না দেখারই ঘোষণা দিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘পারবেন ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচটি না দেখতে? পারবেন এই বিশ্বকাপে শুধুমাত্র বাংলাদেশের ম্যাচগুলো বাদ দিয়ে বাকি সব ম্যাচ বয়কট করতে? আমার পেশাগত কাজে অনেক সমস্যা হবে। তবু বাংলাদেশের ম্যাচগুলো বাদে আর কোনো ম্যাচ আমি দেখব না। কিন্তু আপনি?’

ছবি: ফেসবুক
জানিয়ে রাখা ভাল, আইসিসির নির্দেশ অনুযায়ী ১২ মার্চ, শনিবার চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্যাল ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আরাফাত সানি। আর একই ল্যাবে ১৫ মার্চ, মঙ্গলবার পরীক্ষা দেন

৩২| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৯

অগ্নি সারথি বলেছেন: পোস্ট সমেত এই দালালের ব্যান দাবি জানাচ্ছি। শালা ভাকী (ভারত+পাকি) ছাগলের ছয় নম্বর বাচ্চা।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৩

দেবজ্যোতিকাজল বলেছেন: পুরো বাংলাদেশ দলকেই অবৈধ ঘোষণা করা হোক!

মুশাহিদ মিশু
বাংলাদেশ সময়: March 19, 2016 - 09:13 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। ছবি: প্রিয়.কম
(প্রিয়.কম) বাংলাদেশ ক্রিকেট এর আগে এমন দিনের দেখা পায়নি!
পরপর দুই দু:সংবাদে একরকম মুষড়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গণ। সেই দু:সংবাদের বার্তা-বাহক আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তি। সেখানে, অবৈধ বোলিং অ্যাকশনের একই দিনে সাময়িক ভাবে নিষিদ্ধ হয়েছেন দুই ক্রিকেটার - ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি।
আর এই নিষিদ্ধাদেশের প্রভাব যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পড়তে যাচ্ছে সেটা অনুমান করাই যাচ্ছিল। আর হলও তাই। আর সেটা দুই ক্রিকেটারের জন্য হা-হুতাশে সীমাবদ্ধ রইলো না, আইসিসির বিরুদ্ধে ক্ষোভে রূপান্তরিত হল।
সমর্থকদের বেশিরভাগেরই দাবি, তাসকিন কিংবা সানির বোলিং অ্যাকশন নয়, প্রশ্নবিদ্ধ আসলে আইসিসির পরীক্ষা পদ্ধতি! অনেকেই আবার মনে করছেন, বাংলাদেশকে দমিয়ে রাখতে ইচ্ছাকৃতভাবেই এমনটা করা হয়েছে।
শুধু সমর্থকরাই নন, দেশের স্বনামধন্য বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিকও কথা বলেছেন আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে।
বাংলাদেশের আধুনিক ক্রীড়া সাংবাদিকতার লড়াইয়ে যাদের সবচেয়ে বেশি অবদান তাদেরই একজন ফরহাদ টিটো ফেসবুকে, ‘ক্রিকেট দুনিয়াটা আশ্বিনদের (রবিচন্দন আশ্বিন)... সানি তাসকিনদের না!’

ছবি: ফেসবুক
দৈনিক ইত্তেফাকের শীর্ষ ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় তার ব্যক্তিগত প্রোফাইলে লিখেছেন, 'আসলে সরি টু সে, সাকলায়েন- মুরালির পর কোয়ালিটি অফ স্পিনার দুনিয়ায় আসছে না। অথচ তাদের উইকেট চাই, রান আটকানো চাই। এই নেশায় অযোগ্য হাতে সাকলায়েনকে কপি করতে গিয়ে, দুসরা মারতে গিয়ে ডুবছে সবাই। আর আইসিসি দু' চোখ মেলে সেটা দেখছে এবং প্রত্যেকে সাহস পেয়ে, ফুল স্লিভ পরে আরও বাকা করছে হাত। একটা ব্যাপার দেখেন, অফস্পিনাররা যে ফুল স্লিভ পরে বল করে, এই ব্যাপারটাই তো হাস্যকর।'

ছবি: ফেসবুক
সবাই প্রশ্ন তুলছেন আইসিসি’র স্বচ্ছতা নিয়ে। সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষক মাহবুবুল হক ওসমানি আইসিসিকে বলছেন - ইন্ডিয়ান কন্সপিরেসি কাউন্সিল!

