নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

দেশ , দেশ হয়ে ওঠে না

২০ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৪

বিশ্বস্ত শব্দের মৃত্যু হলে
একটা দেশ , দেশ হয়ে ওঠে না
যারা সেদিন অস্ত্র তুলে নিয়ে
হাসতে হাসতে মরেছিল-
প্রকাণ্ড ভয়ের মুখে ,
তারা আজ তালপাতার
সিপাহীর মত চক্রর খাচ্ছে রোগাক্রান্তে ।
বাঁকি সব পথ পরমেষু সমুদ্রবন্দি ।


বড় বেয়াদপ সময় চলছে ।
কেউ জানেনা শিরদাঁড়ার কি হবে ।
স্বপ্ন যুদ্ধের কি হবে ।
যুদ্ধে যে গুলিটি বাবাকে আহত করেছিল
সেই ক্ষতে আঙুল ছুঁয়ে বাবাকে
বলতে দেখেছি ,' এ আমার মানচিত্র , বাঙালী হবার মানচিত্র ,
মাথা উঁচু করে অভিবাদন জানানোর মানচিত্র ।'

১৯৯৯-এ বাবার সে ক্ষত আগুনে
পুড়ে ছাই হয় । না মোছা হ্যারিকের মত ।
বাবার প্রাচীন নোটখাতায় লিখে রাখা প্রতিরোধ
কথামুকুলে ফোটে সন্ধে হলে
অপ্রস্ত্তত বাজপড়া বৃক্ষে ।
তবুও ভবিষ্যৎ বাঁকে বাঁকে শান্ত করে রাগ ।

আমি জ্বর জ্বর বিকেলে পূর্বসীমানায় দাঁড়িয়ে বলি-
বাবা ওরা তোমায় ভুলে গেছে
তুমি পশ্চিম পাড়ে আবার জন্ম নেও
মা অপেক্ষা করছে তোমার জন্য
তার সন্তানের পিতৃস্নেহ ফিরিয়ে দিতে…

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৪

কল্লোল পথিক বলেছেন:



কবিতাটা বেশ লিখেছো।
একেবারে খাসা হয়েছে।

২০ শে জুন, ২০১৬ দুপুর ২:০৪

দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতাটার ব্যাখ্যা দাও…………

২| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪১

কুয়েটিয়ান পাভেল বলেছেন: কাক আর কবির সংখ্যা দিন দিন বেড়ে চলেছে

২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

দেবজ্যোতিকাজল বলেছেন: হু ঠিক বলেছ । তবে কবি দিন দিন বাড়ছে কাক বাড়ছে না

৩| ৩০ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৫

দৃষ্টিসীমানা বলেছেন: সময় তুলে এনেছেন কবিতার বাঁধনে । শুভ কামনা ।

১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেও শুভেচ্ছা রইল

৪| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৩৬

কালনী নদী বলেছেন: ভালোলাগা জানবেন।

১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১১

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.