নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

ভারতবর্ষের বিভিন্ন নামকরণের ঐতিহাসিক ব্যাখ্যা

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩০


>> ভারতবর্ষের বিভিন্ন নামকরণের ঐতিহাসিক ব্যাখ্যা >>


> > 1. সিন্ধু থেকে : সপ্তসিন্ধু অঞ্চলে বসবাসকালে আর্যরা ‘ সিন্ধু’কে ‘ হিন্দু ’ উচ্চারণ করত , যা থেকে আমাদের দেশের নাম হয়েছে হিন্দুস্থান ।

>> 2. অল-হিন্দ্ থেকে : প্রাচীন কালে পারসিকরা বাণিজ্যিক সূত্রে আমাদের দেশে এসে এদেশের নাম দেন অল-হিন্দ্ । এই হিন্দ্ থেকেই হিন্দু ও হিন্দুস্থান নামের উদ্ভব ঘটেছে ।

>> 3. চীনা সূত্রে : চীনা দুত ঝাং কিয়ান ও সুয়ান জাং ( হিউয়েন সাঙ ) যথাক্রমে ভারতবর্ষের নাম দেন শেন্-তু ও ইন্-তু , যা থেকে ভারতের নাম হয় হিন্দুস্থান ।

>> 4. ইন্দুস থেকে : গ্রিক ও রোমান বণিকরা হিন্দু শব্দের উচ্চারণ করত ‘ ইন্দুস ’ ( Indos ) । এই ‘ ইন্দুস ’- থেকে পরবর্তী সময়ে ‘ইণ্ডিকা’ বা ‘ ইণ্ডিয়া ’ নামকরণ হয়েছে ।

>> 5. ভারত জনগোষ্ঠী থেকে : প্রাচীন কালে ‘ ভরত ’ -নামে এক জনগোষ্ঠী যে অঞ্চলে বসবাস করত ( অর্থাৎ আমাদের দেশ ) , সেই অঞ্চলকে বলা হত ভারতবর্ষ ।

• ভারত শব্দের একটি অর্থ হল ভরতের বংশধর ।

• প্রাচীন হিন্দু বিশ্বতত্ত্ববিদগণের ধারণায় জম্বুদ্বীপের নয়টি দ্বীপের মধ্যে একটি হল ভারতবর্ষ ।
<

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৭

গেম চেঞ্জার বলেছেন: সবগুলোই জানা ছিল। যাক, অন্যরা জানুক এবার।

২| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২

চুলবুল পান্ডে বলেছেন: দাদাদের ওখানে গোমাংশ ভক্ষণের দায়ে বা সন্দেহে মুসলিমদের যে নির্বিচারে পিটিয়ে মারা হচ্ছে সেব্যাপারে মতামত কী ?

৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৩

রুহুল আমিন খান বলেছেন: ইতিহাসে উল্লেখিত প্রাচীন ভারতের সবচেয়ে সমৃদ্ধ শহর কৌনজ বর্তমান ভারত মানচিত্রের ঠিক কোন যায়গায় হতে পারে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.