নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
আমার ছোটবেলা , বড়োবেলা নেই ,আছে দুঃখবেলা
সূর্যের ছায়ায় সে বেলা শহরময়
পদ চিহ্ন আঁকে । বেড়াল নিশব্দে
দুঃখরা কষ্ট হয়ে আমার দেহ পাহারা দেয়
পাহারা দেয় , আমার ঘর, উঠোন, ডাইনিং টেবিল
পাহারা দেয় , নৈশব্দে চলে যাওয়া সুখ-কে
আমার সুখ নির্লজ্জ , নীচ । কষ্টদের মত দু’হাত ভরে দেয় না । আমার কষ্ট-রে অকৃপণ ।
আমার বেদনারা কাঁদে নিখুঁদ রেখা চিত্রে
হাত-পা ছড়িয়ে ছিটিয়ে , নদীর কাছে অশ্রু চেয়ে
আমার যন্ত্রণারা বাজে , বাদ্য যন্ত্রের তারে । আনন্দ অশ্রু গানে , বেহাগ শ্রুতিতে ।
আমার কষ্টের পাজরে বর্ষার মৌসুমি বায়ু ,
ঝড়ে পড়ে ঝর্ণা মর্মরে । ঘরহীন অন্ধকারে ।
অবশেষে , সে আমার দেহে ফুটফুটে নিথর সকাল
অনিদ্রা বালিশে চাপা পড়া ঘুম ভাঙা ।
ভাল থেকো কষ্ট , সুখে থেকো আমার ক্ষত শুষে । সময় পেলে-
আমায় কবিতা উপহার দিয়ো নোটবুকে
পথিক ভেবে বসতে দিয়ো তোমার উঠোনে ।।
২| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৪
মো: সাওন আকরাম বলেছেন: ওহ!! অনেক সুন্দর
৩| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪১
কানিজ রিনা বলেছেন: দ্বীপ নিভিয়াছে ঝড়ে জেগে আছে মোড় আখি
কে যেন কহিছে ধীরে মোর বুকে মুখ রাখি
পথিক এসেছ নাকি। নজরুলের গানটা শুনার
আহব্বান রইল। কবিতা অনেক সুন্দর ধন্যবাদ।
৪| ২৯ শে জুন, ২০১৭ রাত ৮:২৪
নক্ষত্র নীড় বলেছেন: পেয়ালা বাড়িয়ে দিলাম! ঢালো সাকী।
৫| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৫৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার লেগেছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৮
ঋতো আহমেদ বলেছেন: বাহ্, অসাধারণ লিখেছেন দাদা। দারুণ একটা কবিতা পড়লাম। ++