নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি

৩০ শে মে, ২০১৬ রাত ২:১১





বৃষ্টি পড়ে বৃষ্টি ঝরে
বৃষ্টি পড়ে বৃষ্টি জলে
বৃষ্টি পড়ে জলে স্থলে
বৃষ্টি পড়ে কাশ ফুলে
বৃষ্টি পড়ে পাড়ায়পাড়ায়
বৃষ্টি পড়ে পাতায়পাতায়
বৃষ্টি পড়ে বৃষ্টি নাচে
বৃষ্টি পড়ে মেঘের নীচে
বৃষ্টি পড়ে বৃষ্টি হাসে
বৃষ্টি পড়ে ঘাসে ঘাসে
বৃষ্টি পড়ে শিল্পী আঁকা
বৃষ্টি পড়ে মেঘবালিকা
বৃষ্টি পড়ে বৃষ্টি দোলে
বৃষ্টি সুরে মালা গলে
বৃষ্টি পড়ে কিশোরবেলা
বৃষ্টি পড়ে মাঠে খেলা
বৃষ্টি পড়ে বৃষ্টি ছুঁয়ে
বৃষ্টি পড়ে আকাশ নূয়ে
বৃষ্টি পড়ে রাতে-দিনে
বৃষ্টি পড়ে মনের কোনে

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৬ রাত ২:১৭

রুদ্র জাহেদ বলেছেন: এ যে বৃষ্টির বন্যা!চমৎকার

২| ৩০ শে মে, ২০১৬ রাত ২:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ
বৃষ্টিকে নীচের শূভেচ্ছা
গুলি দেয়া হল :

বৃষ্টি নিয়ে মহা সৃষ্টি
বৃষ্টি পাঠে হনু মিষ্টি
বৃষ্টির পরে দিয়ে দৃষ্টি
বৃষ্টির পর দিনু বৃষ্টি
বৃষ্টি হোক ভাল কৃষ্টি
বৃস্টি মুছুক অনাসৃষ্টি
বৃষ্টি দিক মহা তুষ্টি
বৃষ্টি ধুয়ে নিক অনিষ্টি
বৃষ্টি হতে যেন তিষ্টি
বৃষ্টি বাড়াক ধানের পুষ্টি
বৃষ্টি তিক কল্যান সমষ্টি।

অনেক অনেক ভাল থাকুন দাদা ।



৩| ৩০ শে মে, ২০১৬ সকাল ৭:৩৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ।

৪| ৩০ শে মে, ২০১৬ সকাল ৯:৩৭

ঘটক কাজী সাহেব বলেছেন: পড়ে বৃষ্টি টুপুর টাপুর ঝাপুর ঝুপুর =p~ =p~ =p~ সময়ে বাজায় দারুন নূপুর =p~ =p~ :P

৫| ৩০ শে মে, ২০১৬ সকাল ১১:৫৮

সুমন কর বলেছেন: সুন্দর !

৬| ০১ লা জুন, ২০১৬ সকাল ৭:২১

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

৭| ০১ লা জুন, ২০১৬ সকাল ৭:৩০

দিয়া আলম বলেছেন: ভালো লাগছে ভাইয়া


তোমার দেশ কোথায়? কলকাতা?

ধন্যবাদ কবি ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.