ছবি: ফেসবুক
আইসিসি'র সীমাবদ্ধতার কথাও উঠে আসছে। কেউ কেউ তো এমনও বলছেন যে, শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলুড়ে দেশের স্বার্থের জন্য কাজ করে আইসিসি।

ছবি: ফেসবুক
ক্রিকেটের সর্বোচ্চ এই নীতি নির্ধারক সংস্থাটিকেই অবৈধ বলে দাবি করছেন কেউ কেউ। তাদের ধারণা ওই ম্যাচে মুস্তাফিজ খেললে সানি-তাসকিনের পাশাপাশি হয়তো মুস্তাফিজকেও নিষিদ্ধ করা হতো।

ছবি: ফেসবুক
এছাড়া আইসিসি’কে ভারতের হয়ে পক্ষপাতিত্ত্ব করারও অভিযোগ তোলেন ক্রিকেটপ্রেমীরা। সব বয়সের ভক্তরা ধিক্কার জানাচ্ছেন আইসিসি’র এই সিদ্ধান্তকে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের নিয়ে গঠিত সংগঠন ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সভাপতি জুনায়েদ পাইকার ফেসবুকে লিখেছেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সঠিক অ্যাকশনের বোলিং পেতে বোলিং মেশিন ব্যবহার করা যেতে পারে।’

ছবি: ফেসবুক
ভক্তরা আরও বলছেন, বাংলাদেশের সাফল্যে এতটা ভীত হলে খেলার দরকার কি? কেউ কেউ লিখেছেন, ‘দরকার হলে পুরো দলকেই অবৈধ বলে ঘোষণা করে দেয়া হোক।’ আবার একজন তো প্রশ্ন ছুড়লেন, ‘বাংলাদেশকেও নিষিদ্ধ করার দাবী তুলবেন নাকি দাদারা?’

ছবি: ফেসবুক
এছাড়া ফেসবুকের প্রোফাইল ছবিতে তাসকিন ও সানির ছবি আপলোড দিয়েও তাদের সমর্থন জানাচ্ছেন কেউ কেউ। ক্রিকেট বাদ দিয়ে ডাংগুলি খেলার কথাও বলছেন তারা।

ছবি: ফেসবুক
তাদের মতে, বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যে ভীত হয়েই আইসিসিকে দিয়ে এমন নিন্দনীয় কাজ করাচ্ছে ভারত। তাদের দাবি ভারত নিজেদের স্বার্থে, টুর্নামেন্টে সাফল্য পেতেই আইসিসিকে দিয়ে এমন জঘন্য কাজ করিয়েছে। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন আইসিসি’র প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এর জন্য তারা মুস্তাফিজ-মাশরাফি এমনকি সাকিবকেও নিষিদ্ধ করতে পারবে।
মাশরাফি বিন মুর্তজার ভাই মোরসালিন বিন মুর্তজা ফেসবুকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘আমি আইসিসির একজন কর্মকর্তা বলছি। আমাদের পববর্তী টার্গেট মুস্তাফিজ, সাথে মাশরাফি। সাকিবের কথা বলতে পারছি। মন চাইলে তাকেও ধরে দিতে পারি। বিসিবি, পারলে কিছু করো।’

ছবি: ফেসবুক
দৈনিক প্রথম আলোর ক্রীড়া সাংবাদিক রাজিব হাসান রীতিমত বিশ্বকাপ ক্রিকেট আর না দেখারই ঘোষণা দিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘পারবেন ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচটি না দেখতে? পারবেন এই বিশ্বকাপে শুধুমাত্র বাংলাদেশের ম্যাচগুলো বাদ দিয়ে বাকি সব ম্যাচ বয়কট করতে? আমার পেশাগত কাজে অনেক সমস্যা হবে। তবু বাংলাদেশের ম্যাচগুলো বাদে আর কোনো ম্যাচ আমি দেখব না। কিন্তু আপনি?’

ছবি: ফেসবুক
জানিয়ে রাখা ভাল, আইসিসির নির্দেশ অনুযায়ী ১২ মার্চ, শনিবার চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্যাল ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আরাফাত সানি। আর একই ল্যাবে ১৫ মার্চ, মঙ্গলবার পরীক্ষা দেন

৩৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:০২

দেবজ্যোতিকাজল বলেছেন: পুরো বাংলাদেশ দলকেই অবৈধ ঘোষণা করা হোক!

