নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
....................
একটি মৃত্যুর পর
ডুবে গেল ক্লান্ত-সূর্য পশ্চিমে ,
জন্মালো না আর পুবের জরায়ু ।
আমি নিশ্চিত ,
সে চলে যাওয়া মানে ছিল
আমাকে থামিয়ে দিয়ে যাওয়া
ঘুমিয়ে দিয়ে যাওয়া আমার হৃত্কোষ
জড়িয়ে দিয়ে যাওয়া বসন্ত মৃতদেহ ।
যা কেবল মাত্র বিচ্ছিন্ন ,
নিরীহ অথচ কষ্টের ।
মৃত্যু মানে যে
শুধু চলে যাওয়া নয়
এই প্রথম জানলাম ,
মৃত্যু মানে
ঘরগুলো বুড়ো হয়ে যাওয়া
দিনগুলো আগুন হয়ে যাওয়া
বালিশগুলো মরে যাওয়া সারারাত
মৃত্যু মানে
চোখের কাছাকাছি সিক্ত নীল
মুখের উপরে মেঘ হয়ে ঝরে পড়া ।
একটি মৃত্যুর পর ,
ডুবে গেলাম আমি
মৃত বাবার ক্লান্ত চোখে
না ডুবা মুখের আড়ালে
একটি মৃত্যু মানে
এতবড়ো সত্যি রৌদ্রে পুড়ে
যুবক হবে , ভাবি নি কখনও ।
কেবলমাত্র আমিই হারালাম
মুঠোভর্তি লবন মেশানো লম্বা জীবন ।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৮
মৌমুমু বলেছেন: কেবলমাত্র আমিই হারালাম
মুঠোভর্তি লবন মেশানো লম্বা জীবন!
খুব সুন্দর লাইন দুটো।+++
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, পাঠান্তে ভাবনারা পাখা মেলে ভাবিয়ে যায়।
কবিতায় ভাল লাগা + +