নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

আমার সর্বাঙ্গ দিব

২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৯




যে প্রেমের অপেক্ষা আছে
কিন্তু প্রতিশ্রুতি নেই
তুমি সেই জালে জড়িয়েই
তুলে নিলে
আমাকে শীতল জল থেকে তপ্ত ডাঙ্গায় ।



যদি এমন হত
প্রতিশ্রুতি আছে কিন্তু অপেক্ষা নেই ;
তবে আমি সূর্য্যকে ডেকে বলতাম
তুমি কেন রাতে আমার কাছে থাকনা?
উষ্ম শীতল অঙ্গীকার চোরা পথে আঁচলে মুখ ঢাকে
আদরের লাল পূর্ব , তোমার প্রেম
বাতিদান হাত তুলে ডাকে
বড় বেশি ইচ্ছে হয় রাখি কাছে ।



কেন আমাকে এত ভালবাসতে ?
কেনই বা অপেক্ষা গায়ে মেখে দ্বিধার
হাত সরিয়ে নিলে ।
নিরব অনুচ্চারিত এতটুকু প্রেম ছায়া ।
কি দাম পেলে
কতটুকু বা দিতে পারলে আমাকে ,
আমার সামনে একটা আদর্শ ছিল
তোমার কি ছিল ? জবাব দাও ।



অবশ্য এও সত্য
ভাঙা গড়ার অধিকার শুধুই তোমার ছিল , ছিল না আমার ।
আমি চাই , তা মেনে নিতে শতছিদ্র নিয়মটি
বাস্তব ছিল বড় যন্ত্রনার ,বড় মোহরূপী
চলতে চলতে হারিয়ে যাওয়া ।
হিসেব দাও , বুক পেতে মেপে নেব
আর কেউ না জানলেও-
তুমি তো জানতে ……



যদি সত্যি সত্যি হারাতে হয় তোমাকে
তবে , সূর্য্যের নীচে এসে দাঁড়াব
আলো আর শক্তির রহস্য জানতে
যে আলোর দিশা দিয়েছিলে অন্ধকারে
বিশ্বাস মেখে আকাশ ছোঁব জেনো
আমার সর্বাঙ্গ দিব , নেব তোমার নিশ্বাসের গন্ধ…

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। ধন্যবাদ।

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেও ধন্যবাদ

২| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

সিগনেচার নসিব বলেছেন: পাঠে ভাল লাগা

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:২২

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল

৩| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

সাহসী সন্তান বলেছেন: দেজোকা, তোমার ইদানিং কালের কবিতার শিরোণাম গুলা আমার মাথার উপ্রে দিয়া যাইতেছে! তুমি এই ১৮+ শিরোণাম দিয়া ভীতরের লেখাগুলা ভিন্ন কইরা আসলে কি বুঝাইতে চাইতেছো একটু খুলে বলবা?

কবিতাটা বেশ ভাল্লাগছে, তয় শিরোনামটা আরো একটু ভাল কিছু হইতে পারতো? তাছাড়া কিছু টাইপো আছে, ঠিক করে নিও!

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৭

দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতার সাথে ১৮প্লাস শিরনাম ফ্রী দিয়েছি...তারজন্যই ১০০ উপরে পাঠ হয়েছে...মনে কিছু নিয়োনা...

শুভেচ্ছা রইল তোমাকে...

৪| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

গেম চেঞ্জার বলেছেন: কাব্য ভালই! তবে শিরোনামের হেতু কি পাঠককে আকৃষ্ট করা?

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৮

দেবজ্যোতিকাজল বলেছেন: হু...শুভেচ্ছা রইল

৫| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

জুন বলেছেন: ১ নং স্তবকটি চমৎকার।

যে প্রেমের অপেক্ষা আছে
কিন্তু প্রতিশ্রুতি নেই
তুমি সেই জালে জড়িয়েই
তুলে নিলে
আমাকে শীতল জল থেকে তপ্ত ডাঙ্গায় ।

কবিতাটি ভালোলাগলো দেব জ্যোতি কাজল।
+

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:২০

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

৬| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩১

সুমন কর বলেছেন: ১, ২ এবং ৪ ভালো লাগল।

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইল

৭| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: দেবজ্যোতিকাজল ,



কবিতাটি সুন্দর ।

আমার সর্বাঙ্গ দিব , নেব তোমার নিশ্বাসের গন্ধ…
আমি বলি, "নিশ্বাসের গন্ধ" নয় ; নেব তোমার অপেক্ষার প্রতিশ্রুতির অনুচ্চারিত শব্দগন্ধ ।

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:১২

দেবজ্যোতিকাজল বলেছেন: নিশ্বাস অনেক রকমের হয়

৮| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:১০

এডওয়ার্ড মায়া বলেছেন: ও হে কবি -
উপ্রে দেয়া ছবিটা পছন্দ হৈছে -
কি তেজি একশান
ইন শা আল্লাহ আই উয়িল ট্রাই ইট হোয়েন আই গেট ম্যারিড !!