মুশাহিদ মিশু
বাংলাদেশ সময়: March 19, 2016 - 09:13 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। ছবি: প্রিয়.কম
(প্রিয়.কম) বাংলাদেশ ক্রিকেট এর আগে এমন দিনের দেখা পায়নি!
পরপর দুই দু:সংবাদে একরকম মুষড়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গণ। সেই দু:সংবাদের বার্তা-বাহক আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তি। সেখানে, অবৈধ বোলিং অ্যাকশনের একই দিনে সাময়িক ভাবে নিষিদ্ধ হয়েছেন দুই ক্রিকেটার - ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি।
আর এই নিষিদ্ধাদেশের প্রভাব যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পড়তে যাচ্ছে সেটা অনুমান করাই যাচ্ছিল। আর হলও তাই। আর সেটা দুই ক্রিকেটারের জন্য হা-হুতাশে সীমাবদ্ধ রইলো না, আইসিসির বিরুদ্ধে ক্ষোভে রূপান্তরিত হল।
সমর্থকদের বেশিরভাগেরই দাবি, তাসকিন কিংবা সানির বোলিং অ্যাকশন নয়, প্রশ্নবিদ্ধ আসলে আইসিসির পরীক্ষা পদ্ধতি! অনেকেই আবার মনে করছেন, বাংলাদেশকে দমিয়ে রাখতে ইচ্ছাকৃতভাবেই এমনটা করা হয়েছে।
শুধু সমর্থকরাই নন, দেশের স্বনামধন্য বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিকও কথা বলেছেন আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে।
বাংলাদেশের আধুনিক ক্রীড়া সাংবাদিকতার লড়াইয়ে যাদের সবচেয়ে বেশি অবদান তাদেরই একজন ফরহাদ টিটো ফেসবুকে, ‘ক্রিকেট দুনিয়াটা আশ্বিনদের (রবিচন্দন আশ্বিন)... সানি তাসকিনদের না!’

ছবি: ফেসবুক
দৈনিক ইত্তেফাকের শীর্ষ ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় তার ব্যক্তিগত প্রোফাইলে লিখেছেন, 'আসলে সরি টু সে, সাকলায়েন- মুরালির পর কোয়ালিটি অফ স্পিনার দুনিয়ায় আসছে না। অথচ তাদের উইকেট চাই, রান আটকানো চাই। এই নেশায় অযোগ্য হাতে সাকলায়েনকে কপি করতে গিয়ে, দুসরা মারতে গিয়ে ডুবছে সবাই। আর আইসিসি দু' চোখ মেলে সেটা দেখছে এবং প্রত্যেকে সাহস পেয়ে, ফুল স্লিভ পরে আরও বাকা করছে হাত। একটা ব্যাপার দেখেন, অফস্পিনাররা যে ফুল স্লিভ পরে বল করে, এই ব্যাপারটাই তো হাস্যকর।'

ছবি: ফেসবুক
সবাই প্রশ্ন তুলছেন আইসিসি’র স্বচ্ছতা নিয়ে। সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষক মাহবুবুল হক ওসমানি আইসিসিকে বলছেন - ইন্ডিয়ান কন্সপিরেসি কাউন্সিল!

ছবি: ফেসবুক
আইসিসি'র সীমাবদ্ধতার কথাও উঠে আসছে। কেউ কেউ তো এমনও বলছেন যে, শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলুড়ে দেশের স্বার্থের জন্য কাজ করে আইসিসি।

ছবি: ফেসবুক
ক্রিকেটের সর্বোচ্চ এই নীতি নির্ধারক সংস্থাটিকেই অবৈধ বলে দাবি করছেন কেউ কেউ। তাদের ধারণা ওই ম্যাচে মুস্তাফিজ খেললে সানি-তাসকিনের পাশাপাশি হয়তো মুস্তাফিজকেও নিষিদ্ধ করা হতো।

ছবি: ফেসবুক
এছাড়া আইসিসি’কে ভারতের হয়ে পক্ষপাতিত্ত্ব করারও অভিযোগ তোলেন ক্রিকেটপ্রেমীরা। সব বয়সের ভক্তরা ধিক্কার জানাচ্ছেন আইসিসি’র এই সিদ্ধান্তকে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের নিয়ে গঠিত সংগঠন ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সভাপতি জুনায়েদ পাইকার ফেসবুকে লিখেছেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সঠিক অ্যাকশনের বোলিং পেতে বোলিং মেশিন ব্যবহার করা যেতে পারে।’

ছবি: ফেসবুক
ভক্তরা আরও বলছেন, বাংলাদেশের সাফল্যে এতটা ভীত হলে খেলার দরকার কি? কেউ কেউ লিখেছেন, ‘দরকার হলে পুরো দলকেই অবৈধ বলে ঘোষণা করে দেয়া হোক।’ আবার একজন তো প্রশ্ন ছুড়লেন, ‘বাংলাদেশকেও নিষিদ্ধ করার দাবী তুলবেন নাকি দাদারা?’

