নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

দেবজ্যোতিকাজলে’র সিরিজ কবিতা

০৩ রা মে, ২০১৭ রাত ৮:২৫


সিমপ্লেক্স নয় ,কবি ঈশ্বর

এক

পৃথিবী নামক লাশটা
পোড়া মানুষের দেহের গন্ধ

সূর্য থেকে উড়ে ,পাথরে থেঁতলে
গুচ্ছশ্বাস চেপেই, ক্ষয়ী আত্মহনন ;
মৃত্যু জমাট পৃথিবী উপহার পায় ঈশ্বর ।

পৃথিবী নামক লাশটা এখন-
মতিভ্রম হনুমানের বিশল্যকরলী ।

দুই

জন্মকালে তরল ছিল ,প্রাচীন মানবতা
পুরুষ বীর্যস্খলনে তুমুল আগুন জন্মজ
তরল মানবতা ,রতিদাঙ্গায় রসচুম্বন সে
তারপর নারী দেহ হয়ে গেল মিথলজি ।

তিন

আজ মেঘ করে এলে
জ্বলে-পুড়ে যাওয়া সূর্য্যটা
ঈশ্বরকে উপঢৌকন পাঠাব

আমি দগ্ধদৃশ্যে ওড়ে এসে
শ্বাস চেপে , পাথরে থেঁতলাব মগজ
সুস্বাদু মগজে করব ঈশ্বর আতিথেয়

আমি দৃশ্যগন্ধে ছুটে এসে
উলু দিয়ে শঙ্খ বাজিয়ে আড়ম্বরে
ঈশ্বরকে অর্ঘ্যায়ন করব বিজ্ঞান ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৩০

মানুষ বলেছেন: এন্টেনার উপর দিয়ে গেল।

২| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:২৯

ধ্রুবক আলো বলেছেন: বেশ কঠিন কবিতা ++

৩| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:৪৮

সাগর কর্মকার বলেছেন: বুঝলামনা ।

৪| ০৬ ই মে, ২০১৭ রাত ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: পৃথিবী নামক লাশটা এখন-
মতিভ্রম হনুমানের বিশল্যকরলী ।

ক্ষোভের বহিপ্রকাশ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.