নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

মোদীর আবার সার্জিক্যাল স্ট্রাইক কালো টাকা ও জাল টাকার বিরুদ্ধে । ₹৫০০ ও ₹১০০০ টাকা বাতিল ঘোষনা সারাদেশে

০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮


সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই একে অভিহিত করেছে সার্জিক্যাল স্ট্রাইক বলে। কালো টাকার বিরুদ্ধে নাকি সার্জিক্যাল স্ট্রাইক। মধ্যরাতে প্রত্যাহার করে নেওয়া হল ৫০০ ও ১০০০ টাকার নোটের বৈধতা। বিশেষজ্ঞদের মতে, স্বাধীনতা উত্তর ইতিহাসে কালো টাকার বিরুদ্ধে সবচেয়ে ধারালো আঘাত নাকি এটাই। প্রাথমিক ভাবে, সাধারণ মানুষের মধ্যে বাজারে-হাটে এটিএম কাউন্টারে শোরগোল পড়ে গিয়েছে সন্দেহ নেই। আপাতদৃষ্টিতে যেন এক সঙ্কটের মুখে মানুষ। তলিয়ে দেখলে বোঝা যাবে সঙ্কটের কোনও কারণ নেই, বরং কালোটাকার বিরুদ্ধে অভিযানের এ যাবত্ কালের সবচেয়ে বলিষ্ঠ পদক্ষেপ এটাই। পুকুরে একটা ঢিল ফেলার প্রয়োজন ছিল। আপাতত আলোড়ন উঠল ঠিকই। কিন্তু ইতিহাস স্বীকার করবে এই সিদ্ধান্তকে যথাযথ ভাবে এগিয়ে নিয়ে যেতে পারলে লাভবান হবে এ দেশ। আপাতত সে দিকেই তাকিয়ে আমরা।

তথ্য- আনন্দবাজার


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

ভ্রমরের ডানা বলেছেন:

কালো টাকা সবদেশের অন্ধ গলির জলন্ত মশাল। স্ট্রাইক টা কাজে আসুক!

০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৮

দেবজ্যোতিকাজল বলেছেন: যেসব বড় লোক ব্যাঙ্ককে ট্যাক্স দেওয়া ভয়ে টাকা বুকে উপর রেখে রাতে ঘুমাতেন তাদের কাগজের টাকা এখন পাথর হয়ে বুকের নিশ্বাস বন্ধ করছে ।

২| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

লাডল্লা পোলা বলেছেন: জয়জয়কার মোদী সরকার ।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

এই আমি রবীন বলেছেন: সাহসী পদক্ষেপ।
পদক্ষেপ সফল হোক যেন কালো টাকার মালিকরা ম্যাসেজ পায় ও অন্যান্য দেশ ও সরকার একই ধরনের পদক্ষেপ নিতে পারে ।

০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

দেবজ্যোতিকাজল বলেছেন: এক শ্রেনীর লোক সুখ ভোগ করবে তা তো হয় না ।

০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

দেবজ্যোতিকাজল বলেছেন: এক শ্রেনীর লোক সুখ ভোগ করবে তা তো হয় না ।

৪| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১২

প্রণব দেবনাথ বলেছেন: ঠিক পদেক্ষেপ, এর ফলে এখন নকল টাকা শুধু কাগজের বান্ডিল । তাছাড়া অনেক কালো টাকার মালিকের হার্ট এটাক হতে পারে । হ্যাঁ কিছু সাধারণ লোকের অসুবিধে হবে, তবে সেটা সাময়িক আর খুবই নগন্য ।

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৯

দেবজ্যোতিকাজল বলেছেন: অবশ্যই ভাল সিদ্ধান্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.