ছবি: ফেসবুক
এছাড়া ফেসবুকের প্রোফাইল ছবিতে তাসকিন ও সানির ছবি আপলোড দিয়েও তাদের সমর্থন জানাচ্ছেন কেউ কেউ। ক্রিকেট বাদ দিয়ে ডাংগুলি খেলার কথাও বলছেন তারা।

ছবি: ফেসবুক
তাদের মতে, বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যে ভীত হয়েই আইসিসিকে দিয়ে এমন নিন্দনীয় কাজ করাচ্ছে ভারত। তাদের দাবি ভারত নিজেদের স্বার্থে, টুর্নামেন্টে সাফল্য পেতেই আইসিসিকে দিয়ে এমন জঘন্য কাজ করিয়েছে। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন আইসিসি’র প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এর জন্য তারা মুস্তাফিজ-মাশরাফি এমনকি সাকিবকেও নিষিদ্ধ করতে পারবে।
মাশরাফি বিন মুর্তজার ভাই মোরসালিন বিন মুর্তজা ফেসবুকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘আমি আইসিসির একজন কর্মকর্তা বলছি। আমাদের পববর্তী টার্গেট মুস্তাফিজ, সাথে মাশরাফি। সাকিবের কথা বলতে পারছি। মন চাইলে তাকেও ধরে দিতে পারি। বিসিবি, পারলে কিছু করো।’

ছবি: ফেসবুক
দৈনিক প্রথম আলোর ক্রীড়া সাংবাদিক রাজিব হাসান রীতিমত বিশ্বকাপ ক্রিকেট আর না দেখারই ঘোষণা দিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘পারবেন ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচটি না দেখতে? পারবেন এই বিশ্বকাপে শুধুমাত্র বাংলাদেশের ম্যাচগুলো বাদ দিয়ে বাকি সব ম্যাচ বয়কট করতে? আমার পেশাগত কাজে অনেক সমস্যা হবে। তবু বাংলাদেশের ম্যাচগুলো বাদে আর কোনো ম্যাচ আমি দেখব না। কিন্তু আপনি?’

ছবি: ফেসবুক
জানিয়ে রাখা ভাল, আইসিসির নির্দেশ অনুযায়ী ১২ মার্চ, শনিবার চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্যাল ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আরাফাত সানি। আর একই ল্যাবে ১৫ মার্চ, মঙ্গলবার পরীক্ষা দেন

৩৪| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৮

শরনার্থী বলেছেন: চু-দির পোলা তোর ভারত মাতা কি তোরে চুলকাইতে দেয়না। তাসকিনের বোলিং একশন চু-দাইতে আইছ নটির পোলারা তোমাগো কোহলির ব্যাট নিয়ে যে প্রশ্ন উঠল সেইটা তোমাগো শোগা চাটা আইসিসি দেখছে? আইসিসি না থাকলে তোমাগোরে কির্কিট চুদান লাগত না। স্টেডিয়ামে বইসা তোমাগো ধোনী আর কোহলি সোগা চুলকাইত আর রিভাইটাল খাইত।
ঐ চুতমারানী তোর জনম দাসী আম্মা কই? ঐ হারামজাদিরেও এইহানে ডাইক্কা লইয়া আয় খানিক নাচাই।

৩৫| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫

আইএমওয়াচিং বলেছেন: আরে শুয়োর, তোর নিউজ পোর্টাল তো ভয় পায়া লিঙ্ক গায়েব কইরে দেসে সেই কবেই । তুই কিসের কপি পেস্ট চুদাইতেছস ।

Page not found
The requested page "/2016/Mar/19/203912-&" could not be found.

৩৬| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩০

কল্লোল পথিক বলেছেন:





দাদা তোমরা ইন্ডিয়ান থেকে গেলে,বাঙ্গালী হতে পারলে না।
তোমাদের লজ্জা করে না তোমরা নিজেদের কি ভাবে আমাদের সামনে বাঙ্গালী দাবি কর!
কাঁচা ঘায়ে নুনের ছিটা দাও দাদা!মজা লও না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.