নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

থ্রেট

১৩ ই জুন, ২০১৬ রাত ১:১৩


তেমন শক্তি নেই ৷ মনোবল ছাড়া ৷
মুখ বুজে, তোমার স্পর্ধা দেখে গেলাম ৷
মুখ ফিরিয়ে নিয়েছো, নাও ৷
তোমার দুর্বল হাত ,
খুনির শানিত অস্ত্র,
অমুক্তিগামী জানোয়ারের মত ৷
তবুও কেনো মেনে নিলাম! বুক চাপরে গ্রীন্স ঘন্টা বাজে ৷
যত্ন করে সে শব্দ অন্ধকারে ছুরি ৷
বিপন্ন ঘটনা-
খসে পরে বুকে ৷ আছরে পড়ে পাড়ায় পাড়ায় ৷
এখন কি বোঝাবে বোঝাও
আমি অপেক্ষায় রইলাম
' জন্মমুক্তি ' গোণ্ডিতে ৷
তা না হলে -
পরে বোঝাবো ৷৷

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৬ রাত ১:২৩

মানিজার বলেছেন: গেরেট !! B-)

২| ১৩ ই জুন, ২০১৬ রাত ১:৩৯

রাবেয়া রাহীম বলেছেন: তোমার দুর্বল হাত ,
খুনির শানিত অস্ত্র,
অমুক্তিগামী জানোয়ারের মত ৷


অসাধারণ

৩| ১৩ ই জুন, ২০১৬ রাত ৩:২১

কল্লোল পথিক বলেছেন:





সুন্দর কবিতা।

৪| ১৩ ই জুন, ২০১৬ ভোর ৬:১১

দিয়া আলম বলেছেন: কবিতা চমৎকার হয়েছে তোমার , অনেক অনেক ভালো লগেছে ভাইয়া।

ভালো থেকো

৫| ১৩ ই জুন, ২০১৬ সকাল ৯:১০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.