নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

সংখ্যালঘু ছাই

১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৪৩


:
আপনার কাছে -
আমার মাথাটা বন্ধক রেখে গেছে ইংরেজরা
তাই নিয়ম হিসেবে মাথার মালিক আপনি |
দেহটা আমার । দেহটায় হাত দিয়ে যখন স্পন্দন খুঁজি তখন ভাবি বেঁচে আছি । কিন্তু জবুথুবু দেহটা টালমাতাল । খাদ্য নেই , আত্মবিশ্বাস নেই বাঁচার ।
তাই আমি ঠিক করেছি দেহটাও আপনাকে দিয়ে দিব । আপনি ব্যবস্থা করুণ দেহটা নেবার । সঙ্গে গর্দানটাও ।

ঘাড়টা ইদানিং বড় বেশি পীড়া দিচ্ছে
শক্ত হাড়গুলোতে পোকার মত কি সব নড়েচড়ে । দেহ সাহস পায়না ঘাড় নিয়ে চলতে , কখন কি হয়ে যাবে ভেবে ।

প্লীজ , আমার ঘাড়টা সংরক্ষণ করুণ । আপনি তো বানরও সংরক্ষণ করেন । মাথাবিহীন ঘাড় নিয়ে আমি কি করব ।
আমার মাথা তো এখন
আপনার খেলার সাথী ।
রক্তাক্ত পায়ের তলায় ভেজা মাটির চোখ । মুখের মধ্যে লেপটে দেওয়া আছে সংখ্যালঘু ছাই ।

শুনুন ,আর পারছি না , এবার সারা দেহটার কিছু একটা করুন । আপনিই তো আমার মহাশয়া ।
ডোম ডেকে না হয় মাটি চাপা দিন
, বেশি সময় নিবেন না । ওদের একটু তাড়াতাড়ি করতে বলুন । এত বেশি সময় লাগার কথা তো নয় ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:



"আমার মাথাটা বন্ধক রেখে গেছে ইংরেজরা "

-আপনার মাথাও আছে তা'হলে, ভাবনায় ফেললেন!

১৯ শে জুন, ২০১৬ রাত ১২:৫১

দেবজ্যোতিকাজল বলেছেন: ইংরেজের মূল উপনিবেশ ছিল ভারতে

২| ১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৫৪

গেম চেঞ্জার বলেছেন: ঢিলটা কাদের দিকে ছুঁড়লেন কাজলদা?

১৯ শে জুন, ২০১৬ রাত ১২:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: মহাকাশে

৩| ১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৫৫

কল্লোল পথিক বলেছেন:




দাদা মাথা কবে হারিয়ে ফেলেছি,
শুধু বডিটা বাকী আছে!

১৯ শে জুন, ২০১৬ রাত ১২:৪৭

দেবজ্যোতিকাজল বলেছেন: মাথা যখন নেই...বডি দিয়ে কি হবে...বডিটাও তাঁকে দিয়ে দাও

৪| ১৯ শে জুন, ২০১৬ রাত ১২:১৫

ওলিনোমান বলেছেন: ঢিলটা যেদিকেই দেখ, এটা সত্য।

১৯ শে জুন, ২০১৬ রাত ১২:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ ... শুভরাত্রি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.