নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

শপথের দুইভাগ

২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:০২




বিপর্ণ সূর্য , নষ্ট হলুদ , নির্জন ফুটপাত ।
মাঝে মাঝে বিশ্বস্ত মৃত্যু মেঘ হয়ে যায় ।

যা ছিল , তাই আছে শহর , গ্রাম
উচ্ছল ক্লান্ত নির্জন স্বপ্ন , ডিমলাইট জ্যোস্না
আমাদের টুকিটাকি চাওয়া-পাওয়া ।




তবুও তো আগে উপসর্গ ছিল
দক্ষিণ নদীর জানলায়
ঘুমটা দেওয়া চাঁদ ছিল
ছাপাশাড়ির গন্ধ , ঠাম্মার লম্বা কুমারী হাসি
গোপন পৃথিবীর টানে জেগে উঠতো ;

কত সঙ্গম শস্যপ্রয়াসী বটুয়ায় ভরে
মুঠো মুঠো চাঁদিয়াল হাসির গোলা ভরত

শৈশব , যৌবন বোঝত না যারা
কতটা থাকলে দুধে-ভাতে হাসা যায়
নিরাপদ ভালবাসায় সন্তান জন্মান যায়
তারও প্রতিশ্রুতির স্থাপত্যে বিশ্বাস গাঁথত



অতীত বিষ্টিতে যে নদী
চিকন চুম্বনে শরীর ফোটাত
তারও আজ হাহাকারের হাততালি
পৌঁছে দেয় আদিম পিগম্যালিয়ানের কাছে ।

এখন চারদিকে শুনশান
ঠোঁট ঘষে উড়ে যায় পাখি
অপ্রকাশিত শাসক জ্ঞানশূন্য বাতাস
মুখস্থ উনন্নয়নের দীর্ঘ ছায়াকাব্য
প্রতীকি ধর্মনিরপেক্ষতা ঈশ্বর আল্লা
শপথের শরীর ভাগ করে……
:
বড় জোড় যা হল
যার আসার কথা ছিল না
সে আগমণের পথে রইল……

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:০৬

পবন সরকার বলেছেন: কবিতা ভালো লাগল।

২| ২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৮

লক্ষ্মীছেলে বলেছেন: বড় জোড় যা হল
যার আসার কথা ছিল না
সে আগমণের পথে রইল…

কবিতার সব টুকুই ভালো লেগেছে, ভালো থাকুন কবি সব সময়...

৩| ২৮ শে মে, ২০১৬ দুপুর ১:৫২

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। এগিয়ে যান কবি , শুভাশিস রইল।

৪| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৩:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

৫| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৯

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।

৬| ২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০০

সুমন কর বলেছেন: ১ আর ৩ বেশি ভালো লাগল। +।

৭| ২৯ শে মে, ২০১৬ রাত ১২:৩১

কল্লোল পথিক বলেছেন:





বেশ হয়েছে।

৮| ২৯ শে মে, ২০১৬ রাত ১:২৫

রাবেয়া রাহীম বলেছেন: কবিতায় গভীর আবেগীয় ভাব অএক ভাল লাগলো ++++্

৯| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:৫৮

কালনী নদী বলেছেন: অসাধারণ কাব্যমালা দাদা, সংগ্রহে রাখলাম।

২৯ শে মে, ২০১৬ রাত ১০:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: Thanxxx

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.