নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
প্রত্যেক মানুষের নিজস্ব নদী থাকে
থাকে হাঁটুজল, দু'চোখ ভরা পুরনো স্পর্শ
দক্ষ ডুবুরির মত সমর্পন বৃত্ত তুলে আনে জাদুতে
সুদৃশ্য বহুদূর যেখানে মাটি সরে গেছে ঘরের কোণে
নিম্নজ্জিত ব্যস্ত মাঝির পালতোলা ডিঙি
বাতাসের কম্পন তৃষ্ণাফাঁটা গান ধরে
গোল হয়ে ঘুড়ে বেড়ায় কানপাশা হয়ে বুকে।
তবুও শোকের পরে শোক ওড়ে চিরন্তন প্রজাপতি
নিজের সংসার বলতে হারানো সম্পর্ক যাদু আগুন
এত কিছুর পর ভাষার শেষরাতে শহর জাগে
আমি সেই শহরে সাপলুডোর মত উপর নীচ করি |
♡
তবুও তুমি সর্বাঙ্গে উড়ো কামুক ধূলো
ঋতুবদল পর্বাঙ্গে উড়ে এসে নোঙ্গর ফেলো
♡
সবশেষে বিন্দু বিন্দু হতে হতে
বছরটা ভরে গেলো জঙ্গলে
দ্যাখা হবে পরজন্মে চৌক চিতার আগুনে
জীবন পেরিয়ে আহত তারার সাথে
উত্তরবাহী বিছানার পাশাপাশি
কষ্টকোষ বেলফুলের মালা পরে |
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮
দেবজ্যোতিকাজল বলেছেন: সব কষ্টই নিজস্ব
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০২
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
জাদু বানান দু'ভাবে লিখেছেন !
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮
দেবজ্যোতিকাজল বলেছেন: দুটোই ঠিক
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৫
শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: খুব ভাল
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ...তোমার বাড়ি কোথায় ?
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০
দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২০
ভ্রমরের ডানা বলেছেন:
আচ্ছা দাদা,
বেলফুলর মালা মালা কি জিনিস?
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২
দেবজ্যোতিকাজল বলেছেন: ফুলের হবে
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪
সাজ্জাদ সরকার সাজু বলেছেন: জটিল।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৬
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার হয়েছে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৩৮
ভ্রমরের ডানা বলেছেন: মোটামোটি D+
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২১
ইমরান আল হাদী বলেছেন: অনেক সুন্দর একটি কবিতা,অভিনন্দন রইল।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
অরুনি মায়া অনু বলেছেন: স্মৃতি খুব বেদনার | তাড়িয়ে বেড়ায় যুগের পর যুগ | তবে ছোট্ট সে লোনা জলে ভরে যেত যেই নদীটি দুটি চোখের পথ বেঁয়ে, একদিন শুকিয়ে মরুভূমি হবে | আর কত | স্মৃতিরাও একদিন ঝাপসা হয়ে আসে |