নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ অনুভূতি

০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১


আকাশ নীরব স্বপ্ন , দীর্ঘশ্বাস শব্দ
দুঃখ তাজমহল সত্যের বক্ররেখা
এটা হবার ছিল ,অপৃষ্ট ত্রুটি প্রতীয়মান
অস্ফুট ঠোঁট , অন্তকাল স্পর্শ স্মৃতি-
আণ্ডারলাইন মেমরিতে রাত্রিবাস ।

আহত শতাব্দী প্রবৃত্তি যুক্ত কবিতা লেখে
চাদর পেতে তৈলচিত্র আঁকে খেদ লঙ্ঘন টেনে ।
হলুদে পাণ্ডুর , রক্তে ব্যক্তি স্বাধীনতা
জ্বলন্ত শরীর , শুষ্ক অশ্রুজল দ্বার ঘেঁষা নীরবতা
এটাই হবার ছিল , শোকের অঙ্কন ।
এটাই মানা হয়নি , নিষিদ্ধ অনুভূতি ।
লেখার ডাগর মাঠ

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮

কানিজ ফাতেমা বলেছেন: //এটাই হবার ছিল , শোকের অঙ্কন ।
এটাই মানা হয়নি , নিষিদ্ধ অনুভূতি ।//
বাহ !

শুভ কামনা রইল ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৮

তারুবীর বলেছেন: 'আন্ডারলাইন মেমরিতে রাত্রি বাস।'
ভাব এর সাথে কথার চমৎকার যোগ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০

ভ্রমরের ডানা বলেছেন:
দুর্দান্ত দাদা দুর্দান্ত!

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪

কানিজ রিনা বলেছেন: হবার ছিলনা তাও হয়েছে, শুস্কঅশ্রুজল
দ্বার ঘেসা নিরবতা। বেশ উপলদ্ধি।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৩

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

অতৃপ্তচোখ বলেছেন: হলুদে পাণ্ডুর, রক্তে ব্যক্তি স্বাধীনতা
জ্বলন্ত শরীর, শুষ্ক অশ্রুজল দ্বার ঘেঁষা নীরবতা
এটাই হবার ছিল, শোকের অঙ্কন।
অসাধারণ বার্তা দিয়েছেন ভাই। গ্রেট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.