নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
দু’খণ্ড বিকেল ,প্রেম তুমি(প্রথমাংশ)
জানো হেমাঙ্ক । তুমি যখন বাতাসকে বলতে
বাতাস ! ওগো অনুতা বাতাস !!
আমি হেমাঙ্ক বলছি ।
আমাকে আর অবহেলা কর ।
আরও নৈপূন্যে ভষ্ম কর
আরও , আরও ঘৃণা দাও
আমি এতেও মুগ্ধ নির্নিমেষ তারা
শুধু তোমার জন্য ।
জানো হেমাঙ্ক ,"আমাকে বাতাস ,উপবন , উপকূল
আসমুদ্র তরঙ্গেরা এসে সব কিছুই জানিয়েছে ।
কিন্তু কি করব বলো , তোমার নওল কিশোরী
ঝর্ণা আর কুমারী নেই সে এখন উর্দিধারী কারু স্ত্রী ।
বেগনি মায়াবী পেরেগ ।
আমার স্বামী , সন্তান ,আবাস
সমাজিক মর্যদার একটা কারাগার আছে
তাই তোমার আর্তনাদ উপেক্ষা করেছি ।
প্লীজ , তুমি আমায় করুণায় ক্ষমা করো ।
ছিঃ ! তা বলছি না
সে ক্ষমার অর্থ এই নয় যে
তোমাকে আমি ভুলে যাব
আমাকে তুমি ।
মনে পড়ে হেমাঙ্ক, আমার বাঁ বুক স্পর্শ চুমু
সেই দক্ষিণের বাতাসকে জড়িয়ে ধরে
তুমি নিছক কণ্ঠে কেঁদে যখন বললে ,"দক্ষিণ
তোমার গতি উত্তরে নিয়ে যাও , সেখানে
আমার একটা রুদ্র-চণ্ডাল স্বপ্ন ভূমি আছে
আছে , প্রসাধনি হাঁটার পাকানো ছায়াপথ
মৌতাতে আঁকা সাজানো মালঞ্চ
পাখিরা রোজ সেখানে ঠোঁট বুলিয়ে-
গান বসন্ত টোডি সুর সাজায়
দুরের ছবি এখনও
কাছে ডেকে কানে কানে
ফিসফিসিয়ে প্রেম সাজায়
বৃষ্টি মেঘ হাত বাড়িয়ে নক্ষত্র খুঁজে
আমার সমাজে আমি একা
তোমার সমকোণী প্রেমিকা ।
মনে পড়ে হেমাঙ্ক !
আমার সব মনে পড়ে
এক পা দু'পা চলে অতীতের রাস্তা ধারে
তোমার এত কিছুর পিছু পিছু আমি ক্লান্ত ঝর্ণা
মনের ইথারে ঢেউ হয়ে
সমাজের কাছে জমা থাকে ……
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল
২| ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩
ধ্রুবক আলো বলেছেন: খুব অর্থবহুল কঠিন একখানা লেখনি.,,, খুব ভালো লাগলো পড়ে, অভিনন্দন
++++
৩| ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮
ভ্রমরের ডানা বলেছেন:
হাবা মে উড়তা যাবে,
মেড়ে লাল ডুপাট্টা মল মল কা,
হো জি, হো জি...
বহুত মাজা আ গিয়া!
৪| ২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪
অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর কবিতাটি।
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৭
দেবজ্যোতিকাজল বলেছেন: এই কবিতার আবৃত্তি পোস্ট করা আছে.।শুনলে ভাল লাগবে
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪১
ধ্রুবক আলো বলেছেন: খুব অর্থবহুল কঠিন একখানা লেখনি.,,, খুব ভালো লাগলো পড়ে, অভিনন্দ
++++