নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

কবিতার অভিভাবক

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৩



আমাকে প্রশ্ন করো না । এমন কি আমার কবিতা কেও প্রশ্ন করো না । ওরা পুত্তলিকা নয় । ওদের শীতে ঠাণ্ডা লাগে । রৌদ্রে সারা শরীর কাঁদে । কৈশোরের কুয়াশায় সন্তান ধারনের ঋতুচক্রে নদীকে সাক্ষী রেখে আদিম হয়ে পা দু'টোকে ডানায় ওড়ায় । তাই পারো তো ভরসা দাও । নিরস্ত্র অহিত বিষাদে । কবিতার লাইনগুলো সারিবদ্ধ দাঁড়িয়ে আছে । হত্যা করা হবে ব'লে । অস্তিত্বের অন্তর্জলী । শিকড়ে মৃদু টানে বেরিয়ে আসে বুকঘষা যন্ত্রণা । সারিবদ্ধ কবিতারা কবির কলম ধরে কাঁদে । এ এক মহাসঙ্কট । শ্বাসের হাওয়া ছায়া হয়ে , মহাকাশের বুকে অলৌকিক বৃষ্টি ঝরায় । সে এক জলচক্র নিয়তি । প্রাচীন যুগিও পশুর বর্বতা ।ক্ষীণরাগ স্নেহ ।

সত্যিই বলছি , আমাকে প্রশ্ন করো না । ভাষার উত্তর অনুপস্থিত ইত্যাকার কণ্ঠে । বুদ্ধিজীবিরাও পক্ষান্তরে দল বদলে ব্যস্ত । অঞ্চল -পৌরসভা-বিধানসভা-লোকসভা মঞ্চের ওপাশে তালাবদ্ধ কবিতারা শুকনো চোখে কলম খোঁজে । তাই ,দুঃখ হয় । কবিতারা মরে গেলে । কবিরা বাঁচবে কি নিয়ে ।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

প্রামানিক বলেছেন: সুন্দর

২| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৫২

আবুল হায়াত রকি বলেছেন: অসাধারণ!!!

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:০৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:০২

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কথাগুলি
শুভেচ্ছা জানবেন।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১:০২

অরুনি মায়া অনু বলেছেন: আচ্ছা তবে আর প্রশ্ন নাইবা করলাম। তবে লেখা সুন্দর হয়েছে

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৫

দেবজ্যোতিকাজল বলেছেন: লেখাটা পাঠিও

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ঝন্যবাদ

৬| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সংক্ষিপ্ত কিন্তু বস্তুনিষ্ট! অসাধারণ! ভালো ভালো ভাবনা আর বিষয় দিয়ে ব্লগে সজিবতা আনার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা আর ভালো লাগা।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:১০

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকে শুভেচ্ছা

৭| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৬

nilkabba বলেছেন: অসাধারন শব্দশৈলী।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৮| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৯

মেহেদী রবিন বলেছেন: ভালো লেগেছে।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৯| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভলোলাগা রেখে গেলাম

১০| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২

ডঃ এম এ আলী বলেছেন: আমাকে প্রশ্ন করো না । এমন কি আমার কবিতা কেও প্রশ্ন করো না । ওরা পুত্তলিকা নয় । ওদের শীতে ঠাণ্ডা লাগে । রৌদ্রে সারা শরীর কাঁদে । কৈশোরের কুয়াশায় সন্তান ধারনের ঋতুচক্রে নদীকে সাক্ষী রেখে আদিম হয়ে পা দু'টোকে ডানায় ওড়ায় । তাই পারো তো ভরসা দাও ।
আবারো আসলাম সে দিন সামু খুব বেশী স্লো থাকায় ভাল করে ছবিগুলি দেখতে পারিনি ।
অনেক দুর্লভ ছবি এগুলি । মোটা করে দেখানো লিখাগুলিতে রয়েছে দিগন্ত জোড়া অনুপ্রেরণা সকলের জন্য ।
শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.