নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

ফ্লোরাল মিথ্যাচার

২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮


সত্য বিধ্বংসী
ভাল এবং আরামদায়ক মিথ্যা

একটি অসুবিধাজনক শব্দ সত্য
একটি সুবিধাজনক শব্দ মিথ্যা

সত্য চলে গেলে
দাঁড়িয়ে থাকে টকটকে মিথ্যা
এখন উপায় কি ?

মাঝে মাঝে মনে হয় সকল উপায় মিথ্যা
ভালবাসার সাথে আমি দৈনন্দিন অসুন্দর
গোল গোল কবিতা , একসঙ্গে বসবাস, তাসের ঘর
শুধু কয়েক গজ দূরে পিচ কালো শূন্যস্থান ,
রুথ রাজ্য ।

অসাড় অবস্থায় হৃদয় ও মন
সত্য বিশ্বাসী মিথ্যার উপর চিন্তা
ভার্জিন সাদা চোখ
প্রলুব্ধকর মিথ্যা হলুদ স্পষ্ট
সেই সুবর্ণ চোখ বিশ্বাস করে না
সামান্য উঁকি দেয় টুটাফাঁটা জার্নালে ।

রোহিঙ্গাদের সত্য বাংলাদেশে এসে মিথ্যা হয়
সত্য ঘুমিয়ে স্বপ্ন , মিথ্যা বালিশে রাত্রি জাগে
অন্ধভাবে যে সম্পর্কের দাম চুকায় চিরকুমার
ডাক পিয়নের কাছে দেওয়া আছে কৈফিৎ চিঠিটি ।

মাঝে মাঝে মনে হয় মিথ্যা অনিবার্য টকটকে লাল
হ্যাঁ ঠিক ফ্লোরাল মিথ্যাচার......।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

বাহ! খুব ভাল লেখেছ! ফ্লোরাল মিথ্যাচার মাঝে মধ্যে ভালই লাগে যদি না সেটা অনাচার হয়ে যায়!



ভার্জিন সাদা চোখ
প্রলুব্ধকর মিথ্যা হলুদ স্পষ্ট
সেই সুবর্ণ চোখ বিশ্বাস করে না
সামান্য উঁকি দেয় টুটাফাঁটা জার্নালে ।


বেশ ভারি লাইন ছিল গো!

২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

দেবজ্যোতিকাজল বলেছেন: ছিল কেনো ! আছে তো.....

২| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

কিছু মনে করো না,
তা তোমাদের ওখানে আমাদের দেশি চ্যানেল গুলো চলে কি? আর,আমাদের পল্লীগীতি তোমার ক্যামন লাগে? কোন প্রিয় গায়ক গায়িকা আছে নাকি এপাড়ায়?

২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: আয়নাতে ওই মুখ দেখবে যখন
কপালের কালো টিপ পরবে মনে

সব কটা জানালা খুলে দাও না

প্রতিদিন তোমায় দেখি সূর্য্য আগে
.....সে আমার বাংলাদেশ

তুমি যে আমার কবিতা

এই দুনিয়ায় এখন তো আর

৩| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

কিছু মনে করো না, তোমার কবিতা গুলো ভারী কঠিন! এটা কিছুটা ধরতে পেরেছি। আরেকটু সহজ করে লেখার প্যার্ক্টিস করো ওকে! অবশ্য তোমার কমফোর্ট জোনটা তুমি ভাল বুঝবে। আমি শুধু বকবক করে গেলস্ম। কিছু মনে করো না যেন! ভাল থেকো।

২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

দেবজ্যোতিকাজল বলেছেন: বিডি চ্যানেল আছে কিন্তু দেখে খুব কম ।

৪| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

৫| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০১

ভ্রমরের ডানা বলেছেন:

ভিক্টোরিয়া পার্ক, হাওড়া ব্রীজ, শিলাইদহ, দমদম, গড়িয়াহাটের বাজার, সিরাজের ফোর্ট বেশ মিস করছি। কোলকাতায় মাছের ঝোল আর আলুর দম দিয়ে সাদা ভাত হেব্বি লাগে। আমি গিয়েছি তোমাদের কোলকাতায়। ম্যাকডোনাল্ড তখন ১৫০ রুপি ছিল। এখন কত গো?

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ভারতে এখন টাকা বাতিলের খেল চলছে । গরীবরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর
বড় লোকরা টাকা ছিড়তে আর পোড়াতে ব্যস্ত ।
জানিনা ভাই.....

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৬

দেবজ্যোতিকাজল বলেছেন: ভারতে এখন টাকা বাতিলের খেল চলছে । গরীবরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর
বড় লোকরা টাকা ছিড়তে আর পোড়াতে ব্যস্ত ।
জানিনা ভাই.....

৬| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৬

ভ্রমরের ডানা বলেছেন:
খুব ভাল হয়েছে। মোদি এসে তোমাদের ভালই হল। এখন তোমাদের অর্থনীতি আর মুদ্রা স্ট্রং হবে। জান তো ডেভিড হিউম বলেছিল-

A weak currency means weak economy and weak economy leads to weak nation.


তা তুমি নচিকেতার মত রাজশ্রী স্টাইলে একটা মুদ্রাস্ফীতি কবিতা দিও। খুব চলবে বললাম!!

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

দেবজ্যোতিকাজল বলেছেন: আমরাও খুশি শুধু দিদি অখুশি

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

দেবজ্যোতিকাজল বলেছেন: আমরাও খুশি শুধু দিদি অখুশি

৭| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

আহা রুবন বলেছেন: বোঝার জন্য দু-বার পড়লাম। ভাল করে না বুঝলেও। পড়তে ভাল লেগেছে।

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩২

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৮| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

তোমাদের রাজ্যটাকে কি যে করে দিল দিদি বুঝছি নে তোমরাই ভাল বলতে পারবে। আমি শুধু জানি সে কেন্দ্রের কেয়ার করেনা। শুধু বেকে চলে। তাই না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.