নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

আগে আর আজ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২০


মেয়েটি আর মেয়েটি নেই ফলদ উদ্ভিদ
ছেলেটিকে সৃষ্টি করেছিল তার শাখায়-প্রশাখায়
হঠাৎ উদ্দাম ও তার সাহসীতম ফলা আঙ্গুলে
মুড়িয়ে দিয়েছিল তার রঙিন খোসায় ।
:
মেয়েটি রূপবতী গাছের ডালপালা ভরিয়ে
উত্তেজনা আনন্দময় দিবসের জ্বলা মোমবাতি
ছেলেটি আর মেয়েটি দেরাজের আয়নায় পরস্পর
মেয়েটি চুম্বন ছিনিয়ে নিত কেটেছে যৌবন
:
মেয়েটি ঊনিশ শো চুরানব্বই ছেলেটি দু হাজার ষোলো
পৃথিবী ঘুড়ে তার ডানায় মাঝখানে নির্গমন
শুই কিন্তু জেগে থাকে চোখ অত্যাচার স্মৃতি
মনে পড়ে সেই দিন প্রেমের মিষ্টিস্বাদ উষ্ণ জিভ
ছেলেটি অকিঞ্চন শিশু মেয়েটি মাকড়সা যুবতী ।
*
মেয়েটি আর মেয়েটি নেই ফলদ উদ্ভিদ
ছেলেটি একা নির্মম নীলবাতি অন্ত ব্যঞ্জনবর্ণ ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৭

বাউলা সন্ন্যাসী বলেছেন: মেয়েটি ফলদ উদ্ভিদ কেন কবি?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৯

দেবজ্যোতিকাজল বলেছেন: বিবাহিত

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৫

সুমন কর বলেছেন: বেশি কিন্তু বুঝলাম না !!

শুভ রাত্রি।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:
ওমা, মাকড়শারজাল বুঝি মেয়েটা আর ছেলেটা তার খাবার, তাই নাকি গো দাদা?

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর +

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৯

অরুনি মায়া অনু বলেছেন: ভাল লেগেছে। যদিও একটু কম বুঝেছি।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৭

মেহেদী রবিন বলেছেন: ভালো লেগেছে দাদা

৮| ০৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

খায়রুল আহসান বলেছেন: মনে পড়ে সেই দিন প্রেমের মিষ্টিস্বাদ উষ্ণ জিভ
ছেলেটি অকিঞ্চন শিশু মেয়েটি মাকড়সা যুবতী
-- বেশ বলেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.