নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
আমি আকাশ থেকে চাঁদ চুরি করেছি
দেবজ্যোতিকাজল
আমি আকাশ থেকে চাঁদ চুরি করে-
লুকিয়েছি আমার ঘরে । অন্ধ দেরাজে
তুমি জীবন ভর থাকতে
চেয়েছিলে বলে ।
তুমি থাকবে বলেছিলে,
আমার জীবন দলে নভগন্ধ মেখে
তুমি আরও বলেছিলে নিভৃত শব্দে
খুব শীঘ্রই আসবে উষ্ণতা দিতে ঝরে
বিছানা জুড়ে ,মন ছুঁয়ে রূপালী পশমে
তাই আমি ,
প্রত্যেক সকাল অপেক্ষা করেছি শূন্যে
প্রত্যেক বিকেল হেঁটে চলেছি চুপসারে
প্রত্যেক রাত অঝরে কেঁদে কেঁদে
চাঁদের সঙ্গে কথা বলেছি আহত জ্যোস্নায় ।
তিনি আমাকে বলেছেন ,
“ তুমি আমাকে ভালবাস
শীঘ্রই আসবে ,আমার কারণে ”
সকাল হতে না হতেই
একঝাঁক তারায় তুমি বিদীর্ণ আকাশ
হাত বাড়িয়ে পাশে টানো
আমি জোড়ে চিৎকার দেই
অজানা আকাশ থেকে
একটি ছোট্ট পাখি
আমাকে ছুঁয়ে শান্ত করে ।
আর নেই আমার সন্দেহ
আর নেই আমার কান্নাকাটি
আমি এখন বুঝতে পেরেছি ,
“ তুমি আমার চিরদিনের ”...।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৮
নূর-ই-হাফসা বলেছেন: আমি আকাশ থেকে চাঁদ চুরি করেছি শিরোনাম দেখেই তাড়াতাড়ি চলে আসলাম পড়তে । দারুন কবিতা ।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
কখন চাঁদ চুরি করেছেন? তাই তো রাতগুলো অন্ধকার
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
তারেক_মাহমুদ বলেছেন: ভাল হয়েছে
৫| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটা দৃষ্টিকাড়া।
সুন্দর কবিতা, স্নিগ্ধ অনুভূতির পরশ বুলিয়ে যায়।
৬| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬
বিজন রয় বলেছেন: কেমন আছেন? নতুন পোস্ট দিন।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
প্রথমকথা বলেছেন:
কবিতা ভাল হয়েছে। শুভকামনা।
৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২২
বিজন রয় বলেছেন: আরে দাদা??
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭
ওমেরা বলেছেন: না,না ,না সেতু হতেই পারে না, আকাশের চাঁদ সেতু শুধুই আমার ।
কবিতা সুন্দর হয়েছে ।