নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
ভাদর এসেছে , কুকুরদের মেলা খেলা দেখে আন্দাজ করা যায় | কি চরম সুখ আটকে আছে তল পেটে | দু-দিক থেকে টানাটানি ছায়াতুর মোহ | স্নেহপ্রতিম ঢেউ ক্ষতের লোভ | তবুও টানা হেঁচড়া , সমূহ ডুবে যাচ্ছে বুঝা যায় না | হ্যাঁ , যায় না ...যায় না ; ভাদর থেকে ভাদর | পাঁচ থেকে পাঁচ বছর | ধর্ষক থেকে ধর্ষিতা | খুনি থেকে রক্ত | এভাবে পালক প্রাণ ছিঁড়ে পরে | সকালবেলা উষ্ণ শীতে জানান দেয় ; এখন আমরা বসন্ত মুঠোভর্তি মৃদুভাষী | আমার ভাদর , কুকুরপাল চক্রান্ত খোঁজে | ওরা এখন অনেক কিছুই বলে বটে | মুখোশি চামড়া রোদে শুকিয়ে | দো'পায়াদের মত | ওরা এখন অনেক কিছু বোঝে বটে | স্ববিরোধী বাদামি দেওয়াল ; ওপাশে দরজা খোঁজে | ওখানে কে ! কে ওখানে !! অন্ধকার | ইসস্তত | কর্কটক্রান্তি | দু'পায়ে দাঁড়িয়ে বুদ্ধি খোঁজে | গোপনতর বাদামি বুদ্ধি | বেশ , কান পাতো ! দেখো শুনতে পাও-কি-না |
সামনে হলুদ পোকার বেলয়াড়ী মঞ্চ | ভাওতা দিচ্ছো ... আরে ভাওতা বার্তা দিচ্ছে | তখন তো সবি ভুল ছিল | এখন ভুলের ভুল | পারও বটে | তখনকার সব , এখনকার গা ঝাড়া দেওয়ালের ড্রাই-ওয়াশ | অনাদর দু'চোখ শঙ্খিনী | অঢেল ক্লান্ত আছে | তবু মানুষ বদলে দুবেলা নাটক দেখে | ত্রিশঙ্কূর | ওদের চোখ পোড়া মাটি হয়ে গেছে | প্রিজম |. ঝিনুকের মত বন্ধ | বিপন্নতার ব্যাখ্যা দিতে পারে না |. পোড়া ঠোঁট ঘুমটার ফাঁকে অন্ধ শব্দে ভাষা হারায় - ক্যাসিওপিয়ার আকাশে |
চলো , আমরা মোমে মোড়া ঘুমন্ত শিশুর চোখে চুমু খায় | বাঁধাহীন তন্দ্রা , হিজল সমাজ , যেখানে ভাদর- কুকুর নেই , নেই টানাটানির মলিন বিষ | ওই পাহাড় ,বন্দি হয়ে থাক কংক্রিট জেলখানায়
:
এই শহরে একলা ভিজি
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫২
দেবজ্যোতিকাজল বলেছেন: দুষ্টু লোকের মিষ্টি কথা বুঝাতে চেয়েছি
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় নৈরাশ্যবাদ গন্ধ! অবশ্য নৈরাশ্য একটা বড় পথ্য! ভাবগম্ভীর লেখা ভাল লেগেছে। তবে জী এস ভাইয়ের মত আমারো মাথার উপ্রে দিয়ে কিছু লাইন চলে গেল!
ভাল লিখেছেন, প্লাস!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৫
দেবজ্যোতিকাজল বলেছেন: দেখো কবিতা সহজ ভাবে বুঝে গেলে কবিতার আর কিছু থাকে না...ভাবধর্মী ও রূপকধর্মী কবিতার মধ্যে সমাজের খণ্ডচিত্র থাকে বিছিন্নভাবে
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২২
কালসৃষ্টি বলেছেন: ভালো লেগেছে দাদাভাই,, শুভকামনা রইল।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২১
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৭
অরুনি মায়া অনু বলেছেন: মনে হল বহুদিনের জমানো ক্ষোভ লেখার মাঝে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৭
দেবজ্যোতিকাজল বলেছেন: ক্ষোভটা আর কিছু না ।পশ্চিমবঙ্গের রাজনীতির কেরিক্যাচাল
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩১
মেহেদী রবিন বলেছেন: নির্বাচন । । হা, হা, ভাদর এসেছে ভাদর। । অঢেল ক্লান্ত আছে | তবু মানুষ বদলে দুবেলা নাটক দেখে ।
অনবদ্য কাজল দা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০০
দেবজ্যোতিকাজল বলেছেন: এই সমাজে অনেক কিছুরই ঘার্তী আছে...যা এক শ্রেনীর মানুষের জন্য পূরণ হচ্ছে না
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫১
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০১
দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেও এ প্লাস শুভেচ্ছা
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০১
দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেও এ প্লাস শুভেচ্ছা
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৪
গেম চেঞ্জার বলেছেন: বৈচিত্রময়!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ? কেনো*
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯
গেম চেঞ্জার বলেছেন: অনেক বৈচিত্রের সম্মিলন বলেই তো বৈচিত্রময়!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬
দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতাটা পশ্চিমবঙ্গের রাজনীতির চিত্রপট
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৪
আহমেদ জী এস বলেছেন: দেবজ্যোতিকাজল ,
লেখা নিয়ে নিরীক্ষন সম্ভবত ।
তবে " স্নেহপ্রতিম ঢেউ ক্ষতের লোভ " এই লাইনটির অর্থ বোধহম্য হলোনা ।