নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
আমি উষ্ণ সূর্যাস্ত দেখতে গেলাম
কি-ভাবে একটা রেড-সার্কেল
আকাশে ছিটকে পড়ে থাকে ভেবে ।
সূর্যাস্তটি যেনো একটি আহত দম্পত্তি
তুমি আর আমি পাশাপাশি হাঁটছি
একজন চিত্রশিল্পীর রঙে
আমরা দুজনই ,
হুবহু সূর্যাস্তের আকাশে ।
ততক্ষণে তৃণভূমিটি শান্ত রেড পাণ্ডা
সেখানে কেউ নেই ; আমি ছাড়া
গুমোট নিরাকার পরিবেশ
আমি প্রশস্ত নিশ্বাস ,
ভিতরে টেনে নিতেই
আমার হৃদয় দৌঁড়ে ছুটে গেল-
তার উড়ন্ত আঁচলে ।
এ যেনো তোমারই ছদ্মবেশ ।
আকাশ কে আমার লিভিং ছাদ মনে হ'লো
তারপর এক ঝাঁক পাগল পাখি
ডানা ঝাপটায় উড়তে উড়তে
একটি পরিবারের মত
আকস্মিক বিদ্যুৎ চমকায় চোখে
তার রোমাঞ্চ শ্বাসের হাত স্পর্শ করে ।
অন্তর্ধান দূরত্বে , স্ট্রীটলাইটের প্রাচীন মায়া
রোমিও উজ্জ্বলতার চিকণ আভা
রাত্রিকে আকার দেয় মহাকায় হলমার্কে
আমি দ্রবনীয় জল , আচরণীয় মেঘ ।
দু মুঠো অন্ধকার উপরে ছুড়ে দেই
বৃষ্টি হয়ে ফিরে আসে
তোমার পায়ে পায়ে ।
নদীর রজঃস্বলা বাতাস চুলে ঝড় তুলে
ভিতরে টান দেয় তার দীর্ঘ বাহু
এই সন্ধ্যায় শরৎ মুখোমুখি দাঁড়ায়
একেক রাতের মত ।
আমি পরিস্কার শুনতে পায় নীরবতায়
বাতাসে ভেসে আসা গানের সিম্ফনি
অন্ধ সুরের গতি পরমাণু তরঙ্গে অণুতে ভাঙ্গে
অতীত কাছে এসে বসে
আমার রক্ত তোমাকে ছুঁয়ে
বেদনার সূর্যাস্তে আমি অশ্বারোহী
সব মিলে আমার-
ব্যর্থতার ছোট পাখিটি গেয়ে ওঠে ,
এই করেছ ভাল , নিঠুর ,
এই করেছ ভাল
এমনি করে হৃদয়ে মোর
তীব্র দাহন জ্বালো ।... ... ..
২| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮
ধ্রুবক আলো বলেছেন: এক কথায় অসাধারণ +++
৩| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০১
রানার ব্লগ বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন। এক কথায় অপূর্ব। এক রাশ মুগ্ধতা রইল।
৪| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৩
কেন্দ্রবিমুখ সঞ্জয় বলেছেন: অপূর্ব লিখনি
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২২
মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ মুগ্ধতা