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইল

৯| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই হৈছে!

২৪ শে জুলাই, ২০১৬ রাত ১:২৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

১০| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪১

সাহসী সন্তান বলেছেন: দেজোকা, তুমিকি মন্তব্যের উত্তর করার সময় দেখে শুনে মন্তব্য করো, নাকি মুখস্ত বিদ্যায় পারদর্শি? কবিতা আমারটা দিয়ে সর্বশেষ ফলাফল ৫০ বার পঠিত হইছে, আর তুমি দাবি করতাছো ১০০ বার? X((

আজকালকার দিনে ১৮+ আর মানুষ খাইতে চাই না দাদা? লিখতাছো তো বেশ ভালোই, তো মাঝে-মাঝে একটু রঙ্গ না করলে বুঝি চলে না, তাই না? ঐ শিরোনামটার জন্য তোমারে আমার প্রচুর গালি দিতে মন চাইতাছে, কিন্তু দিলাম না তোমার বয়স আন্দাজ কইরা! X((

ব্যাটা বয়সতো বিপদসীমার কাছা-কাছি চইলা আইছে, এখনো লুলামী ছাড়তারো নাই? ভাল হইয়া যাও মনু, ভাল হইতে পয়সা লাগে না! আর কোন মন্তব্যের প্রতিউত্তর করতে গেলে বলদার মত না বইলা, একটু বউজ্জা শুইনা দিও!

তোমার ব্লগিং জীবন সুন্দর হোক, এই কামনা করি! ;)

২৪ শে জুলাই, ২০১৬ রাত ১:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি আমার বন্ধুদের কথা মনে করিয়ে দিলে

১১| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৪

ইন্দ্রনাথ বলেছেন: এই কবিতাথেও ষ্টার মার্ক সাথে প্লাস।

এসবই ভগবানের কৃপা।

২৪ শে জুলাই, ২০১৬ রাত ১:২৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল থাকবে

১২| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩১

আবুল হায়াত রকি বলেছেন: দাদা, ব্লগিং জীবন বিপদাপন্ন! তুমি চিন্তা কর না, লিখতে থাক। আল্লাহ্ সহায় আছেন।

২৪ শে জুলাই, ২০১৬ রাত ১:২৪

দেবজ্যোতিকাজল বলেছেন: Thanxxx

১৩| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
নাইস কবিতা।++++++

২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইল

১৪| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২০

আলভী রহমান শোভন বলেছেন: সবগুলো ভালো লেগেছে। :)

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল

১৫| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতাগুলো ভালো ছিল।
তবে শিরনাম দিয়ে আকৃষ্ট করা এক জিনিস। আর এইটা আরেক জিনিস।


শুভকামনা।

২৪ শে জুলাই, ২০১৬ রাত ৮:২৩

দেবজ্যোতিকাজল বলেছেন: এই কবিতাটা শিরনাম নির্ভরশীন নয় । কেননা এই কবিতার শিরনাম কবিতা থেকেই নেওয়া

১৬| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতাগুলো ভালো ছিল।
তবে শিরনাম দিয়ে আকৃষ্ট করা এক জিনিস। আর এইটা আরেক জিনিস।


শুভকামনা।

১৭| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৩:৩৪

দেবজ্যোতিকাজল বলেছেন: মতামত জানাবার জন্য ধন্যবাদ রইল:):):):):):):)

১৮| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা গুচ্ছের সব কটিই খুবই ভাল লগেছে । তবে শেষের এই কবিতাটি বেশী ভাল লেগেছে
যদি সত্যি সত্যি হারাতে হয় তোমাকে
তবে , সূর্য্যের নীচে এসে দাঁড়াব
আলো আর শক্তির রহস্য জানতে
যে আলোর দিশা দিয়েছিলে অন্ধকারে
বিশ্বাস মেখে আকাশ ছোঁব জেনো
আমার সর্বাঙ্গ দিব , নেব তোমার নিশ্বাসের গন্ধ…

২৪ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৪

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল…………«»

১৯| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, আপনার প্রতিও রইল শুভেচ্ছা ্

২০| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৪

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৩

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৯

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল

২১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৩:০৯

মুহাম্মাদ তরিক বলেছেন: ৩, ৪ ও ৫ বেশী ভালো লেগেছে .. ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.