নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
প্রাচীন শৈশব
দেবজ্যোতিকাজল
আমার সাথে হেঁটে চলে প্রাচীন শৈশব
আমার হাতে হাত রেখে
হলুদ সরল পথে ।
আমার সাথে চলে এসো
জীবিত আকাশ পথে , নক্ষত্রের গা ছুঁয়ে
গান গেয়ে , ভালবাসাকে জড়িয়ে
নাচতে নাচতে ।
হে প্রাচীন শৈশব ,
আমাকে পিছনে ছেড়ে দিও না
আমার সাথে এসো
আমার পুরনো বাড়ির অতীত থেকে
প্রাচীন করতোয়া থেকে
পুরনো হোল্লর শহর থেকে,
আমার প্রাচীন কবিতার সন্তান নিয়ে,
যেখান থেকে পাওয়া যায়-
স্মৃতির জ্ঞান-অর্জনের প্রজন্ম ।
হে প্রাচীন শৈশব ,
আমার সাথে এসো , কাটাব ক্লান্ত রাত
আমরা কখনও আর হব না পৃথক
আমার শৈশব কে নিয়ে
সাঁতরাবে আমার বর্তমান
অনন্তকাল ধরে প্রতিশ্রুতির শব্দ নদীতে ।
হে প্রাচীন শৈশব ,
আমার সাথে চলে এসো ,
ফিরে দেখি সেই হাসা-হাসি
এই পুরনো মানুষের ভিতরে ।
আমাকে বাঁচিয়ে রাখার মত-
নেই কোন প্রজন্ম । তুমি ছাড়া ।
আমি বহু দূর চলে গেছি জেগে ,
দেখতে প্রহরী ক্ষত
অন্ধকারের ভাঁজে , যে আলোটুকু
টুকরো টুকরো বিবর্ণীয় আলো ছায়া
তার মাঝের দেওয়াল দাঁড়িয়ে ডাকে
আমার প্রাচীন শৈশবকে ।
হে প্রাচীন শৈশব ,
আমার কাছে চলে এসো
এই পুরনো মানুষটির ভিতরে ,
হেসে ওঠে ।
।। ছবিটা আমার তৈরি ।।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
নূর-ই-হাফসা বলেছেন: https://youtu.be/IMH4Hg4oqpA
এই গান টা সুন্দর ।
কবিতায় ভালো লাগা র ইলো
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯
মুচি বলেছেন: সুন্দর সরল কিন্তু জটিল ভাবনা। ভালো লাগা রইলো।