নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

দেবজ্যোতিকাজলে’র প্রেমে’র কবিতা

০১ লা মে, ২০১৭ বিকাল ৩:০৫



#১

ইচ্ছা ছিল ,
আজকে তোমায় ছিঁড়ে ছিঁড়ে দেখব
অস্ত্র কোথায় ? কলম খুঁজে ।

যত লেখা চিঠি তোমার
ছিঁড়তে হয়েছিল শব্দ বিচ্ছেদ সঁইয়ে
ঠিক তেমন করে ,
টুকরো টুকরো কাগজে বাতাসে উড়াবো ।

তুমি দেখে নিও ।
আমি উধাও হতে আসি নি ।
শেষ নিশ্বাস কেঁপে ওঠা পর্যন্ত-
পাশের দেওয়ালে , দেখে নিও
তোমায় খুবলে খুবলে ছিঁড়ব....।

#২

আজ তোমার ভিতরে
সেই পুরনো আগুন , নতুন দুপুর বারান্দা
উঁচু নীচু মেঘ পারনি লুকাতে আড়ালে ।
হঠাৎ সহস্র চোখ
বিরল মুহূর্ত
প্রত্যয় চেহারা
আমার সামনে গাছপালা দাঁড়ায় ছায়াভাসে

কেউ যেনো ডেকে বলছে ,
ভেতরে-বাইরে বিষম যুদ্ধ
দূর্ভেদ্য দূর্গ ঘেরা প্রাচীরে বন্দি আমি..।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৭ বিকাল ৩:২৭

নাগরিক কবি বলেছেন: সুন্দর। :)

০১ লা মে, ২০১৭ বিকাল ৫:০২

দেবজ্যোতিকাজল বলেছেন: শেষের কথাটা আমি না তুমি দিবো

২| ০১ লা মে, ২০১৭ বিকাল ৫:২০

নাগরিক কবি বলেছেন: তুমি হলে বেশি ভাল হয়! ( তবে সেটা আমার মত! আপনার যেটা ভাল লাগে দিতে পারেন। দুইটারই সুন্দর অর্থ হয়)

৩| ০২ রা মে, ২০১৭ রাত ১:২১

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কাব্য বেশ ভালো লাগলো। +

৪| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: সুন্দর কবিতা ! খুব ভালো লাগলো।,,,,,,, :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.