নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
আমাদের কোন দোষ ছিলনা গো মজিবর চাচা
আমরা যে এমনি-এমনি ভাগ হয়ে গেলাম
হাতে কাঠের রাংতায় মোড়ানো তরয়াল
সে তো ছিল ছোট বেলার
এমনি যুদ্ধ যুদ্ধ খেলা
দত্তপাড়ার মাঠে আরতি দি'র
চোখ বাঁধা কানামাছি ,তহমিনার টীপ
বৃষ্টি পেলে ভিজতে ভিজতে
রাস্তা ঘুরে বাদাবি খেলা ওলি-গোলি ।
ওই দ্যাখ মা কে অ্যাচছে ?
মজিবর চাচা ।
বারান্দার দাওয়ায় বসে শীতের রোদে
তাই না , মজিবর চাচা ,সঙ্গে মুড়ি
মজিবর চাচা , মজিবর চাচা
কোন দোষ ছিল না গো আমাদের
দেশ ভাগের
রাংতায় মোড়া তীর ধনুকে ফুলের টীপ
কেউ ছিল না আমাদের শ্রেনী শত্রু
আমরা তো যুদ্ধ যুদ্ধ খেলিনি
আমাদের কোন দেশ ভাগ ছিলনা ।
তবু কেনো দেওয়া হলো কাঁটাতার ?
ভাগ হয়ে গেল মন ,জাতি ,সম্পদ
বুবুমাসি মনে পড়ে দু'শালিকের দিন শুরু
তুমি হাসতে হাসতে গড়িয়ে পড়তে
আমার অশুভ দিন শুরুর
এক চোখেতে হাত দিয়ে ।
কি বিচিত্র সব ঘুমের মধ্যে আতকে ওঠা
নির্মম নিয়ম একটু একটুতে বেড়ে ওঠা
আর ,
দুই শালিকের এক শালিক ওপাড়ে রেখে
এই পাড়েতে এক চোখ দেখা অশুভরা সব বাস করে ।
২| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সকল বাংলা ভাষাভাষি অঞ্চল নিয়ে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট হলে খুব ভালো হবে। অন্তত বাংলা ভাষাভাষিরা একটি ক্ষেত্রে একত্রিত হতে পারবে।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মজিবর চাচাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। হ্যাঁ আমরা স্বধীন। এটা অনেক সুখের।
৪| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তোমরা আমাদের মনে কর আমরাও তোমাদের মনে করি। মাটি ভাগ হলেও মনতো আর ভাগ হয়নি। তোমরা ভালো থাকো তোমাদের প্রতি অনেক শুভেচ্ছা। তবে পরাধীন হয়ে আমরা তোমাদের সাথে মিলতে পারবনা। তবে মাঝখানের কাঁটাতার থাক আমাদের গলার কাঁটা হয়ে।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩০
আহমেদ জী এস বলেছেন: দেবজ্যোতিকাজল ,
মন কেমন করা লেখা ।
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৩
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
৬| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমাদের খুশিকে তোমাদের খুশী মনেকর, ভালোলাগবে। ত্রিশ লাখ শহীদের রক্তের ঋণ আমাদেরকে প্রয়োজনে রক্ত দিয়ে রক্ষা করতে হবে। তবে আশাকরি আমাদেরকে এমন দিন দেখতে হবেনা। আমরা মিলেমিশে থাকব এ প্রত্যাশা সবার থাকতেই হবে। আমরা যখন এমনি এমনি ভাগ হয়েই গেছি তবে এখন সেই এমনি এমনি আলাদা থাকি কি আর করা। একত্রিত হওয়া যখন অসম্ভব তখন এর কথা ভেবে শুধু শুধু মনে কষ্ট পেয়ে কি লাভ। তাছাড়া ভারত আমাদের বন্ধু রাষ্ট্র।
৭| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সে যাই হোক আমার মনেও একটা মোচড় দেওয়াতেই এতো লেখা। তবে লেখাটা চমৎকার হয়েছে। এটা আমাদের সক্কলের মনের কথা। যদিও এমন কথা মনেই দাফন থাকা ভাল। আমরা শান্তিতে থাকতে চাই।
৮| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৭
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। ভিন্ন রকম।
৯| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মনের ভুলেও আমরা তোমাদের পর ভাবিনা। আত্মার যোগাযোগে কাঁটাতার অচল।
১০| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৪
অরুনি মায়া অনু বলেছেন: এই পুরো পৃথিবীটাই তো আমাদের | তবে কেন এই কাঁটাতার! কেন এত বাঁধা | কেন আমরা মুক্ত বিহঙ্গের মত যেতে পারিনা উড়ে যেখানে মন চায় | এমন পৃথিবী কি আমরা চেয়েছি কখনো!
১১| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি!
ভালোলাগা +
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০২
দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ইংরেজ সিরাজের কাছ থেকে যেই বাংলা কেড়ে নিয়েছিল সেই বাংলা স্বাধীনভাবে ফিরত দিলেই হতো। তবে বড় খন্ডের বদলে ছোট্ট খন্ড পেলেও আমরা অন্তত স্বাধীন। ভাবতেই ভীষণ ভালো লাগে।