নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
এই সংকটে কবিতারা থেমে গেছে
বিপদগামী চেনটানা ট্রেন
গন্তব্য বহুদুরে , অপেক্ষা করে প্রিয়জন
এ এক মহা মুশকিল ,
মা বলে সন্তানটি, বাড়ির গেটে দাঁড়াবে কি-না ,কেউ জানে না ।
গোল হয়ে ঘুড়ছে দাঁতাল ঘড়িটি
তবুও আমি কবিতার ছন্দ শিখি
ছোট পাখিটির কাছে ,
বুকের মধ্যে বাদুড় ছেঁড়া ডানা
সূর্যাস্তে বাড়াই হাত
প্রকাণ্ড ভয় , শিরদাঁড়া বেঁকে
চৌকণা ঘরে পণবন্দি হই।
ওরা কারা ! কি চায় !!
আমার মাকে বৈধব্যের শিক্ষা দেয়
ওরা জানেনা স্বামী হারা মেয়েরা রাজভিক্ষারী
সন্তান হারা মা নিষ্প্রান , ড্রপসিন ।
কেন মাথা ছিঁড়ে ফেল পাখিদের ?
দোয়েল ,ফিঙে , মুনিয়া । কে গাইবে গান ?
মরা পাখিটির শরীর ছুঁয়ে দেখ
ওর রক্তাক্ত ঠাণ্ডা দেহ
কোকিলের গান সুর হয়ে আছে
তোমাদের বসন্তে জাগাবে বলে……
০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০১
দেবজ্যোতিকাজল বলেছেন: Thanxx
আমি কাউকে comments করতে পারছিনা...আমাকে ব্লক করে রেখেছে...
০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৩
দেবজ্যোতিকাজল বলেছেন: Thanxx
আমি কাউকে comments করতে পারছিনা...আমাকে ব্লক করে রেখেছে...
২| ০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৭
সুমন কর বলেছেন: আপনার সমস্যা [email protected] এখানে জানিয়ে মেইল করুন। সমাধান পাবেন।
৩| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৩১
কালনী নদী বলেছেন: আপনি সুন্দর কবিতা লেখেন দাদা।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৪
সুমন কর বলেছেন: ভালো লাগল। তবে কঠিন।