নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

মৃত ঈশ্বরের কাছে প্রার্থনা

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১১


তাপ ভরা হলুদ আকাশকে বলেছিলাম,
“ তুমিও কি সাম্প্রদায়িক ?”
প্রাচীন ঠাণ্ডা ঈশ্বর নরম মেঘে
হাত বাড়িয়ে আমাকে ডেকে,-
জীঞ্জেস করেছিল ,“ পৃথিবী কেমন আছে ?”

কিছু হারিয়ে যাওয়া শিশুদের মত
আম্রসার আকাশ , কথা ছুড়ে দিলাম ,
“ কে তুমি ?”

গুটিসুটি মেঘে মাকড়সা কাপড়ে -
লুকাতে পারেনি দাঁত আর নখ ।
অনিচ্ছার চোখ চত্বরে , অবাক এক দেখা,
এ যে পাখি নয়
শরতের ধবল মেঘ নয়
বৈচিত্রের নীল প্রান্ত নয়
বিজ্ঞান বাতাস নয়
স্বয়ং ঈশ্বর !
দেবদূত কী দিতে পারে ধর্মহীন ভালবাসা !

পরাজিত আকাশ , প্রেতলোক ঈশ্বর
ঠাণ্ডা হয়ে মৃত্যুবরণের তাবুঘরে
শিশুর চোখের মত নিথর স্নেহে
পৃথিবী গলে শক্ত দাম্ভিকতায়
দীর্ঘ নেশাগ্রস্ত ।
সহাস্রাব্দের খেলা , ঘুম , খাবার , হাসি ,কল্পনা
আজ তা ভয় আর বিবর্ণ পুরাতন
আমি লড্জিত , হে মানব জাতির পিতা
অবিশ্বাসীদের মত লজ্জিত ।
কে সত্য , কে ভঙ্গুর
কে শান্তি , কে ক্ষমা
কে মানুষ , কে অমানুষ
কে প্রতিবাদী , কে অত্যাচারি
আমাকে কিছু বলুন , হে মানব জাতির পিতা
আমি লজ্জিত অনুভব করছি-
অবিশ্বাসীদের মত ।

আমি বদ্ধ , খুঁজে পেতে তোমায়
প্রার্থনার হাত ধূলো বালিতে কালি
আমার অন্তর পর্যন্ত পৌঁছতে
বিশ্বাসের মৃত্যুদণ্ড ঘটে ।

হে মানব জাতির পিতা !!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩০

ডঃ এম এ আলী বলেছেন:
ঈম্বর মৃতও নন , তিনি জীবিতও নন, তিনি চিরঞ্জিব ,
কামনা করি তাঁর কাছ হতে উত্তর পাবেন সঠিক
ভাল লাগল উপলব্দিমুলক কবিতাখানি
শুভেচ্ছা রইল ।

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪২

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেও শুভেচ্ছা রইল

২| ০৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:০০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিউত্তরের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.