নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোর্ট কাচারি

কুমার দেবুল দে

এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট

কুমার দেবুল দে › বিস্তারিত পোস্টঃ

প্রসংগ: আইনজীবীদের ( এডভোকেট) পোষাক বিড়ম্বনা

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮

বাংলাদেশে যে কয়টা বিচারিক স্তর আছে সেই ভেদে যে এডভোকেট দের পোষাকের পার্থক্য আছে সেই বিষয়টা আমরা এডভোকেটরা যেমন নিশ্চিত তেমনি সাধারন লোকদেরও জানা আছে বিষয়টি। আপাত দ্রিষ্টিতে ড্রেসের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এর এডভোকেট ও নিম্ন আদালতের এডভোকেটদের ড্রেসের ভিত্তিতে আলাদা করা গেলেও মুলত: আদালত ভেদে এডভোকেটদের ড্রেসে রয়েছে বিস্তর ফারাক এবং বিচিত্রতা। ড্রেস দেখেই মুলত আমরা সুপ্রিম কোর্ট এর এডভোকেট আর নিম্ন আদালতের এডভোকেট দের আলাদা করি এদের ভিতর মুল পার্থক্য টা কি? নিম্ন আদালতের এডভোকেটরা টাই পরে আর সুপ্রিম কোর্টএর এডভোকেটরা ব্যান্ড পরে। বাকি সব একি। এখন ড্রেসের ভিত্তিতে নিম্ন আদালতকেই দুই ভাগে ভাগ করা যায়। ১. ফঊজদারি আদালত ২. দেওয়ানী আদালত। ফঊজদারি আদালত চলে Criminal Rules and Orders, 2009 মতে আর দেওয়ানী আদালত চলে Civil Rules and Orders ( CRO ) মতে। এবং এই দুইটি রুলস মতে আইনজিবিদের ড্রেসেও আছে পার্থক্য। নিম্ন আদালতের আইনজিবিরা সবাইই যারা হাই কোর্ট এ এনরোল্ড না ওনারা পরেন কাল টাই সাথে কাল কোট, সাদা শার্ট, গাউন ইত্যাদি। কিন্তু ২০০৯ সালে অর্থাৎ আজ থেকে ৬ বছর আগেই যে উনাদের ড্রেস পরিবরতন হয়ে হাই কোর্ট এর আদলে হয়ে গেছে তা উনারা নিজেরাই জানেন না। Criminal Rules and Orders, 2009 এর Vol-1,Chapter- XXIX এর Rules - 488 দেখুন আপনার ড্রেসে এখন টার্ন আপ কলার এবং ব্যান্ড পরার বিধান সং্যুক্ত করা হয়েছে। সমস্যা এখনও থেকে গেছে দেওয়ানি আদালতের ড্রেসে এই খানে এখনও কাল টাই রেখে দেওয়া হয়েছে। এই বিষয়ে দেখুন Civil Rules and Orders, Vol-1, Rule - 826 এইবার ভেবে দেখুন যেই এডভোকেটএর একি সাথে ফঊজদারি আদালত বা পরক্ষনেই দেওয়ানি আদালতে উপস্থিত হতে হয় সেই আইনজিবির কি দশা হবে। ২০০৭ সালের আগে আরেক শ্রেনীর আদালত ছিল যেইটার নাম ছিল ম্যাজিস্ট্রেট আদালত তাতে আবার বিচার করত নির্বাহী ম্যাজিস্ট্রেট রা সেই সমস্ত আদালত গুলাতে আইনজিবিদের দেখা যেত গাউন না পরে মামলা পরিচালনা করতে। ওইটাও আইন বিরুদ্ধ নয় তার বইধতা দেওয়া হয়েছে CRO এর Rule- 826 এর Note-3 তে, যেহেতু তাদের নিজেদেরই গাউন গায়ে দেয়ার অধিকার ছিলনা। এখন আবার মহিলা আইনজিবিদেরও ড্রেস কোড করা হয়েছে নিম্ন আদালতে এবং হাই কোর্ট এও। এবার আসি সুপ্রিম কোর্ট এ। সুপ্রিম কোর্ট এর দুটি বিভাগ হাই কোর্ট বিভাগ ও আপিল বিভাগ। ড্রেস ও দুই রকম। হাই কোর্ট এ টার্ন আপ কলার ও ব্যান্ড এবং অন্যান্য বিষয় গুলু জজ কোর্ট এর আদলে। দেখুন High Court Rules, 1973 এর Chapter- XVIA এর Rule - 2(2) দ্রস্টব্য। এবার আসি আপিল বিভাগে এই খানে এডভোকেটরা শর্ট কোট পরবেন, টার্ন ডাউন কলার পরবেন, ব্যান্ড পরবেন সাথে শর্ট গাউন পরবেন কিন্তু সিনিয়র এডভোকেট দের গাউনে একটু পার্থক্য হবে তারা পরবেন ব্যারিস্টার দের গাউন যেটা লন্ডনস্থ হাই কোর্ট এ পরা হয়। দ্রস্টব্য Appellate Division Rules, 1988 এর Order- IV এর Rule- 38. এইবার একটু চিন্তা করুন একই আইনজিবির যদি একই দিনে দুইটা বিভাগেই মামলা থাকে ড্রেসের কি অবস্থা হবে! আমার এই লেখটা সেই সমস্ত জজ কোর্ট এর এডভোকেট দের জন্য যারা এতদিন চুরি করে হাই কোর্ট এর কলার এবং ব্যান্ড পরতেন। এখন থেকে চুরি করে নয় বরং বুক উঁচিয়ে হাই কোর্ট এর ড্রেস পরবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.