নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ শুধু তনু হয়নি

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:১৭


মাঝে মাঝেই সমাজটাকে নাড়িয়ে দিয়ে যায় । বিপর্যয়ের সংকটে দাঁড় করিয়ে দেয় । এই সমাজে নারী আর পুরুষ বসবাস করে । সবাই চাই সামাজিক স্বাধীনতা ও নিরপর্তা । সামাজিক স্বাধীনতা আমাদের মনশীল মনের উপর দাঁড়িয়ে থাকে । আর নিরপত্তা দেশের আইন শৃঙ্খলার উপর নির্ভর করে । সম্পূর্ণটাই সরকারি ব্যপার ।
আমাদের মতদেশে অর্থনৈতিক অসৎ হাতেগুনা কিছু থাকলেও সেক্সচুয়াল সৎ ভুড়িভুড়ি আছে । তবুও বলব অর্থনৈতিক অসৎ ব্যক্তিদের নিয়ে মাথা ঘামায়না । কিন্তু কেনো ? কেন আমরা এইসব অসৎ ব্যক্তিদের দিকে আঙুল তুলি না । কেন আমরা ভাবি না সেক্সচুয়াল অসতের চেয়ে অর্থনৈতিক অসৎব্যক্তি দেশের ও সমাজের চরম শত্রু । কেন ভাবি না । চিন্তা করুণ তো । কারণটা কি ? নাকি এরমধ্যে পুরুষ তন্ত্রের কোন গন্ধ আছে । ধর্মও কিন্তু সেক্সচুয়াল ব্যপার স্যাপার যতটা সরপ অর্থনৈতিক অসৎ ব্যক্তিদের নিয়ে অতটা সরপ না ।
আমি বলব কোন নারী যদি ধর্ষিত হয় তবে এলজ্জা পুরুষের , নারীর নয় । ধর্ষণ সমাজের এমন একটি বিষয় , যার ব্যাখ্যা এককথায় দেওয়া যায় না ।
যেসব নারী নাইট ক্লাবে যায় তারা কিন্তু ধর্ষিত হয় না । যারা যাত্রা ,থিয়েটার ও সিনেমা করে তারা কিন্তু ধর্ষিত হয় না । ধর্ষিত হয় সাধারণ মেয়েরা । সহজ সরল মেয়েরা ।
এই মূহুর্তে কিছুদিন আগের একটা ঘটনা মনে পড়ছে ৷ পাবনা সাঁথিয়া উপজেলা ৷ এডওয়ার্ড কলেজের দ্বিতীয় বর্ষের হিন্দু ছাত্রী ৷ সন্ধ্যা সাতটায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ কোন প্রতিবাদ নেই ৷ যারা ধরা পড়েছে তারা আদও শাস্তি পাবেকি না সন্দেহ আছে ৷ তনুর ধর্ষণটা তো আরও অদ্ভুদ ৷ সে সুরোক্ষিত এড়িয়াতে ধর্ষিত হয়েছে ৷ তবে বিবেকটা শেষে ফিরলেও বাংলাদেশের মানুষের ফিরল বা প্রতিবাদি হল ৷ সোসাল মিডিয়াতেও একটা ঝড় উঠেছে ৷ যেটি সাঁথিয়ার ঘটনায় দেখিনি ৷ তনু বেলায় চেতনাটা বাংলাদেশের মানুষদের ফিরল ৷

তবে মজার ঘটনা হল ফেসবুকে অনেকেই দায়ি করছে পোষাক ও নারীস্বাধীনতাকে ৷ এখানে ধর্ষককে বাঁচানোর চেষ্টা চলছে ৷ মনে হচ্ছে তারা বোধহয় ধর্ষকের বন্ধু ৷ একটা কথা ভুলে গেলে চলবে না ৷ একজন নারী ধর্ষীত হলে তা পুরুষের লজ্জা নারীর লজ্জা না ৷ সঠিক বিচার করলে নারীকে ঘরবন্দি না ৷ পুরুষকে ঘরবন্দি করতে হবে ৷ ধর্ষণটা নারীরা করে না করে পুরুষরা ৷ অতএব পুরুষদের ঘরবন্দি করতে হবে ৷

একশো পার্সেন্ট আইন-শৃঙ্খলার নিরাপত্তা দিতে হবে ৷ ধর্ষকের শাস্তির নিশ্চয়তা 100% নিশ্চিত করতে হবে ৷আর নিজেদের মানবিক বোধ পরিবর্তন করতে হবে ৷ তা না হলে এর থেকে আমাদের মুক্তি নেই ৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:২৫

প্রামানিক বলেছেন: একশো পার্সেন্ট আইন-শৃঙ্খলার নিরাপত্তা দিতে হবে ৷ ধর্ষকের শাস্তির নিশ্চয়তা 100% নিশ্চিত করতে হবে ৷আর নিজেদের মানবিক বোধ পরিবর্তন করতে হবে ৷ তা না হলে এর থেকে আমাদের মুক্তি নেই ৷

আপনার এই কথার সাথে সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.