![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে ছিল নীলাকাশে উড়তে থাকা মুক্ত বিহঙ্গ হবো... কিংবা শিশির-ভেজা প্রভাতের চঞ্চল ঘাস-ফড়িং... কখনো হতে চেয়েছি সাদা কাশবন... উদ্দাম বুনো-মেঘ... কখনো বা শান্ত নদীতে ফুটে থাকা কল্পনার নীলপদ্ম... কিন্তু বেঁচে আছি আজো আজন্ম পাপের স্খলন নিয়ে... বোবা বৃক্ষ হয়ে... দেবদারু-র মৌনতা সাথী করে... এক অভিশপ্ত কষ্ট-তরুর ছদ্মবেশে!
হলে প্রয়োজন
মোরে,
কোর স্মরণ-
ভোরে
আসবো কখনো ফিরে
আলো আঁধারে।
অধিকার নয়, কোনো অনুরোধ নয়-
আসব ফিরে
শুধু দেখারই তরে!
দূর থেকে চেয়ে রব
নীরবে তোমায়,
জানবে না কভু তুমি-
আমি অসহায়!
সুখে থেকো আজীবন- এই কামনায়
আসব ফিরে
শুধু দেখারই তরে!
আনমনে বলেছিলেম
কত যে কথা,
অবুঝ হৃদয় তোমার-
দেখেনি সে ব্যাথা।
এবারো সবকিছু আড়াল করে
আসব ফিরে
শুধু দেখারই তরে!
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৫
সামী মিয়াদাদ বলেছেন: +
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১০
েজবীন বলেছেন: ভালো ....
অনেকদিন পর ..
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৯
মানুষ বলেছেন: সমস্যাটা কি? কিছুদিন ধরে শুধুই বিরহের কবিতা লিখছেন দেখি।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৫
মিরাজ বলেছেন: দেবদারুর মনে হয় এখন বিরহকাল চলছে । কবির সৃষ্টির জন্য স্বর্ণসময় ।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪০
রাশেদ বলেছেন: ভালো লাগছে।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩০
তানজিলা হক বলেছেন: ভালো হয়েছে
+++
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২১
মুকুল বলেছেন: মিষ্টি গীতিকবিতা। সুর দিলে দারুণ হবে।
*****
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: রবি দা'র কথা মনে পড়ে গেল কবিতা পড়ে ।।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৭
দেবদারু বলেছেন: @সারিয়া তাসনিম, সামী মিয়াদাদ, েজবীন, মানুষ, মিরাজ ভাই, রাশেদ ভাই, তানজিলা হক, মুকুল ভাই-
সবাইকে ধন্যবাদ..........
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: সুরেলা কবিতা ......সুন্দর।
শুভেচ্ছা।
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২০
শফিউল আলম ইমন বলেছেন: দেবদারু ভাইজান জবাব নাই.....
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২২
নরাধম বলেছেন: দেবদারুভাইয়ের কবিতা সবসময়ই ভাল হয়।
অনেক ধন্যবাদ।
১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৭
ঘাতক বলেছেন: valo laglo..............++
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২১
ফারহান দাউদ বলেছেন: সুর দিয়ে গানও করা যেতে পারে।
১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৪
দেবদারু বলেছেন: @সুলতানা শিরীন সাজি, শফিউল আলম ইমন, নরাধম, ঘাতক, ফারহান দাউদ-
অসংখ্য ধন্যবাদ...........
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৪
মৈথুনানন্দ বলেছেন: /* দেবদারু */
তোমার hi5 ইনবক্স চেক করো।
১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৬
বন্ধ্ু বলেছেন:
১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৮
রাগ ইমন বলেছেন: বিষন্নতায় সুখ আছে ।
হেরে গেছি জানলে নিশ্চিত থাকি লড়াই একটা ছিলো ।
নইলে এই সব মরে বেঁচে থাকায় জীবন কই বলো ?
------------------------------------
http://valobasha-e-ishshor.blogspot.com/
২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৪
কালপুরুষ বলেছেন: চমৎকার!
২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫১
দেবদারু বলেছেন: মৈথুনানন্দ দা, বন্ধ্ু, রাগ ইমন আপু, কালপুরুষ দা-
ভালোবাসা অফুরান!
২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৭
মৃন্ময় আহমেদ বলেছেন: ব্যথার কথা কী আর শুধাবো.. দিন রাত জাগ্রত সময়ে ব্যথার সাম্রাজ্য্
২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৩
দেবদারু বলেছেন: মৃন্ময় ভাই, এ সাম্রাজ্য চাইনি যে কখনো..............
২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২২
নাদান বলেছেন: আপানার কবিতা গুলো কেন জানি ছুঁয়ে যায়।
২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১৬
দেবদারু বলেছেন: উহ্হু................ আপনি মনোযোগ দিয়ে পড়েন বলেই বোধহয় যা বোঝাতে চেয়েছি, কিছুটা হলেও বোঝাতে পারি..............
২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৩
২য় জীবনানন্দ বলেছেন: আপনার ক্ষণিক দেখা সার্থক হোক ! চমৎকার কবিতা !
২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৮
দেবদারু বলেছেন: @২য় জীবনানন্দ, অনেক দিন পর আপনার ক্ষণিক দেখা পেয়ে ভালো লাগছে।
২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫১
নিবেদীতা বলেছেন: সুখে থেকো আজীবন- এই কামনায়
আসব ফিরে
শুধু দেখারই তরে
অনেক ভাল লাগলো
২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪১
দেবদারু বলেছেন: নিবেদীতা, কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম খুব..........
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩১
সারিয়া তাসনিম বলেছেন:
মিষ্টি কবিতা !